ShareIT এর সিকিউরিটি [ভালনারিলিবিটির] পর ফাইল শেয়ার এপ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন । এরই মধ্যে গুগল প্লেস্টোর তাদের নিউ ফিচার নিয়ে হাজির ।
এখন থেকে আপনারা গুগল প্লেস্টোর দিয়েই এপ গেমস শেয়ার করতে পারবেন ।
এক্ষেত্রে আপনার কোন প্রকার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবেনা । তবে, এই ফিচারটি পেতে হলে আপনার প্লেস্টোর ভার্সন অবশ্যই ২৪.০ বা তার বেশি হতে হবে । তাই যাদের এখনো নিউ আপডেট আসেনি অপেক্ষা করতে হবে নতুন আপডেটের জন্য । যাদের এসে গেছে আপডেট করে নিন ।
তো কিভাবে প্লেস্টোর দিয়ে এপ গেমস শেয়ার করবেন?
প্রথমেই প্লেস্টোর থেকে My Apps and Games এ যাবেন Share বাটনে ক্লিক করবেন এবং Send করতে চাইলে সেন্ড বাটনে, রিসিভ করতে রিসিভ বাটনে ক্লিক করবেন ।
তারপর যে এপ পাঠাতে চান ঐটা সিলেক্ট করে পাঠাতে পারবেন ।
Pro Tip : যারা প্লেস্টোর ভার্সন আপডেট করতে পারছেন না তারা প্লে স্টোরের সেটিংস-এ গিয়ে Play Store version-এ ক্লিক করে অপেক্ষা করুন ? অটোম্যাটিক আপডেট নিবে।
Credit: [ Nahid Hassan Bulbul ]
প্র্যাকটিক্যালি দেখতে চাইলে ভিডিওটি দেখতে পারেনঃ
তো এই ছিলো আমার আজকের পোস্ট । পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং এই ধরনের ইউনিক ট্রিক সবার আগে পেতে [ SUBSCRIBE ] করতে পারেন আমার ইউটিউব চ্যানেল ।
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!
এটার ওপর আমার ভিডিওটাও দেখতে পারেন=> https://youtu.be/6Hpue8KPq_0
Btw, thanks for the post author.
পোস্টে এড করে দেওয়া হলো ?
Nearby Share নিয়ে আরেকটা পোস্ট দিতে পারি ?
Thanks for your comment ?
রাতে ফুল পোস্ট দিবোনে…