বর্তমানে ব্লগার বা ওয়েবসাইট মালিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পোস্ট ইন্ডেক্স না হওয়া। কস্ট করে আর্টিকেল লেখার পর সেটা ওয়েবসাইটে পাব্লিশ করার পর গুগল সার্চ কন্সোল-এ ইন্ডেক্সিং প্রব্লেম প্রায় সবারই হয়ে থাকে। আর ইন্ডেক্স না হলে সেই আর্টিকেলের কোন ভ্যালু নেই। অর্থাৎ একজন ব্লগারের জন্য পোস্ট ইন্ডেক্স না হওয়া অনেক বড় একটি সমস্যা।
তো, কেমন হয় যদি আপনার আর্টিকেল টি পাব্লিশ করার ৫-১০মিনিটের মধ্যেই সার্চ কন্সোলে ইন্ডেক্স হয়ে হয়ে যায়? কি অবাক হচ্ছেন? এটা নতুন কিছু নয়। গুগল ইনস্টেন্ট ইন্ডেক্স সার্ভিস টি ২০১৬ থেকেই দিয়ে রেখেছে। হয়তো অনেকেই যানেন বা অনেকেই যানেন না। যারা যানেন না তাদের জন্যই আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে।

Google Instant Index কি?

গুগল ইন্সটেন্ট ইন্ডেক্স হচ্ছে এমন একটি প্রকৃয়া যার মাধ্যমে আপনার আর্টিকেল টি গুগল বটকে ক্রল করতে সাহায্য করে। ইন্সটান্ট ইন্ডেক্সিং জনপ্রিয় এসইও প্লাগিন  Rank Math এর একটি ফিচার। গুগলের API এর মাধ্যমে এই প্লাগিন টি সেটাপ করে সহজেই গুগল ইন্ডেক্স করানো যায়।

এটি কোন ইলিগ্যাল সিস্টেম নয়, এটি গুগলের একটি লিগ্যাল সার্ভিস। এটি সাধারণত নিউজ সাইটের জন্য ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এটি ব্লগারদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে।
চলুন কয়েকটি ধাপ অনুসরন করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ইন্সটেন্ট ইন্ডেক্স সেটাপ করা যাক-

Google Instant API SETUP

প্রথমে এই লিংকে ক্লিক করে গুগল ক্লাউড ডেভেলপার কন্সোল ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং দেখুন নিচের ছবির মত আসবে। Google instant index ictmela.com

এর পর এখান থেকে new project এ ক্রিয়েট করতে হবে। সিলেক্ট প্রজেক্ট এ ক্লিক করুন-

Google instant index ictmela.com

New Project এ ক্লিক করুন

Google instant index ictmela.com

এর পর এখান থেকে Project name এর নাম দিবেন এবং No organisation রেখেই এটি সিলেক্ট করে create অপশনে ক্লিক করুন।

Google instant index ictmela.com

এখন আপনি এই লিংকে ক্লিক করুন। এবং আপনার নতুন project সিলেক্ট করে continue অপশনে ক্লিক করে আবার go to credentials অপশনে ক্লিক করুন।

Google instant index ictmela.com

এখন আপনার প্রজেক্ট একাউন্ট এর বেসিক কিছু সেটাপ করতে হবে।

যেমন : credentials, OAuth consent screen, Domain verification এবং service account । এগুলো সেটাপ ঠিকঠাক মত হলেই আপনি গুগল ইনস্টেন্ট ইন্ডেক্স সহজেই পেয়ে যাবেন। এখানে কোন প্রকার ভুল হলে instant Index কাজ করবে না।

ক্রেডেন্সিয়াল সেটাপ (Credentials Setup)

এখন আপনি Go to credentials অপশনে ক্লিক করলেই credentials চলে আসবে। দেখবেন নিচের ছবির মত একটি পেজ চলে আসছে। এই পেজের সকল ডিটেইলস সঠিকভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন।

Google instant index ictmela.com

এবং Done

Google instant index ictmela.com

স্ক্রিন সেটাপ (OAuth consent screen setup)

দেখুন আপনার সামনে নিচের ছবির মত একটি পেজ আসছে, এখন আপনি OAuth consent screen অপশনে ক্লিক করুন এবং দেখুন ছবির মত একটি ফর্ম আসছে। সেখানে আপানার ওয়েবসাইটের নাম এবং একটি কন্টাক্ট মেইল দিন।

Google instant index ictmela.com

এখন নিচের প্রদত্ত ফ্রমটি এখন আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে কোন প্রকার ভুল করা যাবে না। এখান থেকে সুধুমাত্র App information এবং App domain বক্স টি পূরণ করতে হবে। এবং নিচ থেকে আপনার ডোমেইন টি এড করে Save And Contnue ক্লিক করুন। এখন নিচের ছবিগুলো ফলো করুন-

Google instant index ictmela.com
Google instant index ictmela.com
Google instant index ictmela.com

ডোমেইন ভেরিফিকেশন (Domain verification setup)

ডোমেইন ভেরিফিকেশন করার জন্য  Domain verification অপশন এ ক্লিক করুন এবং নিচের ছবির মত add domain অপশনে ক্লিক করুন।

Google instant index ictmela.com

নিচের ছবিটি খেয়াল করুন এখানে  যে বক্স রয়েছে সেখানে আপনার ওয়েবসাইটের এদ্রেস বসান, এবং add domain অপশনে ক্লিক করুন।

Google instant index ictmela.com

বিঃ দ্রঃ এখানে আপনি যে মেইলটি ইউজ করেছেন, সার্চ কন্সোলে সেম মেইল টি ইউজ করবেন। অথবা সার্চ কন্সোল যেই মেইলে আছে সেই মেইলটি দিয়ে ইনস্টেন্ট ইন্ডেক্স (ডেভেলপার একাউন্ট) ক্রিয়েট করবেন। অন্যথায় আপনার জন্য একটু ঝামেলা হতে পারে। তাছাড়া কন্সোল একাউন্ট ডেভেলপার একাউন্টের এক্সেস আগে থেকেই দিয়ে রাখতে পারেন।

সার্ভিস একাউন্ট সেটাপ (Service account setup)

Service accounts পেজ পাওয়ার জন্য উপরের সার্চ বারে Service accounts লিখে সার্চ করুন।  দেখুন নিচের ছবির মত Service accounts চলে আসছে এবং সেটাতে ক্লিক করুন।

Google instant index ictmela.com

এখন নিচের ছবিটি খেয়াল করুন এবং সেখান থেকে create service account অপশনে ক্লিক করুন।

Google instant index ictmela.com

নিচের ছবিটিতে যেভাবে Service account details দেওয়া আছে সেইভাবে আপ্নিও দিন। এরপর create and continue অপশন ক্লিক করুন।

Google instant index ictmela.com

এখন নিচের ছবির মত Select a role থেকে owner এ ক্লিক করে continue অপশনে ক্লিক করুন।

Google instant index ictmela.com

ক্লিক করার পর নিচের ছবির মত Done অপশনে এ ক্লিক করুন।

Google instant index ictmela.com

আপ্নার সেটআপের কাজ সম্পূর্ণ হয়েছে এখন আপনার google instant indexing API key টি ডাউনলোড করে নিতে হবে।

এপিআই ডাউনলোড (Google instant indexing API key download)

প্রথমে Service account থেকেই থ্রী ডট এর উপর ক্লিক করুন

Google instant index ictmela.com

এখান থেকে manage key অপশনটিতে ক্লিক করুন

Google instant index ictmela.com

নিচের ছবির মত  Add key অপশনে ক্লিক করুন। Google instant index ictmela.com

তারপর create new key এ ক্লিক করে  Key জেনারেট করুন।
Google instant index ictmela.com

এবং JSON সিলেক্ট করে create এ ক্লিক  করুন। সাথে সাথে একটি ফাইল ডাউনলোড হবে।

Google instant index ictmela.com

Google search console account এ service account এর ইমেইল যুক্ত

প্রথমত আপনার search console প্রবেশ করুন এবং মেনুবার থেকে setting এ ক্লিক করুন।

Google instant index ictmela.com

এখন Users and permissions ক্লিক করুন Google instant index ictmela.com

থ্রী ডট এর উপর ক্লিক করুন।

Google instant index ictmela.com

তারপর add an owner এ ক্লিক করুন ।

Google instant index ictmela.com

এখন আপনার service account এর মেইলটি কপি করে নিন।

Google instant index ictmela.com

এই মেইল টি আপনার google search console এ এড করে নিন add an owner option থেকে।

Google instant index ictmela.com

Google Instant Index প্লাগিন ইন্সটল এবং Indexing API key অপলোড

ওয়ার্ডপ্রেসে লগিন করার পর আপনি সরাসরি প্লাগইন অপশনে চলে যান এবং add new অপশনে ক্লিক করে, সার্চ করুন Instant Index লিখে। ইনস্টল এ ক্লিক করে active এ ক্লিক করে দিন।

Google instant index ictmela.com

এরপর এই প্লাগইন এ প্রবেশ করুন দেখবেন নিচের ছবির মত একটি ইন্টারফেস চলে আসবে!  উপরে দেখুন ৩টা অপশন রয়েছে-

  1. Consol
  2. Google API Setting
  3. Bing API Setting

আপনি Google API Setting অপশন থেকে ডাউনলোডকৃত JSON ফাইল টি আপ্লোড করে Save Chsnge এ ক্লিক করে দিন।

Google instant index ictmela.com

সর্বশেষ, আপনি প্লাগইন এর Consol এ যান এবং আপনার সাইট লিংক বসিয়ে (বসানো থাকে) Send API বাটনে ক্লিক করুন। যদি আমাদের দেখানো সবকিছু ঠিকঠাক ভাবে সেটাপ করে থাকেন তবে নিচে Success মেসেজ টি দেখতে পারবেন।

Google instant index ictmela.com

এরপর আপনাকে আর কিছু করতে হবে না, আপনার সকল নন ইন্ডেক্স URL ২৪-৭২ ঘন্টার ভিতর ইন্ডেক্স হয়ে যাবে। তাছাড়া যদি কোন সমস্যার সম্মুক্ষিন হন, তবে অবশ্যই কমেন্ট করে যানাবেন। আমরা আপনাকে সহযোগীতা করার চেস্টা করবো।

ব্লগ, ইনকাম, বিজনেস এবং ট্রিকক্স পেতে ভিজিট করুনঃ আমাদের ওয়েবসাইট

18 thoughts on "মাত্র ৫মিনিটে গুগলে ইন্ডেক্স করুন আপনার ব্লগ পোস্ট | ইন্ডেক্স সমস্যার সমাধান"

    1. M. Rasel nil Author Post Creator says:
      Thank you
  1. ℳ? ℛ???? ℳ?? Subscriber says:
    সাধারন ওয়েবসাই কীভাবে ইন্ডেস্ক করাবো।
    যেমন ওয়াপকা বা ব্লগার এসব সাইট
  2. Bloggerrakib Subscriber says:
    সাধারন ওয়েবসাই কীভাবে ইন্ডেস্ক করাবো। যেমন ওয়াপকা বা ব্লগার এসব সাইট কীভাবে ৫ মিনিটে ইন্ডেস্ক হবে?
    1. M. Rasel nil Author Post Creator says:
      Blogger ba wapka te Google News Approved koran!!
    2. ℳ? ℛ???? ℳ?? Subscriber says:
      তারপর কী করতে হবে?
  3. Mr.Juel Contributor says:
    Very Nice.
  4. Mr.Juel Contributor says:
    Q2a Website নিয়ে এরকম একটা ট্রিক দিন ।
    1. M. Rasel nil Author Post Creator says:
      Q2a te amar index hote 30min lage, google news approve kore nin and Seo Master plugin use korun
  5. Md Alamin Khan Contributor says:
    এটা কি ব্লগার টিপস নাকি ওয়ার্ডপ্রেস কিছু বুঝলাম না।
    1. M. Rasel nil Author Post Creator says:
      ওয়ার্ডপ্রেস
    2. Md Alamin Khan Contributor says:
      টাইটেল এ দিলেন ব্লগ আর আর্টিক্যাল ওয়ার্ডপ্রেস বুঝলাম না।
  6. ???? ✅ Contributor says:
    অসাধারণ একটি পোস্ট, ধন্যবাদ ভাই
  7. Cf Sakil Author says:
    ভাইয়া আমার ওয়েবসাইট পুরানো কিন্তু কন্টিনিউ করি ১মাস হলো। প্রথমে Search console এ Add করার পর Daily 1k-3k ভিউজ আসতো। আমার ওয়েবসাইট Google news এ Published কিন্তু ওখান থেকে ভিউজ আসতোবা। আমি পোস্ট করলে কয়েক মিনিটের মধ্যে গুগলে আসতো। কিন্তু হঠাৎ ভিউজ ড্রপ হয়ে ০ ভিউজ। পোস্ট Index হয়না। Manually দিলে Discovered not indexed আসে। আরেকটা পোস্ট কালকে থেকে দিছি কিছুই হয়না। কি সমস্যা একটু বলবেন প্লিজ?
  8. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply