Site icon Trickbd.com

[Must See] SEO কি, কাকে বলে, এর কাজ কি, এটা কতো প্রকার ও কি কি সহ অারো অনেক কিছু।বিস্তারিত জানতে পুরো পোষ্টটা পড়ুন

Unnamed


বন্ধুরা অামি অাজকে যে বিষয়টা নিয়ে অালোচনা করবো তা হলো SEO.অাসলে এর অাগে অামি পোষ্ট করছিলাম MCN নিয়ে।সেখানে বলছিলাম যে MCN এ কিভাবে অাপনার চ্যানেল অ্যাড করবেন সেটা অামার পরবর্তী পোষ্টে দেখাবো।কিন্তু সেখানে বেশি রেসপন্স না পাওয়াতে অাজকে অামি SEO নিয়ে অালোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।কারন SEO অনেক গুরুত্বপূর্ণ জিনিস।এর সম্পর্কে সকলেরই জানা অনেক জরুরি।অাশা করি অাজকের এই পোষ্টটি অাপনাদের ভালো লাগবে।তো অার কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যাওয়া যাক…

প্রথমেই জেনে নেওয়া যাক SEO এর পুরো নাম কি।কারন অনেকেই SEO এর পুরো নামই জানেনা। SEO এর পুরো নাম হচ্ছে Search Engine Optimazation। একে সংক্ষেপে SEO বলা হয়। SEO এর কাজ হচ্ছে কোন একটা সার্চ ইঞ্জিন (যেমনঃGoogle, youtube, bing, yahoo etc) এর সকল রুলস মেনে একটা ওয়েব সাইট বা চ্যানেল এর কাজ করা। মনে করুন আপনার একটা ওয়েবসাইট বা চ্যানেল আছে। হতে পারে অাপনার ওয়েব সাইট,ব্লোগ বা চ্যানেল কোন টেক বিষয়ে বা কোন প্রোডাক্ট নিয়ে বা কোন ফান নিয়ে বা অন্যকিছু নিয়ে। সেটা যদি তৈরি করে Youtube/google এর মধ্যে published করে রেখে দেন। তাহলে কি মানুষ জানবে যে আপনার একটা চ্যানেল আছে ?? কখনোই কেও জানবে না। তো অাপনার সাইট,ব্লোগ বা চ্যানেলকে সকলের কাছে পৌছে দেওয়াই হচ্ছে SEO এর কাজ।কারন এগুলো SEO করলেই সকলে অাপনার চ্যানেলের নাম বা ব্লোগ বা সাইটের নাম জানতে পারবে।তাই শর্টকার্টে বলা যায়, “মানুষের কাছে যেকোনো কিছু সবথেখে দ্রুত পৌছে দেওয়াই SEO এর প্রধান কাজ।”

SEO প্রধানত দুই প্রকার।যথাঃ

  • (i) Paid SEO
  • (ii) Organic SEO
  • Paid SEO এবং Organic SEO সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

    Paid SEO: Paid SEO বলতে যখন কোন ব্যাক্তি সার্চ ইঞ্জিনে আপনার নিস রিলেটেড কিছু লিখে সার্চ দিবে তখন সেই সার্চ ইঞ্জিন আপনার ওয়েব বা চ্যানেল এর Keyword/tag কে Google এর ফাস্ট পেজে সবার উপরে দেখাবে, একেই পেইড এসিও বলে । সোজা কথায় কোন সার্চ ইঞ্জিন কে পেইড করলে সে আপনার ওয়েব সাইড Rank করাবে।

    Organic SEO: ORGANIC SEO হচ্ছে একটা সার্চ ইঞ্জিনের সকল রুলস মেনে কাজ করা। মানে এটি যে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত থাখবে তাকে ঐ সার্চ ইঞ্জিনের সকল নিয়ম কানুন মেনে চলাই তার দায়িত্ব।

    Organic SEO অাবার দুই প্রকার।যথাঃ

  • (i) ON-Page SEO
  • (ii) Off-Page SEO
  • ON-Page SEO: আপনার চ্যানেলের বা ব্লোগ বা সাইটের Logo, Banner, পোষ্টের Title, ভিডিওর Discription, পোষ্টে ও ভিডিওর Thumbnail এগুলো করাই ON Page SEO এর কাজ।তবে পোষ্ট ও ভিডিওর Title & Thumbnail টাকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। কারন আপনিও কিন্তু অন্যের পোষ্টে/ ভিডিওর Title ও Thumbnail দেখেই ভিডিও ক্লিক করেন।ঠিক তেমনি ভাবে অন্যরাও অাপনার মতোই করে থাখে।আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Tag।মানে যেটা লিখে সার্চ করে আপনার ভিডিও বা পোষ্টটি খুঁজে পাবে। এক্ষেত্রে ভালো Keywords পেতে হলে অাপনাকে অবশ্যই Keyword research করতে হবে। সব চাইতে ভালো হয় যদি অাপনি ইউটিউবে Keyword research এরকিছু টিউটোরিয়াল দেখে নেন। ওখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কি করে আপনার নিজের পোষ্টের বা ভিডিওর জন্য Tag বের করতে হয়। সহজ কথায়, আপনার চ্যানেলে বা পোষ্টের ভিতরে যে কাজ করবেন সেটাকেই On page seo বলে

    OFF-Page SEO: OFF-Page SEO এক কথায় বিজ্ঞাপনের মত। ধরুন আপনার একটা ফান বা টেক বিষয়ে চ্যানেল আছে, কিন্তু এটা দুনিয়ার কেউ জানে না। এখন মানুষকে এটা জানাবেন কিভাবে? জানানোর সহজ উপায় হলো Link Building করা। মানে আপনার ভিডিও বা পোষ্ট রিলেটেড সোস্যাল মিডিয়া যেমনঃ facebook, twitter, youtube, instragram, redit,Snapchat,What’s app, Thumblir(কিছু বানান ভূল হতে পারে) থেকে শুরু করে যত ওয়েব সাইট আছে সব জায়গায় আপনার ভিডিও বা পোষ্টের URL/Link শেয়ার করা। আর এটাই হচ্ছে off page seo। তবে মনে রাখবেন যত বেশি শেয়ার তত বেশি ভিউয়ার। তবে অাপনি চাইলে অাপনার ভিডিওর জন্য Blacklink(বানান ভূল হতে পারে) তৈরী করে নিতে পারেন।এর ফলে অনেক সাইটে অাপনার ভিডিও দেখা যাবে।যার মাধ্যমে অাপনার ভিডিওটা সহযেই প্রচার হয়ে যাবে।কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য অাপনি যদি অতিরিক্ত মাত্রায় এসব লিংক তৈরী করেন তবে অাপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে।তাই যাই করেন না কেন ভেবে চিন্তে করতে হবে।

    তো বন্ধুরা এই ছিলো অাজকের পোষ্ট।অামি যতোটা জানতাম SEO সম্পর্কে সেটা নিজের ভাষায় লিখে অাপনাদের সামনে তুলে ধরলাম।অাশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি।কিন্তু কোনো জাইগাতে বুঝতে না পারেনন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা অামার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন।অামি অামার সর্বোচ্ছটা দিয়ে সাহায্য করার চেস্টা করবো। অার বন্ধুরা হয়তো অনেক জাইগাতে বানান ভুল হয়েছে, এর জন্য দয়াকরে অামাকে ক্ষমা করে দিবেন এবং SEO সম্পর্কে কোনো কিছু যদি ভুল হয়ে থাখে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি ভুল হয়ছে।তবে সকলের কাছে অনুরোধ দয়াকরে কেও কোনো খারাপ কমেন্ট করবেন না।

    অার সকল মেম্বারদের কাছে একটা অনুরোধ প্লিজ অামার এই ছোট ইউটিউব চ্যানেলটা সাবক্রাইব করে রাখবেন