Site icon Trickbd.com

বিকাশ এপ থেকে নিজের বিকাশ নাম্বারে ঈদ সালামি দিয়ে ফ্রি ক্যাশব্যাক লুফে নিন

বিকাশ অ্যাপ থেকে সর্বনিম্ন 100 টাকা ঈদ সালামি দিলেই পাচ্ছেন সর্বনিম্ন ৫  টাকা এবং সর্বোচ্চ  ২০ টাকা ক্যাশব্যাক ।
প্রথমে অ্যাপ থেকে সেন্ড মানি অপশনে গিয়ে টাকার পরিমাণ দিয়ে নিচে ঈদ সালামি তে ক্লিক করবেন। তারপরের পেজে ‘রেফারেন্স’ ও ‘কার্ডের মেসেজ আপডেট করুন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিবেন আবার ইচ্ছে করলে নাও দিতে পারেন। পিন নাম্বার দিয়ে সেন্ড করুন এবং সাথে সাথেই পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ।

এখন প্রশ্ন হলো সেন্ড মানিতে টাকা কাটবে কিনা?

করোনায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে ৪০ হাজার টাকা চার্জবিহীন সেন্ড মানি সেবা চালু করেছে বিকাশ

বিকাশ প্রিয় নম্বরে সেন্ড মানি

প্রতি ক্যালেন্ডার মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রিয় নম্বরগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রিয় নম্বরে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। প্রিয় নম্বরে মাসিক লেনদেন ৫০ হাজার টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

বিকাশ অ্যাপ ও ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

 

প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে সেন্ড মানি

প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ০.০১ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানির ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ১৫,০০০.০১ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানির ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা প্রযোজ্য হবে।

প্রতি মাসে প্রিয় নম্বর ছাড়া অন্য যেকোনো নম্বরে ২৫ হাজার টাকার বেশি সেন্ড মানির ক্ষেত্রে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। বিকাশ অ্যাপ ও ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নম্বরে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

এবিষয়ে পুরো আর্টিকেল পড়তে [এখানে] ক্লিক করুন

তো বুঝতেই পারছেন প্রিয় নাম্বারে প্রতিমাসে ২৫ হাজার টাকা আপনি ফ্রিতে পাঠাতে পারবেন কিন্তু প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে ১৫ হাজার টাকা ফ্রি পাঠানো যাবে ।
যদিও আমি ১৫ হাজার টাকা এখনো পাঠাই নাই ?
তারপরও আমি যে নাম্বারে সালামি পাঠাবো ঐটাকে প্রিয় নাম্বারে এড করে নিয়েছি । আপনিও এড করে নিতে পারেন ।

এখন কথা হল কাউকে সালামি না দিয়ে কিভাবে আয় করবেন বা ক্যাশব্যাক এর টাকা নিবেন? ?

একদম সিম্পল – আপনার নিজের নাম্বার থেকে ফ্যামিলির অন্য কারো নাম্বারে প্রথমে ১০০, তারপরে ১০১,১০২,১০৩ এভাবে  চারবার  ঈদ সালামি পাঠান । অর্থাৎ,  একই এমাউন্ট বার বার দিবেন না আর অবশ্যই এমাউন্ট ১০০+ হতে হবে ।
তাহলে 20 টাকা ক্যাশব্যাক পেয়ে গেলেন এবং পরবর্তীতে টাকা আবার আপনার মোবাইলে সেন্ড মানি করে নিয়ে নিতে পারেন অথবা ওই নাম্বার থেকে পুনরায় আপনার নাম্বারে ঈদ সালামি দিয়ে আরও 20 টাকা আয় করুন।
শুধুমাত্র বিকাশ অ্যাপের মাধ্যমে এই সুবিধাটি পাবেন।
এই করোনাকালীন সময়ে হাতে হাতে ঈদ সালামি হিসেবে টাকা না দিয়ে বিকাশের মাধ্যমে ঈদ সালামি দিন। নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন  ?

———————————————————————————————————————————————————————-

 ❤❤❤ এধরনের আপডেট সবার আগে পেতে জয়েন করতে পারেন [Tech Help BD] ফেসবুক গ্রুপে ❤❤❤

————————————————————————————————————————————————————————

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★ এক ক্লিকেই ফেসবুক গ্রুপে আপনার সকল ফ্রেন্ডকে ইনভাইট করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ?

★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ?

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে