গুগল প্লেস্টোরের মাধ্যমে এপ শেয়ার করার ট্রিক শেয়ার করার পর আপনার অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন বাড়তি এপ ছাড়াই কি SHAREit এর মতো ফাস্ট অন্যান্য ফাইল শেয়ার করা যায় কিনা । তো আজকে আমি আপনাদের সাথে সেই ট্রিকটাই শেয়ার করতে যাচ্ছি ।

ফাইল শেয়ারিং এর জন্য গুগলের অন্যতম একটা ফিচার হলো Nearby Share । এটা অলরেডি আমাদের সবার মোবাইলেই আছে  ।

 

কিভাবে Nearby Share দিয়ে যেকোন ফাইল শেয়ার করবেন?

(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখতে পারেন )

 

এই ফিচারটা ইউজ করতে হলে আপনার মোবাইলের Android Version 6.0 বা তার থেকে বেশি হতে হবে ।

তো প্রথমেই আপনাকে Settings > Google অপশনে যেতে হবে

image

তারপর Google Settings থেকে Device Connections

image

তারপর, Nearby Share

image

তারপর Nearby Share অন করে নিবেন
image

তারপর আপনি যেসব ফাইল পাঠাতে চান ঐগুলো সিলেক্ট করে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন, ফাইল ম্যানেজার বা যেকোন জায়গা থেকে সেম প্রসেসে শেয়ার করতে পারবেন ।

image

তারপর Nearby Share সিলেক্ট করতে পারবেন ।

image

 

তবে যার সাথে শেয়ার করবেন তাকেও সেটিংস থেকে Nearby Share চালু করে নিতে হবে । তাহলে শেয়ার করার সময় তার নাম/লগো দেখবেন, ঐটায় ক্লিক করলে তার কাছে নোটিফিকেশন যাবে এবং সে ইজিলি রিসিভ করতে পারবে ।

image

তবে যে রিসিভ করবে তাকে কি বারবার সেটিং থেকে Nearby Share অন করতে হবে?

একদমই না, Nearby Share অন করার পর আপনি চাইলে Nearby Share কে নোটিফিকেশন বারে সেট করতে পারবেন । কিভাবে?
স্ক্রিনশট  ফলো করুনঃ-

image

 

image

তারপর Nearby Share কে টেনে সেট করে নিন ।

image

 

পরবর্তিতে যখনি আপনি Nearby Share অন করতে চাইবেন ফাইল রিসিভ করতে এখান থেকেই অন করতে পারবেন ।

 

আর প্লেস্টোর দিয়ে এপস এবং গেমস শেয়ার করতে চাইলে আমার আগের পোস্টটি দেখতে পারেন=> https://trickbd.com/android-tips/706589

 

প্র্যাকটিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটা দেখতে পারেনঃ ( Nearby Share + Google PlayStore App Sharing System)

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন

★★আজীবনের জন্য নেটফ্লিক্স প্রিমিয়ামের বিকল্প এপ একদম ফ্রীতে নিয়ে নিন | Android iOS এবং Windows সব প্লাটফর্মের জন্য

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! ?

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ নিয়ে নিন কম্পিউটারে Screen Record করার জন্য বেস্ট একটি এপ । সাথে স্ক্রিন রেকর্ড করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন! (For Windows Linux and Mac Users)

★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free! 

 

 

 

 

7 thoughts on "কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !"

  1. Anwarul Azim Author says:
    Nearby Share মোটেও দ্রুত না। এটা দিয়ে মাত্র 2.5MB/s Speed উঠে। এর থেকে Wi-Fi Direct অনেক (এমনকি Third-Party Sharing Apps এর থেকেও) ভালো। Wi-Fi Direct দিয়ে 31.5MB/s Speed-এ Transfer করা যায়।
    1. comradezisan Contributor says:
      sotti ? link dao to vaiya.. try kore Dekhi
  2. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
    LOL, এই ভিডিওটা দেখেন,
    Nearby Share Vs WiFi Direct => https://youtu.be/V7OfmvqOctM
    আপনি ট্রিকবিডিতে Nearby Share Vs WiFi Direct নিয়ে কম্পারিজন পোস্ট করতে পারেন, ভিডিও দিয়েন দেখব।
  3. Alan Walker Contributor says:
    রিসিভার nearby share অন করবে কি করে
    1. Sayfullah Contributor says:
      Tar phone e thakte hobe.
    2. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      পোস্ট আপডেট করা হলো,আশা করি ভালো লাগবে

Leave a Reply