আসসালামু আলাইকুম
আজ দেখাব কিভাবে Adf.ly/goo.gl এর মত Url Shortener ওয়েবসাইট বানাবেন নিজেই। এর আগে যদি এই বিষয় নিয়ে পোস্ট হইয়ে থাকে,তাহলে ক্ষমা করে দিবেন।
মূলত এই কাজটি একটি PhP Script এর মাধ্যমে করব। অনলাইনে এই স্ক্রিপ্ট এর দাম প্রায় ৩হাজার টাকা। কিন্ত তা আজ আমি আপনাদের ফ্রিতেই দিব।
আগে চলুন দেখে নেই এই Script এ কি কি সুবিধা পাওয়া যাবে।
-
সোশ্যাল ফ্রেন্ডলি
-
jQuery Driven
-
এসপ্লাশ পেইজ
-
প্রাইভেট সার্ভিস। মানে পেইড মেম্বারশিপ
-
ফেসবুক/টুইটার কানেক্ট
-
GeoTargeting
-
Api
-
আরো অনেক ফিচার আছে।
Step To Step Guide
১) প্রথমে নিচে থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।
২) ডাউনলোড করা হইয়ে গেলে আপনার হোস্টিং এর Cpanel এ লগিন করুন। এবং File Manager এ ক্লিক করুন।
৩) এবার আপনি যদি এই সার্ভিসটা রুট ফোল্ডারে করতে চান,সেক্ষেত্রে Public_html এ,আর যদি অন্য জায়গায় করতে চান সেক্ষেত্রে ফোল্ডার করে সেখানে ফাইলটি আপ্লোড করুন।
৪) ফাইলটি আপ্লোড করা হইয়ে গেলে ডিকম্প্রেস করুন।
৫) এবার আবারো আপনার Cpanel এ গিয়ে MySQL Database Wizard এ ক্লিক করুন। এবং নিচে দেখানো স্কিনশটের মতো কাজ করুন।
এখানে দেয়া ইউজারনেম-পাসোয়ার্ড গুলো মনে রাখবেন অবশ্যই।
৬) এবার আপনার লিংকে ভিসিট করুন। মানে আপনি যেখানে ফাইলটি আপ্লোড করেছেন ওখানে।
৭) এবার নিচে দেখানো স্কিনশটগুলোর মতো কাজ করুন।
দেখুন আমাদের সাইট রেডী।
তো এবার দেখুন আমি আমার ওয়েবসাইটে Trickbd.com এটা শর্ট করব।
দেখুন এটা কিভাবে কাজ করল। এবার দেখাব Advanced Option এর কাজ কী।
১) Custom Aliases- এটা মানে আপনি যদি নিজের নাম দিয়ে Url Short করতে চান সেক্ষেত্রে। মানে ধরুন আপনার ওয়েবসাইটের নাম Abc.com আর আপনি Defghijkl.com কে আপনার ওয়েবসাইটে শর্ট করবেন। সেক্ষেত্রে আপনি যদি Custom Aliases এ trickbd লিখে দেন তাহলে আপনার লিংকটি হবে abc.com/trickbd
বাকি গুলো নিচে দেখুন।
Free Host ee ki korbo??
Demo site @Bunty Tricks
adsense bolteche multi account dibe na.
ai script a mone hoy onno kono adsene ar code ache
kintu seta khujei pacchi na
2 mb er upor file upload korte parcina to hosting site e