গুগল প্লেস্টোরের মাধ্যমে এপ শেয়ার করার ট্রিক শেয়ার করার পর আপনার অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন বাড়তি এপ ছাড়াই কি SHAREit এর মতো ফাস্ট অন্যান্য ফাইল শেয়ার করা যায় কিনা । তো আজকে আমি আপনাদের সাথে সেই ট্রিকটাই শেয়ার করতে যাচ্ছি ।
ফাইল শেয়ারিং এর জন্য গুগলের অন্যতম একটা ফিচার হলো Nearby Share । এটা অলরেডি আমাদের সবার মোবাইলেই আছে ।
কিভাবে Nearby Share দিয়ে যেকোন ফাইল শেয়ার করবেন?
(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখতে পারেন )
এই ফিচারটা ইউজ করতে হলে আপনার মোবাইলের Android Version 6.0 বা তার থেকে বেশি হতে হবে ।
তো প্রথমেই আপনাকে Settings > Google অপশনে যেতে হবে
তারপর Google Settings থেকে Device Connections
তারপর, Nearby Share
তারপর Nearby Share অন করে নিবেন
তারপর আপনি যেসব ফাইল পাঠাতে চান ঐগুলো সিলেক্ট করে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন, ফাইল ম্যানেজার বা যেকোন জায়গা থেকে সেম প্রসেসে শেয়ার করতে পারবেন ।
তারপর Nearby Share সিলেক্ট করতে পারবেন ।
তবে যার সাথে শেয়ার করবেন তাকেও সেটিংস থেকে Nearby Share চালু করে নিতে হবে । তাহলে শেয়ার করার সময় তার নাম/লগো দেখবেন, ঐটায় ক্লিক করলে তার কাছে নোটিফিকেশন যাবে এবং সে ইজিলি রিসিভ করতে পারবে ।
তবে যে রিসিভ করবে তাকে কি বারবার সেটিং থেকে Nearby Share অন করতে হবে?
একদমই না, Nearby Share অন করার পর আপনি চাইলে Nearby Share কে নোটিফিকেশন বারে সেট করতে পারবেন । কিভাবে?
স্ক্রিনশট ফলো করুনঃ-
তারপর Nearby Share কে টেনে সেট করে নিন ।
পরবর্তিতে যখনি আপনি Nearby Share অন করতে চাইবেন ফাইল রিসিভ করতে এখান থেকেই অন করতে পারবেন ।
আর প্লেস্টোর দিয়ে এপস এবং গেমস শেয়ার করতে চাইলে আমার আগের পোস্টটি দেখতে পারেন=> https://trickbd.com/android-tips/706589
প্র্যাকটিক্যালি দেখতে চাইলে নিচের ভিডিওটা দেখতে পারেনঃ ( Nearby Share + Google PlayStore App Sharing System)
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!
Nearby Share Vs WiFi Direct => https://youtu.be/V7OfmvqOctM
আপনি ট্রিকবিডিতে Nearby Share Vs WiFi Direct নিয়ে কম্পারিজন পোস্ট করতে পারেন, ভিডিও দিয়েন দেখব।