আজ এই পোস্টে মোট টি বই এর পিডিএফ দিবো, গুগল ড্রাইভ ডাউনলোড লিংক।

শুধু ডাউনলোড লিংক দিলে পোস্ট বেশ ছোট হয়ে যায়, আর অনেকেও তিন গোয়েন্দা চেনেন না হয়তো, তাই এটা নিয়ে কটা কথা লিখলাম নিচে।

তিন গোয়েন্দাঃ
তিন গোয়েন্দা অনেকেরই ছোটবেলার এক অংশ বলা যায়।
আমরা শার্লক হোমস চিনতাম না, তিন গোয়েন্দার গল্প পড়ে ও শুনে বড় হয়েছি। ? জনপ্রিয় লেখক রকিব হাসানের হাত ধরেই যেন তিন গোয়েন্দা আমাদের ছোটবেলার ফ্যান্টাসি হয়ে ওঠে। এখনো তিন গোয়েন্দা পড়তে মজা লাগে। আমাদেরকে দারুণ সব অ্যাডভেঞ্চার দিতে কখনোই হতাশ করেনা তিন গোয়েন্দা।
তবে ভাববেন না যে বাংলাদেশে রকিব হাসানের হাত ধরে তিন গোয়েন্দার আগমন ঘটেছে বলে উনি কিন্তু এর স্রষ্টা নন। তিন গোয়েন্দা – এই তিন বন্ধুর গোয়েন্দা চরিত্র টি বাইরের দেশ থেকে এসেছে।

যাইহোক, কিশোর পাশা, মুসা আমান এবং রবিন মিলফোর্ড এই তিনজন কিশোরকে ঘিরেই গড়ে উঠেছে তিন গোয়েন্দার কাহিনী। এরা তিন জন স্কুল ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুড়তে বেড়াতে গিয়ে অলৌকিক, ভৌতিক বিভিন্ন জিনিস এনকাউন্টার করলে তারা সেটার রহস্য উদঘাটন করে। নিজেদের অজান্তেই হামেশাই মৃত্যু মুখে চলে যায়।

আপনি যদি বই পড়ার খুব ভালো ভক্ত নাও হোন, এসব পড়লে আপনার বই পড়ার আগ্রহ বাড়বে, নিশ্চয়তা দিতে পারি।
তবে এসব বই কিনে অর্থাৎ কাগজের বই পড়ে অনুভুতি বেশি পাওয়া যায়।
পিডিএফ পড়ে মজা নেই। ?

এদের নিয়ে,
বিস্তারিত জানতে ও চরিত্র এবং ইতিহাস সম্পর্কে বিষদ জানতে পাবেন উইকিপিডিয়া তে।

Download Link: Google Drive
[এইটা ওপেন সোর্স পিডিএফ সমূহ এবং লিংক সংগৃহীত, আমার আপলোড দেয়া নয়]

এ পর্যন্তই।

ভালো থাকবেন।

20 thoughts on "৭৫টি “তিন গোয়েন্দা” বই পিডিএফ ডাউনলোড করুন [Google Drive]"

  1. Sohel Rana Contributor says:
    Amar khub posonder book
    1. V Author Post Creator says:
      আমারো ❤️‍?
    1. V Author Post Creator says:
      Welcome ☺️
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    কাজে লাগবে
    1. V Author Post Creator says:
      ☺️❤️‍?
    1. V Author Post Creator says:
      হ্যা ☺️
  3. Alex Razib Contributor says:
    Good Post ✍️
    1. V Author Post Creator says:
      ধন্যবাদ ❤️‍?
    1. Arafat Hossen Contributor says:
      Audio book niye kew post den plz. Indian app, kuku fm agula kivabe account passes korbo?
    2. V Author Post Creator says:
      সব কয়টা বই নেই, শুধু যেগুলো ওপেন সোর্স সেগুলা দিয়েছি। অন্যগুলো দিলে পাইরেসি হিসেবে বিবেচিত হবে। এতে ট্রিকবিডি ওয়েবসাইটে সমস্যা করতে পারে, যেহেতু বইগুলোর পাবলিশার বাংলাদেশের।
    3. V Author Post Creator says:
      আরাফাত, আমি জানতাম না kuku fm সম্পর্কে। এখন যেহেতু শুনলাম, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, যদি কিছু পাই, অবশ্যই পোস্ট করবো।
  4. Rakib Author says:
    সুন্দর কাজে লাগবো
  5. Xein Ahmed Author says:
    Koyki 75 Tah?‍? 3goyenda diye Trickbd vore gelo?
  6. SK KAWSAR Contributor says:
    অসাধারণ পোস্ট ভাই, আরও সুন্দর সুন্দর পোস্ট করবেন, আমি আছি আপনার সাথে।

    আপনার পছন্দের পিডিএফ বই পাবেন
    এখানে > https://www.justboipdf.com

Leave a Reply