Site icon Trickbd.com

এবার নিজেই বানিয়ে নিন Adf.ly অথবা অন্যান্য Link Shortener ওয়েবসাইট গুলোর মত ওয়েবসাইট।[Step To Step]

Unnamed

আসসালামু আলাইকুম 

আজ দেখাব কিভাবে Adf.ly/goo.gl এর মত Url Shortener ওয়েবসাইট বানাবেন নিজেই। এর আগে যদি এই বিষয় নিয়ে পোস্ট হইয়ে থাকে,তাহলে ক্ষমা করে দিবেন। 

মূলত এই কাজটি একটি PhP Script এর মাধ্যমে করব। অনলাইনে এই স্ক্রিপ্ট এর দাম প্রায় ৩হাজার টাকা। কিন্ত তা আজ আমি আপনাদের ফ্রিতেই দিব।

আগে চলুন দেখে নেই এই Script এ কি কি সুবিধা পাওয়া যাবে। 


  1. সোশ্যাল ফ্রেন্ডলি 

  2. jQuery Driven

  3. এসপ্লাশ পেইজ 

  4. প্রাইভেট সার্ভিস। মানে পেইড মেম্বারশিপ

  5. ফেসবুক/টুইটার কানেক্ট

  6. GeoTargeting

  7. Api

  8. আরো অনেক ফিচার আছে। 

Step To Step Guide


১) প্রথমে নিচে থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।

২) ডাউনলোড করা হইয়ে গেলে আপনার হোস্টিং এর Cpanel এ লগিন করুন। এবং File Manager এ ক্লিক করুন।

৩) এবার আপনি যদি এই সার্ভিসটা রুট ফোল্ডারে করতে চান,সেক্ষেত্রে Public_html এ,আর যদি অন্য জায়গায় করতে চান সেক্ষেত্রে ফোল্ডার করে সেখানে ফাইলটি আপ্লোড করুন।

৪) ফাইলটি আপ্লোড করা হইয়ে গেলে ডিকম্প্রেস করুন।

৫) এবার আবারো আপনার Cpanel এ গিয়ে MySQL Database Wizard এ ক্লিক করুন। এবং নিচে দেখানো স্কিনশটের মতো কাজ করুন।

 

এখানে দেয়া ইউজারনেম-পাসোয়ার্ড গুলো মনে রাখবেন অবশ্যই।

৬) এবার আপনার লিংকে ভিসিট করুন। মানে আপনি যেখানে ফাইলটি আপ্লোড করেছেন ওখানে।



৭) এবার নিচে দেখানো স্কিনশটগুলোর মতো কাজ করুন।


দেখুন আমাদের সাইট রেডী।

তো এবার দেখুন আমি আমার ওয়েবসাইটে Trickbd.com এটা শর্ট করব।

দেখুন এটা কিভাবে কাজ করল। এবার দেখাব Advanced Option এর কাজ কী।


১) Custom Aliases- এটা মানে আপনি যদি নিজের নাম দিয়ে Url Short করতে চান সেক্ষেত্রে। মানে ধরুন আপনার ওয়েবসাইটের নাম Abc.com আর আপনি Defghijkl.com কে আপনার ওয়েবসাইটে শর্ট করবেন। সেক্ষেত্রে আপনি যদি Custom Aliases এ trickbd লিখে দেন তাহলে আপনার লিংকটি হবে abc.com/trickbd

বাকি গুলো নিচে দেখুন।

 

এবার আপনার এডমিন DashBoard এ লগিন করুন।তারপর নিচের মত পেইজ শো হলে Admin  এ ক্লিক করুন।

তারপর আপনার এডমিন প্যানেল শো হবে। এখান থেকে আপনি সব রিপোর্ট দেখতে পাবেন।

তারপর যেটি করবেন Setting>General Setting এ গিয়ে কাস্টম সেটিং গুলো ওকে করে নিন।

বাকি সব সেটিং নিজের মত করে নিন।

এবার যদি চান যে আপনার ওয়েবসাইটে মেম্বারশিপ রাখবেন,মানে ফ্রি ইউজাররা শুধু ১০টি Url বানাতে পারবে। আর সব ফিচার হবে শুধু পেইড মেম্বারদের জন্যে।তাহলে নিচের মত সেটিং প্যানেলে গিয়ে কনফিগার করুন। 

নিচের পেইজ তিনটি কনফিগার করে নিতে পারবেন।

এবার আসি শর্ট লিংক এর রিডাইরেক্ট পেইযে কিভাবে এড বসাবেন তাতে।


১) আপনার একাউন্টে লগিন করুন।

২) Splash পেইজে ক্লিক করুন।

৩) এইবার Create এ ক্লিক করুন। 

৪) ব্যানার,লিংক এসব দিয়ে নিচের মত একটি Splash Page বানিয়ে নিন।

এবার আপনার Dashboard থেকে নিচের মত করে আপনার ক্রিয়েট করা Splash টি সিলেক্ট করে আপনার url Short করুন। 

বাকি সব ইনশাল্লাহ আপনারা নিজেরাই পারবেন,আমি ব্যাসিক দেখিয়ে দিলাম। 

আশা করি আজকের পোষ্টটি আপনারদের কাছে ভালো লেগেছে। পোষ্টটি সম্পর্কে কোনো মতামত জানাতে কমেন্ট করতে ভূলবেন না যেন! পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ!

Exit mobile version