Site icon Trickbd.com

অ্যাপেলের নতুন ফিচার | তবে কি অ্যান্ড্রয়েড কে টেক্কা দিতে?

Unnamed


এখন থেকে আইফোন ব্যবহারকারীরা চাইলেই জাতীয় পরিচয় পত্র এবং ক্রেডিট কার্ডে ডিজিটাল কপি তাদের ফোনে সংরক্ষণ করতে পারবেন।

এমন ডিজিটাল ওয়ালেট সুবিধার পাশাপাশি তাদের মেইল এবং ক্লাউড সার্ভিস এর নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে অ্যাপল। একই সাথে নিজেদের ভিডিও চ্যাটিং অ্যাপ ফেইস ক্যাম্পএ ও নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েডকে মূলত টেক্কা দিতে এমন সব ফিচার নিয়ে এসেছে অ্যাপল বিস্তারিত নিচে!

আইফোন ব্যবহারকারীদের লাইফ স্টাইল আরও সহজ করতে ডিভাইসটিকে ডিজিটাল ওয়ালেট এ রূপ দিতে যাচ্ছে অ্যাপল।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে জাতীয় পরিচয় পত্র এবং ক্রেডিট কার্ড এর বিকল্প হিসেবে কাজ করছে আইফোনে থাকা ডিজিটাল কপি।

এই ডিজিটাল ওয়ালেট এর পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিরাপত্তা অধিদপ্তরের সাথে কাজ করছে অ্যাপল ।
আইফোনের পাশাপাশি অ্যাপেল ওয়াচেও পাওয়া যাবে এই সুবিধা।

করোনাকালীন এই সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ভিডিও চ্যাটিং অ্যাপস গুলো এই দৌড়ে জুমের মতো জনপ্রিয় অ্যাপ গুলোর সাথে টেক্কা দিতে নিজেদের ফেসটাইমে নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপল।

অ্যাপলের দাবি অ্যাপটি কে এমন ভাবে আপডেট করা হচ্ছে যা সব এন্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসের জন্য উপযুক্ত হয়ে উঠবে।

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় পুরো সিস্টেম আপডেট করেছে অ্যাপল।
কোনো তৃতীয় পক্ষ যেন আইফোন ব্যবহারকারীকে মেইলের মাধ্যমে ট্র্যাক করতে না পারে সে জন্য মেইল অ্যাপে ট্র্যাকার শনাক্ত করে ব্লক এর সুবিধা পাওয়া যাবে।

এসব সুবিধা ছাড়াও ব্যবহারকারীরা এক ডিভাইসের মাধ্যমে নিজের অন্যান্য ডিভাইস পরিচালনা করতে পারবেন।