কথায় আছে, আগে দর্শনদারী তারপর গুনবিচারী। এই বইটির নামটি দেখেই আমি মুগ্ধ, ভাবি কি অবাক করা বইয়ের নাম এবং মনে মনে ভাবি আসলেই কি ইংলিশে কাচা প্যাশেন্টদের জন্য থেরাপির মতো ঔষধ রয়েছে এবং বইটির কভার পৃষ্ঠা টি ও খুবই চমৎকার। এরপর বইটার সূচিপত্র খুলতেই আমি আরো আশ্চর্য হয়ে যাই, সূচিতে চোখ বুলিয়ে মনে হচ্ছিলো যেনো আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি; কিন্তু না আমি বাস্তবেই দেখতেছিলাম।
ইংরেজী শেখার জন্য সবাই বলে শর্টকাটে শিখে ফেলুন। আমি নাম বলতে চাইনা, শত শত ইংরেজী বই লেখকরা রয়েছে তাদের বইগুলো বেশী সংখ্যক সেল করার জন্য বইয়ের নামের পরে বা ভূমিকায় স্লোগান রাগে ৩০ দিনেই ইংরেজী শিখুন, ৬০ দিনেই ইংরেজী শিখুন, শর্টকার্ট উপায়ে ইংরেজী শিখুন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ ইংলিশে দুর্বলদের জন্য English Therapy বইয়ের লেখক সাইফুল ইসলাম স্যার বলেন, ইংরেজী শেখার কোনো শর্টকাট রাস্তা বা পদ্ধতি নাই, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো বেশী বেশী পড়ে আয়ত্ত করে ফেলতে পারলে ইংরেজী শিখতে কম সময় লাগে।
তবে ভেবে নিবেননা ১ মাস কিংবা দুইমাসেই যে শিখে ফেলবেন, ইংরেজী শুধু শিখলেই তো হবেনা আপনার ইংরেজী দক্ষতা টা যদি অন্যর নিকট প্রকাশ করতে না পারেন; তাই আপনাকে গ্রামারের রুলস অনুযায়ী ইংরেজী শিখতে হবে নাহলে কোনো শিক্ষিত সমাজে কথা বলতে গেলে তার মধ্যে কেউ হয়তো আপনার ভূলটা সবার মধ্যে ধরিয়ে দিবে আর এতে বড়সড় একটা লজ্বা পাবেন।
এবং আপনি যদি কাচা ইংলিশ শিখে যখনই ইংলিশে লিখতে যাবেন কোনো কিছু তখন দেখবেন সেন্টেন্স তৈরী করতে কতো অসুবিধায় পড়তে হয়। ইংরেজী শেখার কোনো শর্টকাট রাস্তা নাই, শর্টকাটে আপনি কিছু ডায়ালগ মুখস্থ করতে পারেন স্রেফ, এবং মুখস্ত বিদ্যা গুলোই অন্যর নিকট তোতাপাখির মতো বলতে পারবেন। কিন্তু নিজ থেকে কোনো কিছু চিন্তা করে বলতে পারবেননা কারন যতোটুকু মুখস্থ করেছেন ততটুকুর মধ্যেই বলতে পারবেন।
বইয়ের নামঃ ইংলিশে দুর্বলদের জন্য English Therapy
বইয়ের লেখকঃ সাইফুল ইসলাম
পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬ টি।
বইয়ের ধরনঃ ইংরেজী শেখার pdf বই
ডাউনলোডঃ Read Online / Download
[/b]
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
You must be logged in to post a comment.
https://drive.google.com/file/d/1srP_2imf1poDY_rDyL-LNqN-r6ZzvHii/view?usp=drivesdk
Thanks for share
Welcome bhai