ফেসবুক এ কেয়ার রিয়েক্ট কীভাবে চালু করবেন

বন্ধূরা আমি নীরব ইসলাম ৷ আজ দুই দিন ধরে ফেসবুকে প্রয় ঝড় উঠেছে এই কেয়ার রিয়েক্ট নিয়ে ৷

ফেসবুকে অনেকেই এভাবে বলছে যে

  1. *578# লিখে কম্মেন্ট করতে ৷
  2. আমার এ পষ্টটি শেয়ার করে
  3. আমার আইডিতে বা গ্রুপের পষ্টগুলো শেয়ার দিয়ে ৷
  4. আমার পষ্টটাতে প্রথমে হাহা রিয়েক্ট দিয়ে ৷
  5. আমার বিকাশ একাউন্ট এ ৫০ টাকা বিকাশ করলেই চলু করে দিবো
  6. গ্রুপে সব পষ্ট এ কম্মেন্ট করে
  7. ফেসবুক এপসটি আডডেট দিতে

বন্ধুরা উপরের এ উপায়গুলো একদম ভুল ৷

কেনো ভুল এ সম্পর্কে জানার জন্য আপনাকে ফেসবুকের হোস্ট সম্পর্কে জানতে হবে ৷ তার আগে ছোট্ট একটা প্রশ্ন :

ফেসবুকের সার্ভার বা হোস্ট এতো ফাস্ট কেনো ? ফেসবুকের সার্ভার বা হোস্ট কথায় অবস্থিত ?

পৃথিবীতে যতগুলো দেশে ফেসবুক চালু আছে ঐ সব দেশেই বিভিন্ন বিভিন্ন জায়গায় ফেসবুকের হোস্টের অবস্থান ৷
এক কথায় বাংলাদেশেও ফেসবুকের সার্ভার রয়েছে ৷ যার জন্যই অন্যনো সাইট থেকে ফেসবুক অনেক ফাস্ট হয় ৷
ঠিক তদূপি ফেসবুকের বিভিন্ন আইডিগুলো ডাটাগুলো বিভিন্ন দেশে বিদ্যমান বিভিন্ন হস্ট এ সেইভ রয়েছে ৷


হ্যা বন্ধুরা ক্যোইস সলফ ৷ ফেসবুক তাদের সকল হোস্ট গুলো একসঙ্গে আপডেট না করে একটা একটা করে করছে বিধায় অনেকেই এই কেয়ার রিয়েক্ট টা পাচ্ছেনা !

তাহলে কীভাবে চালূ করবে কেয়ার রিয়েক্ট ?

ফেসবুকের ডাটাবেজগুলো ধিরে ধিরে আপডেট হচ্ছে ৷ আপনার যে আইটি তে হচ্ছে না ওটাতে আপডেট পাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই ৷ সম্ভবত তারা ৭ দিনের ভিতরেই তাদের ডাটাবেজের সকল আইডি তে এই কেয়ার রিয়েক্ট চালু করে দিবে ৷ এটা নিয়ে টেনশনের কিছূ নেই ৷ না আসা পর্যন্ত অপেক্ষা করুন ৷

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ ভালো থাকবেন ৷ দেখা হবে নেইস্ট কনো পষ্ট এ ৷ ততোক্ষন পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন ৷ আমি নীরব আছি আপনাদের সাথেই ৷


14 thoughts on "ফেসবুক এ কেয়ার রিয়েক্ট কীভাবে চালু করবেন"

  1. Ruman30 Contributor says:
    আরে ভাই আমার তো আপডেট দিতেই হয় নাই আমি পাইছি..?
    1. Nur Md Nirob Contributor Post Creator says:
      হুম ৷ সবার আইডিতে আসে নাই ৷ আমার পষ্টটি মুলত যাদের আইডিতে আসে নাই এখনও ৷
    2. YASIR-YCS Author says:
      ব্র আপনি আপডেট বলতে কি বুঝাইসে তা বুঝেননি। এখানে সার্ভার হোস্ট ইত্যাদির উল্লেখ হয়েছে আর আপনি এপ এ পড়ে আছেন। #Ruman
  2. Siyam Contributor says:
    হ্যাঁ
  3. Pasha Contributor says:
    Title ta to apnar post er shathe gelo na !
  4. Umar Author says:
    ভাই রে ভাই এটা সার্ভার আপডেট জন্য না। এটা করোনা ভাইরাস এর জন্য দিছে। আর এটা শুধু Beta version টেস্টিং চলতেছে। আমি এই নিয়ে গত কাল ই পোস্ট করেছি।
    1. Nur Md Nirob Contributor Post Creator says:
      Beta version টেস্টিং চলতেছে কে বলেছে আপনাকে ? ফেসবুক কী তাদের নিজেস্ব পেজ এ নিউজ টা দিয়েছে ? আর আপনার পষ্ট এর কম্মন্ট গুলো পড়ুন Beta version টা আপডেট দিলেও হবে না ৷ যার হবো তার হবেই না ৷ দুই এক দিন অপেক্ষা করা ছাড়া ৷
    2. Umar Author says:
      ফেসবুক এর নিজেস্ব পেজে এই সব ছোট খাট পরিবর্তন এর আপডেট দেয় না। আপনি bete কি তা নিয়ে ভালোভাবে পড়াশোনা করুন।
    3. Umar Author says:
      আমি এটা ১০০% প্রমাণ দেখাইছি না পেলে সেটা আপনার ব্যার্থতা।
    4. Umar Author says:
      পোস্ট এর টাইটেল একটা এর ভিতরের বিষয় ভিন্ন কেনো। টাইটেল লিখা উচিত ছিলো,, ফেসবুক কেয়ার রিয়েক্ট কখন পাবেন তা জেনে নিন নিজের পান নাই আবার নিজেই পোস্ট লিখতে বসে গেছেন।
    5. A M Contributor says:
      ami to default browser user – abr bttn phn userao paiche 😛
  5. Dip Dey Contributor says:
    আমি তো বাটন ফোনেও পাইছি।জানি পাবো তাই কিছুই করি নাই

Leave a Reply