Site icon Trickbd.com

সহজেই গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করুন এবং অর্গানিক ভিজিটর বাড়ান সাথে ব্লগ পোস্ট ইন্ডেক্স সমস্যা’র সমাধান নিন

Unnamed

হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সুস্থ আছেন। আজকের আর্টিকেল টি লেখা হয়েছে মূলত Google News ( গুগল নিউজ) নিয়ে।

আমরা যানি যে, ব্লগার রা তাদের পোস্ট গুলোতে বা ওয়েব সাইটে অর্গানিক ভিজিটর নেওয়ার জন্য অনেক কস্ট করে থাকেন। এর সাথে আবার সবচেয়ে বড় একটি সমস্যার সম্মুক্ষিন হতে আর সেটা হচ্ছে Google Search Console এ পোস্ট ইন্ডেক্স হয়না।

আজকে এই আর্টিকেল টি পড়ে সঠিকভাবে কাজ করতে পারলে গুগল নিউজের মাধমে আপনি গুগল থেকে হিউজ পরিমান অর্গানিক ভিজিটর পাবেন এবং সাথে মাত্র ৫-৩০ মিনিটেই গুগল সার্চ কন্সোলে আপনার পোস্ট টি ইন্ডেক্স হয়ে যাবে। এছাড়াও আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে তবে আপনি Google Instant Api এর মাধ্যমে আরও দ্রুত আপনার ব্লগ পোস্ট অটোমেটিক ইন্ডেক্স করতে পারবেন। এই দুটি সার্ভিসই গুগলের নিজস্ব সার্ভিস।

Google News কি

Google News হচ্ছে নিউজ পাব্লিশারদের একটি প্লাটফর্ম, যারা মূলত নিউজ নিয়ে কাজ করে তাদের দ্রুত ইন্ডেক্সিং এর জন্য গুগল নিউজ সার্ভিস টি চালু করা হয়। বর্তমানে এই Google News আপনি ভিবিন্ন ক্যাটাগরি’র ওয়েবসাইটে ইউজ করতে পারেন। গুগল নিউজ আপনার ওয়েবসাইটের ফিড থেকে ভিজিটরদের কাছে আপনার ওয়েবসাইটে পাব্লিশ হওয়া তথ্য পৌছে দেয়, এতে অর্গানিক ভিজিটর অনেক পরিমানে বৃদ্ধি পায়।

কিভাবে গুগল নিউজ এপ্রুভ করার জন্য আপনার ওয়েবসাইট রেডি করবেন

Google News ( গুগল নিউজ) এপ্রুভ পেতে হলে আপনি যেকোন CMS এ আপনি সাইট তৈরী করতে পারেন। গুগল নিউজ শুধুমাত্র আপনার পোস্ট গুলোকে পাব্লিশ করবে আপনার ওয়েবসাইটের ডিজাইন কে না।

গুগল নিউজ পাবলিশারে আপনার ব্লগ সাবমিট করার আগে যে বিষয়গুলো যানা প্রয়োজন

Google News বা নিউজ পাব্লিশার প্লাটফর্মে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাবমিট করার আগে অবশ্যই সাইটের স্পিড অপ্টামাইজ করে নিবেন। কন্টেন্ট যেন কোয়ালিটিফুল হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং সঠিক ভাবে ফিড (Rss Feeds) লিংক জেনারেট করে নিবেন।

এছাড়াও নিচের বিষয়গুলো মনে রাখুনঃ

এসব বিষয় গুলো ঠিকঠাক থাকলে ২-৭দিনের মধ্যেই আপনি Google News এপ্রুভ পেয়ে যাবেন।

গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করবেন যেভাবে-

নিচের সকল নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন- মনে রাখবেন এখানে কোন ভুল করা যাবে না। ভুল করলে রিজেক্ট হতে পারেন বা অন্য কোন সমস্যায় পড়তে পারেন-

প্রথমে এই লিংকে ক্লিক করুন

এরপর আপনি যে মেইল দিয়ে গুগল সার্চ কন্সোলে আপনার ওয়েবসাইট এড করেছেন সেই মেইল টি লগিন করুন

এরপর নিচের ইমেজের মত Add Publication অপশনে ক্লিক করুন

পরের পেজে Publication Center এ প্রথমে আপ্নার সাইটের নাম দিন এবং Primary website property তে আপনার সাইটের লিংক দিয়ে ভেরিফাই করে নিন।

এরপর Additional website property URLs সেকশনের Additional Url এ ক্লিক করে Url সেকশনে আপনার সাইটের Url দিয়ে Add বাটনে ক্লিক করুন।

Contacts অপশঅন থেকে New Contact এ ক্লিক করে আপনার ইমেইল এড্রেস টি দিয়ে add বাটনে ক্লিক করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।

পরে আপনি আনার সাইটের লগো আপ্লোড করুন। সাইজ হিসেবে 1000 by 1000 px অথবা 512 by 512 px রাখবেন

নরমাল মুড এবং নাইট মুডের জন্য সেম ২টি লগো ইউজ করতে পারেন

লোগো আপলোড কমপ্লিট হলে পর Save এ ক্লিক করুন।

এরপর ছবির মত ব্যাক অপশনে ক্লিক করুন।

এরপর Google News এ ক্লিক করুন।

এখন Edit অপশনে ক্লিক করুন।

নিচের ছবির মত Publication description বক্সে আপনার সাইট বিষয়ে কিছু তথ্য দিন এবং Publication category অপশনে ক্লিক করে আপনার সাইটের ক্যাটাগরি কি সেটা সিলেক্ট করুন

এখানে আপনি Countries Worldwide রাখুন। Google properties এর অপশন থেকে Allow all properties সিলেক্ট করুন।

Tracking অপশন থেকে আপনার গুগল এনালাইটিক্স ID বসিয়ে Next বাটনে ক্লিক করুন।

বিঃদ্রঃ এটা ফাকা রাখলেও সমস্যা নেই।

নিচে থেকে New Section এ ক্লিক করার পর Feed অপশন এ ক্লিক করুন।

প্রথম বক্সে আপনার সাইটের নাম দিন এবং ২য় বক্সে আপনার সাইটের Rss feed এর লিংক দিন । এখন নিচে থেকে Anyone সিলেক্ট করে Add বাটন ক্লিক করুন।

Access groups কোন কিছু করতে হবেনা।  Next বাটনে ক্লিক করুন।

নিচের ছবির মত Please review our terms of service এর ডান পাশে থাকা review বাটনে ক্লিক করুন।

পরের পেজে সঠিক তথ্যগুলো দিয়ে সাবমিট করুন।

এখন Content এর ডানপাশে থাকা Review বাটনে ক্লিক করুন।

এরপর Articles এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে There are no article in this Section. এই অবস্থায় আপনি google news এ আবেদন করতে পারবেন না। এমন অবস্থায় নিচের ধাপ গুলো অনুসরন করুন।

Back এ ক্লিক করে PUBLICATIONS এর নিচে থাকা আপনার ওয়েবসাইটের নামের উপরে ক্লিক করুন। Content labels এ ক্লিক করুন।

Content labels সেকশনের Site-wide content labels এ ক্লিক করে

এরপর Labels নিচ থেকে Blog সিলেক্ট করুন এবং আপডেট করুন।

এরপর Area content labels অপশনে ক্লিক করে Url সেকশনে আপনার ওয়েবসাইটের সবগুলো ক্যাটাগরি একই নিয়মে এড করুন

এরপর অপেক্ষা করতে থাকেন ৫-১মিনিট। তারপর আবার Google news এ ক্লিক করে Edit এ ক্লিক করুন। Content Settings এর Articles এ ক্লিক করলে আপনার সাইটের আর্টিকেল এখানে দেখতে পারবেন।

Review and Publish অপশন এ ক্লিক করে নিচের ছবির মত Publish বাটনে ক্লিক করলেই আপনার সাইটকে রিভিউতে রাখবে। আপাতত আপনার কাজ শেষ।

Google News এপ্রুভ হতে কতদিন লাগবে?

চিন্তার কোন কারন নেই, রিভিউতে যাওয়ার পর সর্বোচ্চ ৭দিনের মধ্যেই এপ্রুভ পেয়ে যাবেন। বেশিরভাগ সময় ৩দিনেই এপ্রুভ দিয়ে দেয়।

ট্রিকবিডিতে আগের পোস্টঃ মাত্র ৫মিনিটে গুগলে ইন্ডেক্স করুন আপনার ব্লগ পোস্ট | ইন্ডেক্স সমস্যার সমাধান

 

Exit mobile version