আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? I hope সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলুন আজকের Main টপিক এ চলে যাওয়া যাক। আমি একটা Article লিখেছিলাম, যেখানে Facebook ফিসিং Script ২০২০ সালের টা শেয়ার করেছিলাম। সেই Facebook ফিসিং Script টা ফ্রি Hosting এ Support করে। তো খুব সহজেই আপনারা সকলেই ফেসবুক ফিসিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন। মুলত ভালোই Response পেয়েছি আগের ফেসবুক ফিসিং সাইট Php Script এর পোস্ট থেকে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে পরিপূর্ণ একটা ফেসবুক ফিসিং সাইট তৈরি করা যায়। মুলত আজকে তাদের জন্য এই টিউটোরিয়াল টা। আমি কিছু কথা বলতে চাই ফেসবুক ফিসিং ওয়েবসাইট নিয়ে। আপনারা ফেসবুক ফিসিং সাইট শুধুমাত্র মজা করার জন্য বানাতে পারেন অথবা কোনো Legal কাজের জন্য ইউজ করতে পারেন। কিন্তু কোনো Illigal কাজ অবশ্যই করবেন এই পদ্ধতিতে ফৈসবুক ফিসিং ওয়েবসাইট তৈরি করে। আমাদের ভিতর অনেকেই হয়তো শুনেছি ফেসবুক ফিসিং এর কথা। আবার অনেকে জানিনা ফিসিং সাইট কি? তো চলুন জেনে নেওয়া যাক।
ফেসবুক ফিসিং সাইট কি?
ফেসবুক ফিসিং সাইট মুলত বানানো হয় ফেসবুক একাউন্ট হ্যাক করার জন্য। এটা ফেসবুক একাউন্ট হ্যাক করার একটা মাধ্যম। ফেসবুক ফিসিং পদ্ধতিতে মুলত ফেসবুকের লগিন পেজের মতো হুবহু একটা ওয়েবসাইট এ লগিন পেজ তৈরি করা হয়। আর সেই লগিন পেজ এর ভিতরে থাকে ফিসিং করা। এরকম ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইট এর লিংক Victim করে পাঠানো হয়। Victim যদি অসতর্কভাবে সেই ফেসবুক ফিসিং লিংক এ ক্লিক করে তাহলে তার সামনে ফেসবুকের মতো হুবহু লগিন পেজ শো করে। Victim যদি কিছু না বুঝে সেই পেজ এ লগিন করে তাহলে তাকে ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট এ নিয়ে যাওয়া হয়। আর Victim যেসব Information গুলো দিয়ে মুলত লগিন করেছে সেগুলো সেই ফিসিং ওয়েবসাইট এর Server এ Save হয়ে যায়। পরবর্তীতে সেই ফিসিং ওয়েবসাইট এর মালিক খুব সহজেই দেখতে পারে User কোন Email or Number এবং Password ব্যবহার করে লগিন করেছে। আর এভাবেই মুলত ফেসবুক ফিসিং সাইট এর মাধ্যমে ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে থাকে। আশা করছি এখন আপনারা সকলে বুঝতে পেরেছেন ফেসবুক ফিসিং সাইট আসলে কি? আর ফেসবুক ফিসিং সাইটের মাধ্যমে কিভাবে ফেসবুক একাউন্ট হ্যাক করা হয়।তো চলুন একটা ফিসিং ওয়েবসাইট তৈরি করা যাক:
আমরা আপনাকে এখন দেখাবো কিভাবে আপনারা PHP তে ফ্রি Hosting নিয়ে একটা ফিসিং সাইট তৈরি করবেন একদম ফ্রিতে। PHP তে ফেসবুক ফিসিং ওয়েবসাইট তৈরির জন্য মুলত প্রয়োজন হবে একটা PHP ফেসবুক ফিসিং সাইট এর Script. আমি আগের পোস্ট এ শেয়ার করেছি ফেসবুক ফিসিং সাইট এর Script. তো যারা আগের পোস্ট দেখেন নি তারা এখানে ক্লিক করে ফেসবুক ফিসিং সাইট এর Php Script টা ডাউনলোড করে নিন। আগের পোস্ট এ বলে দেওয়া আছে কিভাবে Script টা ডাউনলোড করবেন এবং Server এ আপলোড করবেন। তো যারা বোঝেন নি তাদের জন্যই আজকের এই পার্ট টা মুলত করা হয়েছে। তো ডাউনলোড করেছেন তো Script টা? তো চলুন এখন আমরা একটা ফ্রি Hosting নিয়ে নেই।কিভাবে ফেসবুক ফিসিং সাইট এর জন্য Free Hosting নিবেন?
তো প্রথমে আপনারা নিচের লিংক এ ক্লিক করুন। আমি এই পোস্ট এ 000webhost এর hosting ইউজ করে দেখাবো। আপনাদের এই Hosting ইউজ করতে না করব কেননা এই Hosting ইউজ করলে সাইটে এডস শো করবে। যার কারণে যে কেউ বুঝে যাবে এটা ফিসিং ওয়েবসাইট। এখন আপনার ইচ্ছা। Link: Best Free Hosting 2020 তারপর আপনারা নিচের মতো Screenshot দেখে একটা ফেসবুক ফিসিং সাইট এর জন্য Free Hosting নিয়ে নিন। প্রথমে নিচের Get Started লেখায় ক্লিক করুন। Upload করা শেষ। এখন নিচের মতো File সিলেক্ট করে ওখানে দেওয়া Option এ ক্লিক করে Unzip করতে হবে।