Site icon Trickbd.com

যেভাবে Android Phone এর ডুপ্লিকেট ফাইল মুছবেন

How to Free Up Storage Space on Your Android Phone with Files by Google

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বেশির ভাগ মুঠোফোনেই Files by Google অ্যাপটি ইনস্টল করা থাকে। আপনার মুঠোফোনে যদি না থাকে, তবে Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

 

ধারণক্ষমতার বেশির ভাগ অংশ ব্যবহার হলে মুঠোফোনের গতি কমে যায়। সমস্যা সমাধানে অনেকেই মুঠোফোন থেকে কম গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলেন। তবে মুঠোফোনের বেশ কিছু ফাইল একাধিকবার বিভিন্ন স্থানে সংরক্ষণ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ফলে ব্যবহারকারীদের অজান্তেই মুঠোফোনের ধারণক্ষমতা শেষ হয়ে যায়। মুঠোফোনের ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে মুছে ফেলা বেশ কষ্টকর। চাইলেই Files by Google অ্যাপ দিয়ে খুব সহজেই ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলা যায়।