Site icon Trickbd.com

OTT প্ল্যাটফর্ম কি এবং কিভাবে কাজ করে?

Unnamed

ওটিটি প্ল্যাটফর্ম কী (How OTT Platforms Works)

আমরা সবাই জানি যে বর্তমান ইন্টারনেটের যুগ, যেখানে আগে আমরা ছোটখাটো কাজে বাইরে যেতাম, বর্তমানে আমরা আমাদের মোবাইল দিয়ে এই সব করতে পারি। এমনকি টিভি দেখা থেকে শুরু করে সব কিছু মোবাইলেই করা যায়। কিছু মানুষ বিজ্ঞাপন ছাড়াই মোবাইল ফোনে ভিডিও দেখতে দেখতে পছন্দ করে।  যার কারণে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, তবে বিগত বছরে করোনাভাইরাসের কারণে কেউ বাইরে যেতে পারেনি তাই আজকাল হলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে , এই কারণে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদাও বাড়ছে। 

ওটিটি প্ল্যাটফর্ম কী? কীভাবে ওটিটি প্ল্যাটফর্ম কাজ করে?

OTT প্ল্যাটফর্ম মানে – ওভার-দ্য-টপ প্ল্যাটফর্ম, যা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও বা অন্যান্য ডিজিটাল মিডিয়া সম্পর্কিত কন্টেন্ট সরবরাহ করে, এই OTT প্ল্যাটফর্মগুলো হল এক ধরনের অ্যাপ যা Google Playstore-এ পাওয়া যায়, সমস্ত কোম্পানির বিভিন্ন OTT প্ল্যাটফর্ম রয়েছে, এগুলো ব্যবহার করার জন্য OTT প্ল্যাটফর্ম, আপনাকে এই OTT প্ল্যাটফর্মগুলোর subscription নিতে হবে। ওটিটি প্ল্যাটফর্ম আমেরিকা থেকে শুরু হয়েছিল এবং এটি ধীরে ধীরে বাংলাদেশে এসেছে, তবে এখন এর চাহিদা খুব দ্রুত বাড়ছে।

ওটিটি প্ল্যাটফর্ম সার্ভিসের প্রকারভেদ

OTT প্ল্যাটফর্মের ৩ ধরনের সার্ভিস রয়েছে, যেমন: –

OTT প্ল্যাটফর্মের সুবিধা (OTT Platform Services Benefits) :

বাংলাদেশের OTT প্ল্যাটফর্ম গুলো।

বাইরের দেশের দেখাদেখি ইদানিং আমাদের দেশের বেশ কিছু OTT plartfrom চালু হয়েছে মোটামুটি ভাবে জনপ্রিয়তাও পাচ্ছে । যদি ভাল মনের কন্টেন্ট তৈরি করতে পারে তবে এই OTT plartfrom গুলো ভাল করবে , কেননা বর্তমানে বাংলাদেশের মানুষ হলে গিয়ে খুবই কম মুভি দেখে।

বাংলাদেশের বেশ কিছু OTT প্ল্যাটফর্ম সম্পর্কে জানা যাক ।