এখন থেকে আইফোন ব্যবহারকারীরা চাইলেই জাতীয় পরিচয় পত্র এবং ক্রেডিট কার্ডে ডিজিটাল কপি তাদের ফোনে সংরক্ষণ করতে পারবেন।

এমন ডিজিটাল ওয়ালেট সুবিধার পাশাপাশি তাদের মেইল এবং ক্লাউড সার্ভিস এর নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করেছে অ্যাপল। একই সাথে নিজেদের ভিডিও চ্যাটিং অ্যাপ ফেইস ক্যাম্পএ ও নতুন ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েডকে মূলত টেক্কা দিতে এমন সব ফিচার নিয়ে এসেছে অ্যাপল বিস্তারিত নিচে!

আইফোন ব্যবহারকারীদের লাইফ স্টাইল আরও সহজ করতে ডিভাইসটিকে ডিজিটাল ওয়ালেট এ রূপ দিতে যাচ্ছে অ্যাপল।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে জাতীয় পরিচয় পত্র এবং ক্রেডিট কার্ড এর বিকল্প হিসেবে কাজ করছে আইফোনে থাকা ডিজিটাল কপি।

এই ডিজিটাল ওয়ালেট এর পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিরাপত্তা অধিদপ্তরের সাথে কাজ করছে অ্যাপল ।
আইফোনের পাশাপাশি অ্যাপেল ওয়াচেও পাওয়া যাবে এই সুবিধা।

করোনাকালীন এই সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ভিডিও চ্যাটিং অ্যাপস গুলো এই দৌড়ে জুমের মতো জনপ্রিয় অ্যাপ গুলোর সাথে টেক্কা দিতে নিজেদের ফেসটাইমে নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপল।

অ্যাপলের দাবি অ্যাপটি কে এমন ভাবে আপডেট করা হচ্ছে যা সব এন্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইসের জন্য উপযুক্ত হয়ে উঠবে।

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় পুরো সিস্টেম আপডেট করেছে অ্যাপল।
কোনো তৃতীয় পক্ষ যেন আইফোন ব্যবহারকারীকে মেইলের মাধ্যমে ট্র্যাক করতে না পারে সে জন্য মেইল অ্যাপে ট্র্যাকার শনাক্ত করে ব্লক এর সুবিধা পাওয়া যাবে।

এসব সুবিধা ছাড়াও ব্যবহারকারীরা এক ডিভাইসের মাধ্যমে নিজের অন্যান্য ডিভাইস পরিচালনা করতে পারবেন।

5 thoughts on "অ্যাপেলের নতুন ফিচার | তবে কি অ্যান্ড্রয়েড কে টেক্কা দিতে?"

  1. Prince Contributor says:
    Tekka dite mane ki? ?
    Android ios er theke agai silo kokhon?
    1. Badhon Contributor Post Creator says:
      অনেক ক্ষেত্রেই অ্যাপেলের থেকে এন্ড্রয়েড এগিয়ে।
  2. MD Ashraful Islam Author says:
    হতে পারে অ্যান্ড্রয়েড এর অস্তিত্বই থাকবে না একদিন। যদিও আমি অ্যান্ড্রয়েড চালায়
  3. Rasedul Hasan Contributor says:
    ভাই, হাসালেন একটা চ্যাটিং এপ্স দিয়ে টেক্কা অ্যান্ড্রয়েড কে…অ্যান্ড্রয়েড জনপ্রিয় হলো প্লে-স্টোর এর জন্য যেখানে হাজার অ্যাপ…অ্যাপল আরো হাজার বছর লাগব 1 টা এরকম একটা অ্যাপস স্টোর বানাতে… কারন জাভা সুইফট অনেক এডভান্স লেভেল এর প্রোগ্রামিং… অপর দিকে অ্যান্ড্রয়েড এর জন্য সিম্পল জাভা…যার কারনে খুব সহজে অ্যাপ ডেভেলপ করা যায়…সতুরাং অ্যাপল জীবনে অ্যান্ড্রয়েড কে টেক্কা দিতে পারবে না…যদিও উন্নত লাইফ স্টাইলের জন্য পাবলিক আইফোন ব্যবহার করে…
    1. Prince Contributor says:
      What was that? Was it a sarcasm. Lame reply. Go and research about android or ios. Who got the more privacy or like which chipsets are the beast. Smartphone is not all about of Tons of Apps or softwares. Its about Privacy, UI and others also. And ios developers are not fools like you. You BIGBRAIN ?

Leave a Reply