আজ এই পোস্টে মোট টি বই এর পিডিএফ দিবো, গুগল ড্রাইভ ডাউনলোড লিংক।
তিন গোয়েন্দাঃ
তিন গোয়েন্দা অনেকেরই ছোটবেলার এক অংশ বলা যায়।
আমরা শার্লক হোমস চিনতাম না, তিন গোয়েন্দার গল্প পড়ে ও শুনে বড় হয়েছি। ? জনপ্রিয় লেখক রকিব হাসানের হাত ধরেই যেন তিন গোয়েন্দা আমাদের ছোটবেলার ফ্যান্টাসি হয়ে ওঠে। এখনো তিন গোয়েন্দা পড়তে মজা লাগে। আমাদেরকে দারুণ সব অ্যাডভেঞ্চার দিতে কখনোই হতাশ করেনা তিন গোয়েন্দা।
তবে ভাববেন না যে বাংলাদেশে রকিব হাসানের হাত ধরে তিন গোয়েন্দার আগমন ঘটেছে বলে উনি কিন্তু এর স্রষ্টা নন। তিন গোয়েন্দা – এই তিন বন্ধুর গোয়েন্দা চরিত্র টি বাইরের দেশ থেকে এসেছে।
যাইহোক, কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড এই তিনজন কিশোরকে ঘিরেই গড়ে উঠেছে তিন গোয়েন্দার কাহিনী। এরা তিন জন স্কুল ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুড়তে বেড়াতে গিয়ে অলৌকিক, ভৌতিক বিভিন্ন জিনিস এনকাউন্টার করলে তারা সেটার রহস্য উদঘাটন করে। নিজেদের অজান্তেই হামেশাই মৃত্যু মুখে চলে যায়।
আপনি যদি বই পড়ার খুব ভালো ভক্ত নাও হোন, এসব পড়লে আপনার বই পড়ার আগ্রহ বাড়বে, নিশ্চয়তা দিতে পারি।
তবে এসব বই কিনে অর্থাৎ কাগজের বই পড়ে অনুভুতি বেশি পাওয়া যায়।
পিডিএফ পড়ে মজা নেই। ?
এদের নিয়ে,
বিস্তারিত জানতে ও চরিত্র এবং ইতিহাস সম্পর্কে বিষদ জানতে পাবেন উইকিপিডিয়া তে।
Download Link: Google Drive
[এইটা ওপেন সোর্স পিডিএফ সমূহ এবং লিংক সংগৃহীত, আমার আপলোড দেয়া নয়]
এ পর্যন্তই।
ভালো থাকবেন।