গেম খেলুন অ্যাপ ডাউনলোড না করে (Online Trick)

যারা মোবাইলে গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য দুর্দান্ত একটি সুযোগ অনলাইনে চলে এসেছে। যদিও এটি নতুন কিছু নয় কিন্তু আমরা অনেকেই এই দুর্দান্ত সার্ভিস বা সেবার সম্বন্ধে অজানা থাকতেও পারি।

মূলত গেম খেলার জন্য আমরা যে অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্যবহার করি, সেগুলোর মেগাবাইট বা এমবি অনেক বেশি হওয়ার কারণে নরমাল ফোনে সেগুলো রাখতে চায় না। আবার বড় মেগাবাইট হওয়ার কারণে নরমাল ফোন দিয়ে বেশি অ্যাপ ব্যবহার করতে পারি না।

এই কথা মাথায় রেখে আজকের এই আর্টিকেলটি তৈরি করা হবে ইনশাল্লাহ। মূলত যারা কোন প্রকার অ্যাপ ডাউনলোড না করে, গেম খেলতে চান তাদের জন্য আজকের এই আর্টিকেল। শেষ পর্যন্ত পড়লে আশা করি পুরোপুরি ধারণা চলে আসবে চলুন কথা মূল আলোচনায় ফিরে আসা যাক।

উপকার হবে?

প্রথম বিষয় হচ্ছে আপনি অ্যাপ ডাউনলোড না করে যে গেম খেলবেন সেটা অনলাইনে। অনলাইনে এই গেম খেলা শুরু করতে অবশ্যই মেগাবাইট বা ডাটা কানেকশন অন করে খেলতে হবে। অবশ্যই উপকার হবে। কেননা আমাদের মোবাইল ফোন যদি সাধারণ হয়ে থাকে, তাহলে এই পদ্ধতিতে গেম খেলা উপকার হবে।

যেমন ram রুম এর দিক দিয়ে অনলাইনে গেম খেলা মোবাইলের জন্য উপকারের। কেননা বড় একটি গেম যার এমবি আপনার মোবাইল ফোনের তুলনায় বেশি যেখানে অন্যান্য অ্যাপস ব্যবহার করা কষ্ট হয়ে যায়।

মূলত অনলাইনে গেম খেলার জন্য আমি দুইটি ওয়েবসাইট শেয়ার করব। যেখানে আমি নিজেও গেম প্লে করে খেলেছি। কোন ধরনের সমস্যা আমার হয়নি। আমার মোবাইল ফোনের ram rom কম থাকায় বড় বড় গেম আমি অনলাইনে খেলে থাকি।

অনলাইনে গেম খেলার ওয়েবসাইট লিংক: https://browseit.com.bd/game

কোনো সমস্যা আছে?

উপরের লিংকে প্রবেশ করে আপনারা সরাসরি, গেম ক্যাটাগরিতে চলে যাবেন সেখানে বেশ ভালো পরিমাণে গেম পাওয়া যায়। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন গেম সিলেক্ট করে সরাসরি প্লে করতে পারবেন। উপরোক্ত অনলাইনে গেম খেলার ওয়েবসাইটের একটি স্ক্রিনশট নিচে দেওয়া হলো। আশা করি একটু হলেও ধারণা পাবেন ওয়েবসাইটের গেম যেভাবে গঠন করা রয়েছে ওয়েবসাইটে।

উপকার হবে?

দ্বিতীয় নাম্বারে আমরা যে ওয়েবসাইট সম্বন্ধে জানব সেটিও দুর্দান্ত এবং খুবই চমৎকার একটি ওয়েবসাইট। যেখানেও আপনারা সরাসরি গেমপ্লে করতে পারবেন। উপকার সম্বন্ধে বললে, আপনি সরাসরি বড় বড় অ্যাপ ইন্সটল করে যেভাবে খেলেন ঠিক এভাবে ওয়েবসাইটের প্রত্যেকটি গেম সাজানো রয়েছে।

অনলাইনে গেম খেলার আরেকটি ওয়েবসাইটের লিংকঃ https://poki.com/

প্রথমে উপরের ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর তাদের হোমপেজ দেখতে পারবেন। সেখানে মূলত প্রত্যেকটি গেম তাদের প্ল্যাটফর্ম অনুযায়ী সাজানো হয়েছে সুন্দরভাবে। আর আরেকটি উপকার হচ্ছে ওয়েবসাইটে শুধু একটি নয় একাধিক পরিমাণে গেম পাওয়া যায়।

আপনি যদি ওয়েব সাইটে ভিজিট না করেন তাহলে হয়তো বা তাদের যে সেবা সেটা বুঝতে পারবেন না। ধারণার জন্য উপর একটি স্ক্রিনশট দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটি গেম প্লে করব। আমার একটি নির্দিষ্ট গেম সিলেক্ট করে আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর গেমটি এমন অবস্থায় আসলো যেটা নিচের স্ক্রিনশটে দেখানো হলো।

প্লে নাউ অপশনে ক্লিক করলে নির্দিষ্ট গেমটি চালু হয়ে যাবে। চালু হতে হয়তো কিছুক্ষণ সময় লাগবে বিষয়টির ধারণা নিচের স্ক্রিনশটে দেখানো হলো।

অলরেডি আমি গেম খেলতে শুরু করেছি স্ক্রিনশট তোলার সময় পাচ্ছিনা। কারণ গেমে হার-জিত রয়েছে। আমি কখনোই ঠকতে চাইনি তাই দ্রুততার সাথে একটি স্ক্রিনশট তুলে নিচে দেওয়া হলো।

কোনো সমস্যা আছে?

ওয়েবসাইটের ভেতর কোনো প্রকার সমস্যা নেই। মানে আমার কাছে অসুবিধার বলতে তেমন কিছু ধরা পড়েনি। আমি গেম খেলতে শুরু করছি পাশাপাশি আমার মনে হচ্ছে আমি অ্যাপের ভিতর গেমটি এমনভাবে খেলছি যেন কোন প্রকার সমস্যার মুখের পড়তে হয়নি। সেটি এক নয় সেটিকে অ্যাপ্লিকেশন ওয়েবসাইট! যাইহোক সুবিধার জন্য আরেকটি সর্বশেষ স্ক্রিনশট নিচে দেওয়া হলো।

জানিনা কতটুকু ধারনা আপনার ভিতরে এসেছে আজকের এই আর্টিকেল থেকে। চেষ্টা করেছি তবে আপনি যদি ওয়েবসাইটে প্রবেশ না করেন তাহলে হয়তো এত সুন্দর সেবা থেকে বঞ্চিত থাকবেন। একবার হলেও ভিজিট করবেন যারা মূলত গেম খেলতে ইচ্ছুক।

যে কোন ওয়েব সাইটে প্রবেশ করবেন, কোন ওয়েবসাইটটি আপনার কাছে বেশি ভালো মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি পরবর্তী আর্টিকেল গুলো আরো দুর্দান্ত এবং আপনার প্রয়োজনে আসবে ইনশাল্লাহ!

14 thoughts on "গেম খেলুন অ্যাপ ডাউনলোড না করে (Online Trick)"

  1. Shu Yaib Contributor says:
    Link thik koren
    1. Md Hossen Contributor Post Creator says:
      ভাইয়া গেম এর ওয়েব এড্রেসে না গিয়ে লিংকে প্রবেশ করবেন। তারপর গেম অপশনে ক্লিক করলে গেম গুলো চলে আসবে ইনশাল্লাহ!
    2. Md Hossen Contributor Post Creator says:
      example: https://browseit.com.bd/ লিংকে ক্লিক করে গেম অপশনে গেলে গেম গুলি দেখতে পারবেন পাশাপাশি ইচ্ছামত প্লে করতে পারবেন।
  2. Saimum Raihan Author says:
    https://trickbd.com/uncategorized/745886

    Poki নিয়ে অলরেডি পোস্ট আছে!

  3. Md Hossen Contributor Post Creator says:
    অনলাইনে গেম খেলার আরো দুর্দান্ত একটি ওয়েবসাইট লিংকঃ https://www.crazygames.com চাইলে এই ওয়েবসাইটে ঢুকেও আপনারা সরাসরি কোন অ্যাপ ছাড়াই অনলাইনে গেম খেলতে পারবেন ইনশাল্লাহ!
  4. Lover Contributor says:
    MB baclo!
    1. Lover Contributor says:
      Maybe ram space
  5. VoiletTt Contributor says:
    Hi all! I want to talk about my experience with https://melbet-registration.ng. This gaming resource really stands out for its favorable odds, variety of games and excellent service. My interest in gambling entertainment ranges from sports betting to online casinos, and every time Melbet pleasantly surprises with its variety and possibilities. The user interface makes gaming sessions seamless, and the variety of features on the platform is impressive. It is important to note that, among other things, there is an opportunity to earn additional income, which adds to the attractiveness of this place.
    1. enril Contributor says:
      Interesting to know, how much time do you spend playing?
    2. enril Contributor says:
      I tried to play here https://kazino-igri-bg.net/rotativki/20-burning-hot and I want to say that this is not just an online platform, this is a place where everyone can try their luck and get an adrenaline rush.
  6. joyced Contributor says:
    If you’re interested in the world of gaming, don’t forget to visit https://rocketplay-au.com/app. Explore an exciting realm of games, incredible experiences, and the chance to test your luck. Immerse yourself in the thrill of gaming with RocketPlay!”

Leave a Reply