ফেসবুক এ কেয়ার রিয়েক্ট কীভাবে চালু করবেন
বন্ধূরা আমি নীরব ইসলাম ৷ আজ দুই দিন ধরে ফেসবুকে প্রয় ঝড় উঠেছে এই কেয়ার রিয়েক্ট নিয়ে ৷
ফেসবুকে অনেকেই এভাবে বলছে যে
- *578# লিখে কম্মেন্ট করতে ৷
- আমার এ পষ্টটি শেয়ার করে
- আমার আইডিতে বা গ্রুপের পষ্টগুলো শেয়ার দিয়ে ৷
- আমার পষ্টটাতে প্রথমে হাহা রিয়েক্ট দিয়ে ৷
- আমার বিকাশ একাউন্ট এ ৫০ টাকা বিকাশ করলেই চলু করে দিবো
- গ্রুপে সব পষ্ট এ কম্মেন্ট করে
- ফেসবুক এপসটি আডডেট দিতে
বন্ধুরা উপরের এ উপায়গুলো একদম ভুল ৷
কেনো ভুল এ সম্পর্কে জানার জন্য আপনাকে ফেসবুকের হোস্ট সম্পর্কে জানতে হবে ৷ তার আগে ছোট্ট একটা প্রশ্ন :
ফেসবুকের সার্ভার বা হোস্ট এতো ফাস্ট কেনো ? ফেসবুকের সার্ভার বা হোস্ট কথায় অবস্থিত ?
পৃথিবীতে যতগুলো দেশে ফেসবুক চালু আছে ঐ সব দেশেই বিভিন্ন বিভিন্ন জায়গায় ফেসবুকের হোস্টের অবস্থান ৷
এক কথায় বাংলাদেশেও ফেসবুকের সার্ভার রয়েছে ৷ যার জন্যই অন্যনো সাইট থেকে ফেসবুক অনেক ফাস্ট হয় ৷
ঠিক তদূপি ফেসবুকের বিভিন্ন আইডিগুলো ডাটাগুলো বিভিন্ন দেশে বিদ্যমান বিভিন্ন হস্ট এ সেইভ রয়েছে ৷
হ্যা বন্ধুরা ক্যোইস সলফ ৷ ফেসবুক তাদের সকল হোস্ট গুলো একসঙ্গে আপডেট না করে একটা একটা করে করছে বিধায় অনেকেই এই কেয়ার রিয়েক্ট টা পাচ্ছেনা !
তাহলে কীভাবে চালূ করবে কেয়ার রিয়েক্ট ?
ফেসবুকের ডাটাবেজগুলো ধিরে ধিরে আপডেট হচ্ছে ৷ আপনার যে আইটি তে হচ্ছে না ওটাতে আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই ৷ সম্ভবত তারা ৭ দিনের ভিতরেই তাদের ডাটাবেজের সকল আইডি তে এই কেয়ার রিয়েক্ট চালু করে দিবে ৷ এটা নিয়ে টেনশনের কিছূ নেই ৷ না আসা পর্যন্ত অপেক্ষা করুন ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ ভালো থাকবেন ৷ দেখা হবে নেইস্ট কনো পষ্ট এ ৷ ততোক্ষন পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন ৷ আমি নীরব আছি আপনাদের সাথেই ৷