হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।
Topic : Script Of Python SMS Bomber
কিভাবে Unlimited SMS Bombing করতে হয় তা আমি আগের পোস্ট এ দেখিয়েছিলাম। যারা দেখেননি দেখে আসতে পারেন।
[ROC-X:11] আনলিমিটেড SMS বোম্বিং করুন যেকোন বাংলাদেশি নাম্বার এ। মজা নিন বন্ধুদের সাথে [No Error, No Crash]
তো আজকে আমরা এই টুলস এর মেইন Python কোড দেখবো। আর কিভাবে এই কোড কাজ করে সেটা শিখব।
তো যারা এন্ড্রয়েড থেকে করতে চান তারা নিচের পোস্ট দেখে আসতে পারেন।
[ROC-X:04] এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েই পাইথন প্রোগ্রামিং করূন। [PyDroid3+Tricks]
এখন মেইন টপিক এ আসা যাক।
নিচের কাজটি শুধু প্রথম বার করতে হবে।
আমাদের একটি pip ইন্সটল করতে হবে।
তাই প্রথমে নিচের দেখানো বাটনে ক্লিক করুন।
এবার pip এ ক্লিক করুন।
এবার নিচের মত বক্সটি আনমার্ক করে দিন।
এবার requests লিখে install বাটনে ক্লিক করুন।
নিচের মত complete লেখা আসলে বুঝবেন কাজ হয়েছে। এটি আর বারবার করা লাগবে না।
এবার আমাদের কোডিং এর কাজ শুরু।
আমাদের ইনস্টল করা pip টি আমাদের ফাইল এ ব্যবহার করতে হবে। তাই আমরা এটি ইমপোর্ট করার জন্য লিখব
import requests
এবার আমরা ইউজার থেকে তার ফোন নাম্বার টি ইনপুট নিব Text আকারে। তাই আমরা লিখব
number=str(input(" Enter The Number : "))
এবার আমরা ইউজার থেকে SMS এর সংখ্যা ইনপুট নিব Number আকারে। তাই আমরা লিখব
amount=int(input(" Enter The Amount : "))
তো এবার একটু কথা বলতে হবে। মন দিয়ে পড়ুন।
আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের ফোন নাম্বার এ কোন কোড রিকোয়েস্ট করি, তখন ঐ ব্রাউজার মূলত একটি API সার্ভার এ post/get রিকোয়েস্ট পাঠায়। তো এখন আমাদের কাজ হলো ঐ API খুঁজে বের করা, এবং ওখানে post নাকি get রিকোয়েস্ট করতে হয় তা খুঁজে বের করা।
তো, কিভাবে API বের করতে হবে তা নিয়ে পরবর্তীতে পোস্ট দিব ইনশাআল্লাহ।
এখন আমি একটা API এখানে দিয়ে দিলাম, যেটা হলো Bioscope এর এবং এটাতে আমাদের get রিকোয়েস্ট করতে হয়।
তো এখন আমাদের Python দিয়ে API সার্ভার এ get রিকোয়েস্ট করতে হবে।
তো আমরা প্রথমে API টা api ভেরিয়েবল হিসেবে লিখে নেই।
api="https://stage.bioscopelive.com/en/login/send-otp?phone=88"+number+"&operator=bd-otp"
এবার আমরা ইউজার যত Amount দিবে ততবার আমরা API সার্ভার এ রিকোয়েস্ট করব। তাই এখানে আমরা for লুপ ব্যবহার করব।
for i in range(amount):
এবার আমরা API সার্ভার এ get রিকোয়েস্ট করার জন্য একটি ট্যাব স্পেস দিয়ে লিখব
requests.get(api)
এবার একটি রিকোয়েস্ট করার পর যাতে লেখা আসে SMS Sent তাই আমরা ট্যাব স্পেস দিয়ে লিখব
print(str(i+1)+" SMS Sent")
এবার নিচের মত রান বাটনে ক্লিক করুন।
সব ঠিক থাকলে নিচের মত আপনার ফোন নাম্বার চাইবে ।এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ইন্টার প্রেস করুন।
এবার যতবার এসএমএস সেন্ড করতে চান তার পরিমাণ লিখুন।
এবার নিচের মত দেখতে পাবেন যে এসএমএস সেন্ড হয়েছে।
তো দেখুন আমি ১০ টি এসএমএস রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছিলাম আর এখানে ১০ টি এসএমএস চলে আসছে।
তো , আজকে এই পর্যন্তই ছিল।
যারা এখনো ভালোভাবে বুঝতে পারছেন না, তারা চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
নিজেই নিজের SMS Bomber বানিয়ে নিন। – YouTube
কোথাও কোন সমস্যা হলে / হ্যাকিং নিয়ে আগ্রহ থাকলে আমাদের What’s App Group জয়েন করতে পারেন ।
ROC-X What’s App Group
পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।