আসতে চলেছে এলোন মাস্ক এর তেসলা ফোন যা Iphone কেও প্রতিযোগিতায় হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে!!!
এলোন মাস্ক এর নাম তো আমরা সবাই ই শুনেছি কম বেশি , বর্তমান বিশ্বের অন্যতম সেরা ধনী দের তালিকায় নাম লিখিয়েছেন যিনি তার কর্মফল দিয়ে । তার তৈরী গাড়ি পৃথীবি খ্যাত , এখন তিনি আনতে চলেছেন তার কোম্পানির মোবাইল ফোন যার অসাধারন ফিচার্স সমূহ আই ফোন কেউ হারিয়ে দিতে সক্ষম। এ সম্পর্কে তিনি এখনো অফিসিয়ালি খুব কমই জানিয়েছেন । তবে এখনো পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি তাতেই এটা বলা যায় এখনো পর্যন্ত স্মার্টফোনের জগতে এটা বেস্ট মোবাইল হতে চলেছে ।তো চলুন জেনে নেই কি কি ফিচার্স থাকবে এতে ? কেমন হতে পারে এর দাম, আর কেমন হতে চলেছে মার্কেটপ্লেসে এর অবস্থান …… জেনে নেই বিস্তারিত।
ফিচার্স সমূহ
আগেই বলেছি এর দুর্দান্ত অসাধারন ফিচার্স এখনি তুমুল ঝড় তুলেছে মার্কেটে । এতে যা যা ফিচার্স থাকবে তার একটু বর্ণনা নিচে দেওয়া হলো-
ব্যাটারি- আমরা যখনি কোনো ফোন কিনি আগেই খেয়াল করি এই ফোন টিতে ব্যাটারি ব্যাক আপ কতক্ষন পাব । কিন্তু এই তেসলা ফোনে থাকছে না ব্যাটার-ই । তার মানে এইটা ভেবেন না যে এই ফোন ব্যাটারি ছাড়া চলবে । এটি চলবে সোলার পাওয়ার এ । এতে যে ব্যাটারি থাকবে তার পাওয়ার থাকবে মোটামুটি । কিন্তু এর একটি অন্যতম বৈশিষ্ট হচ্ছে এতে চার্য সিস্টেম হিসেবে থাকছে সোলার পাওয়ার । অর্থাৎ এতে আলো পড়লেই এতে চার্য হবে । তাই থাকছে না চার্জ দেওয়ার ঝামেলাও ।
ইন্টারনেট- এই ফোনে ইন্টারনেট চালানোর জন্য এটি অলরেডি তেসলা কোম্পানির স্টারলিংক প্যাকেজের সাথে যুক্ত । যারা স্টার লিংক সম্পর্কে জানেন না তাদের বলছি এটি তেসলা কোম্পানির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা । এই ব্যাবস্থায় নেট স্পিড নিয়ে আপনার কোনো কম্প্লেইন ই থাকবে না। আপনি যদি মঙ্গল গ্রহেও যান সেখানেও আপনি ফুল স্পিড ইন্টারনেট পাবেন ।
কল এবং অন্যান্য কানেকশন- আমরা সবাই ই জানি যেকোনো ফোনে নেট ও কল সংযোগ আসে সিম থেকে । বাট এই ফোনে কোনো সিম ও লাগবে না । এটি সরাসরি স্টার লিংক এর স্যাটেলাইট এর সাথে কানেক্টেড থাকবে । তাই সিম এর ঝামেলাও নেই । তবে সিম লাগানোর অপশন ও আছে।
অপরেটিং সিস্টেম – এতে থাকছে লেটেস্ট এন্ড্রয়েড ভার্শন android 12 ।
ক্যামেরা – ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ক্যামেরা, এর ক্যামেরা আপনাকে হতাশ করবে না । এর ফ্রন্ট ক্যামেরা ১২মেগা পিক্সেল এবং ব্যাক ক্যামেরাও তাই। মেগা পিক্সেল কম ভেবে এর ক্যামেরার কোয়ালিটি খারাপ ভাববেন না । আইফোনের ক্যামেরার সম্পর্কে সবার মোটামুটি ধারনা আছে, এর ক্যামেরাও কিন্তু ১৩ মেগা পিক্সেল এর বাইরে যায় না । তাও এর কোয়ালিটি অনেক ভালো । এটাই তেমন্ ই।
অন্যান্য হার্ড ওয়ারস- screen size -6.67 inches
এই ফোন সম্পর্কে আর একটি তথ্য যা আপনাকে না দিলেই নয়, এই ফোন আপনার ব্রেইন এর সাথে কানেক্টেড থাকবে । এটা শুনে অনেকেই ফেক বা গুজব ভাবতে পারেন , কিন্তু এটা সত্যিই । এছাড়া তেসলা কোম্পানি নিজেই বলেছিল ওনারা ব্রেইন এর সাথে কানেক্টেড এক ধরনের চিপ বানানো নিয়ে রিসার্চ করছে , মানুষের ব্রেইন থেকে মেমরি যেন ডাউনলোড করা ও তার প্রসেসিং নিয়ে তারা রিসার্চ করছে । তাই এটা সত্যি হলেও হতে পারেন ।
ফোনের স্পেসিফিক্যাশন সম্পর্কে আপাতত এতটুকুই তথ্য আছে ।
এর রিলিজ ডেট এখনো জানানো হয় নি। তবে ধারনা করা হচ্ছে এটি ২০২৪ সালের দিকে বের হবে ।
এর দাম নিয়ে এখনো পর্যন্ত অনেক কনফিউশন ছিল বাট রিসেন্টলি এর দাম জানানো হয়েছে । আমেরিকান ডলারে এর দাম প্রায় ৳৮০০-১২০০ যা বাংলাদেশি টাকাতে প্রায় ৬৯৩৩৬.৯৫-৮৬৬৭১.১৯ টাকা হতে পারে । এটিকে ফিউচার লুকিং ফোন হিসেবে বলা হচ্ছে । অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল যে এলন মাস্ক একটি ফিউচার লুকিং ফোন নিয়ে কাজ করছে যার কিছু তথ্য জানা গিয়েছে যা এখানে দিলাম । এর ডিজাইন ও চমৎকার , আর অন্যান্য সব কিছুই অসাধারন । এটি বাংলাদেশে কবে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায় নি । এটি রিয়েলি কবে রিলিজ হবে সেটাও এখনো নিশ্চিত না আর বাংলাদেশে আসার কথা তো অনেক দূরে ।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত ই । এরকম লেটেস্ট নিউজ ও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন নিয়মিত ।
যদি ভালো লেগে থাকে আর্টিকেল টি তাহলে আমার ওয়েবসাইট টি ভিজিট করতে পারেন- Developsbd
এ ধরনের আরো তথ্য পেতে ভিজিট করুন developsbd.com