হ্যালো , আসসালামুআলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভাল আছেন। আমি সানাউর আসিফ, তো চলুন শুরু করা যাক আজকের টপিক।

Topic : Python Programming in Android

প্রথমেই Play Store / নিচের লিঙ্ক থেকে PyDroid3 ইনস্টল করে নিন।

PyDroid3 Play Store Link

এবার এটাকে ভালোভাবে ব্যবহার করার জন্য নিচের সেটিং করে নিন।

১.বাম পাশের থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

২. Settings এ ক্লিক করুন।

৩. Editor এ ক্লিক করুন।

৪. মার্ক করা অপশন অন করে দিন। তাহলে আপনি সেভ না করে এপ থেকে বের হয়ে গেলেও Code গুলো অ্যাপ এ সেভ হয়ে থাকবে।


৫.এবার মার্ক করা অপশন অন করে দিন। তাহলে আপনি কোড এর ভিতরে Special Character এবং Emoji ব্যবহার করতে পারবেন।

এবার ডিজাইন কাস্টমাইজ এর দিকে আসা যাক।

১. Settings থেকে Appearance এ যান।

২. এখান থেকে আপনি ফন্ট এবং ফন্ট এর সাইজ ঠিক করতে পারবেন।

৩. এখান থেকে মন মতো Theme দিয়ে নিবেন। (আমার কাছে Obsidian ভালো লাগে)

এবার অ্যাপটি Exit করে আবার ওপেন করুন।

এখানে আপনি Python কোড লিখবেন।

আর এখানে ক্লিক করে কোড রান করে দেখতে পারবেন।

Result:

My YouTube Channel

Me On Facebook

পোস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন সমস্যা হলে সেটাও কমেন্টে জানাবেন । ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।

7 thoughts on "[ROC-X:04] এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন দিয়েই পাইথন প্রোগ্রামিং করূন। [PyDroid3+Tricks]"

    1. wHø Åm Ï? Author Post Creator says:
      Thanks ?
  1. Malaylayek1 Contributor says:
    এটা একটা Emulator ছাড়া আর কিছুই না . . .
    প্রায় Python Package গুলোই কাজ করে না।
    1. wHø Åm Ï? Author Post Creator says:
      Hmm.. onek PIP support kore na… But main shobguloi kaj kore .. Ami ei porjonto onek tools baniyechi… R shob guloi Android thekei..
    1. wHø Åm Ï? Author Post Creator says:
      Thanks ?

Leave a Reply