How to Free Up Storage Space on Your Android Phone with Files by Google

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বেশির ভাগ মুঠোফোনেই Files by Google অ্যাপটি ইনস্টল করা থাকে। আপনার মুঠোফোনে যদি না থাকে, তবে Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

  • এবার অ্যাপটি চালু করে Continue অপশন চেপে মুঠোফোনের বিভিন্ন অ্যাপ ব্যবহারের অনুমতি দিতে হবে।
  • এবার অ্যাপের নিচে থাকা Clean ট্যাব নির্বাচন করলেই মুঠোফোনে থাকা সব ডুপ্লিকেট ফাইল দেখা যাবে।
  • এবার Delete Duplicates অপশন থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো নির্বাচন করে Select Files নির্বাচন করতে হবে।
  • চাইলে All Duplicates অপশন নির্বাচন করে সব ডুপ্লিকেট ফাইল একসঙ্গে নির্বাচন করা যাবে।
  • এবার Move Files to Trash নির্বাচন করলেই অতিরিক্ত ফাইলগুলো মুছে যাবে।

 

Files by Google APK Download for Android & iOS – APK Download Hunt

ধারণক্ষমতার বেশির ভাগ অংশ ব্যবহার হলে মুঠোফোনের গতি কমে যায়। সমস্যা সমাধানে অনেকেই মুঠোফোন থেকে কম গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলেন। তবে মুঠোফোনের বেশ কিছু ফাইল একাধিকবার বিভিন্ন স্থানে সংরক্ষণ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। ফলে ব্যবহারকারীদের অজান্তেই মুঠোফোনের ধারণক্ষমতা শেষ হয়ে যায়। মুঠোফোনের ডুপ্লিকেট ফাইলগুলো খুঁজে মুছে ফেলা বেশ কষ্টকর। চাইলেই Files by Google অ্যাপ দিয়ে খুব সহজেই ডুপ্লিকেট ফাইলগুলো মুছে ফেলা যায়।

One thought on "যেভাবে Android Phone এর ডুপ্লিকেট ফাইল মুছবেন"

  1. Saru Contributor says:
    কারো কাছে ভালো কোন ফাইল ম্যানেজার এপস থাকলে দেন।

Leave a Reply