হেই, আমি অনামিকা চৌধুরী কি অবস্থা সবার? চিনতে পেরেছেন? জানি ভুলে গেছেন বাট আমি কিন্তু আপনাদেরকে ভুলি নাই।
তো সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চাই নতুন কিছু শেখাতে বা শিখতে চাই আশা করছি আপনাদের সাপোর্ট পাবো।তো চলুন শুরু করা যাক।
প্রযুক্তিপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে গ্যালাক্সি ওয়াচ ৫ এই স্মার্ট গেজেটি উন্মোচন করেছে টেকজান্ড স্যামসাং, স্লিপ ট্রাকিং হেলথ এন্ড ওয়েলনেস মনিটরিং সহ নানান সুবিধা যুক্ত স্মার্ট ওয়াচ টি এখন ট্রেন্ডি একটি গেজেট।
ব্যবহারকারীদের ঘুম ও স্বাস্থ্য খেয়াল রাখার জন্য সেরা মানের প্রযুক্তি এবং বৈশিষ্ট্যের সমন্বয়ে ঘটনা হয়েছে গ্যালাক্সি ওয়াচ ৫ স্মার্টওয়াচ টিতে।
উন্নত আরো স্লিপিং ট্রাকিং প্রযুক্তির সাহায্যে ডিভাইসটিতে ৮টি বিশেষ আইকন রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের ঘুমের ধরন যাচাই করে ঘুমের সময় নির্ধারণ করে দিতে পারে।নাক ডাকার অভ্যাস বুঝতে পারে এবং ঘুমের বিভিন্ন স্টেজ এওয়েক লাইট ডিপ এবং আর ই এম বুঝতে পারে ও ট্রাক করতে পারে, বেশি সক্ষমতার ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা সহ samsung galaxy ওয়াচ ৫ জিরো থেকে শতকরা ৪৫ ভাগ পর্যন্ত হতে সময় নেয় মাত্র ৩০ মিনিটের মত।
তো এই ছিল আমার শর্ট পোস্ট সিরিজের ৩ নাম্বার পোস্ট ভাল লাগলে লাইক করে দিতেই পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো।
পুনর্জন্ম ৪ নাটকে কি কি ঘটবে?
এ মাসেই মুক্তি পাওয়া সেরা পাঁচটি বাংলা নাটক
ধন্যবাদ সবাইকে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আল্লাহাফেজ।