আসসালামু আলাইকুম বন্ধুরা,
কেমন আছেন সবাই?
আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
যতই দিন যাচ্ছে আমরা ততোই আধুনিক হয়ে যাচ্ছি।আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটে ওয়েবসাইটের সংখ্যা।
বর্তমানে পুরো বিশ্বে একটিভ ওয়েবসাইটের সংখ্যা প্রায় ১৯২ কোটি ১৫ লাখ
আর এই সংখ্যাটা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
আর এতো ওয়েবসাইটের মধ্যে কতগুলোই বা জানি!
আজকে আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের পরিচয় করিয়ে দেবো এমন পাচটি ওয়েবসাইটের সম্পর্কে যেগুলো দেখে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন।
তো চলুন শুরু করা যাকঃ-
1.Poki
সবার প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে তার নাম হলো Poki.
আমরা কোনো গেম খেলার জন্য প্রথমে play store এ যায় আর তারপর গেমটা ইন্সটল করি।
কিন্তু কেমন হবে যদি আমাদের গেম খেলার জন্য গেম ফোনে ইন্সটল করায় না লাগে!
আর এই কাজের জন্যই রয়েছে এই ওয়েবসাইট Poki.
Poki হচ্ছে একটি অনলাইন গেমিং প্লাটফর্ম।
যেখানে আপনারা Android এর পপুলার গেমগুলো খেলতে পারবেন ইন্সটল করা ছাড়াই।
আর এই ওয়েবসাইটের গেমিং পারফরম্যান্সও অনেক ভালো।আপনার মনেই হবে না যে আপনি অনলাইনে গেমটি খেলছেন।
তাই অবশ্যই একবার ওয়েবসাইট টি ট্রাই করে দেখতে পারেন।
আমরা বিভিন্ন সময় কোনো ইন্জিনিয়ারিয়ারের দ্বারা করা বাড়ির নকশা বা ডিজাইন দেখে থাকবো।
এসব ডিজাইন করার জন্য ইন্জিনিয়াররা বিভিন্ন সফটওয়্যার যেমনঃ-অটোক্যাড,রিভিট ইত্যাদি ব্যাবহার করে থাকে।
কিন্তু আপনারও যদি বাড়ির ডিজাইন করার বা নিজের ঘরের কোথায় কোন আসবাবপত্র পত্র রাখলে নিজের ঘর কেমন দেখাবে সেটা 3D তে দেখতে চান,তাহলে সোজা চলে যান ওপরে দেওয়া ওয়েবসাইটে।
এই দুই ওয়েবসাইট ব্যাবহার করে আপনি নিজের মন মতো বাড়ির নকশা বানাতে পারবেন,কোন রুম কোথায় বা কত মাপের হবে এমনকি ঘরের মধ্যে বিভিন্ন আসবাবপত্র রেখে আপনি চেক করতে পারবেন।
আর সব শেষে আপনার বাড়ির নকশা বাস্তবে কেমন হয়েছে তা জানার জন্য রয়েছে 3D অফশন।
এমনকি এই ওয়েবসাইটের অ্যানড্রোয়েড এপস ও রয়েছে যা আপনারা Google Play Store তে পেয়ে যাবেন।
এটা আসলে কোনো ওয়েবসাইট নয়, বরং এটা হচ্ছেগুগলের আলাদা একটা প্লাটফর্ম।
আমাদের বিভিন্ন সময় কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করার জন্য কোনো নির্দিষ্ট টপিকের ওপর বিস্তারিত অনেক তথ্য দরকার হয়। সেই সময় আমরা সাহায্যের জন্য Google এ গিয়ে সরাসরি সার্চ দিই।
এমনক্ষেত্রে অনেকসময়ই আমরা যে নির্দিষ্ট টপিকের ওপর তথ্য খুজছিলাম,
ঠিক সেটাই একদম পেয়ে যায়।
কিন্তু এতে অনেক বেশি সময় নষ্ট হয়।আর অনেকক্ষেত্রে আবার প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট করার জন্য সেই টপিকের ওপর একদম সঠিক তথ্য নাও পেতে পারি।
কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না যে,
ঠিক এই কাজটা করার জন্য গুগলের আলাদা একটা প্লাটফর্ম রয়েছে।তার নাম হলো Google Schooler।এখানে যেকোনো টপিকের ওপর সার্চ দিলে তারওপর সবিস্তরে সব তথ্য আপনারা পেয়ে যাবেন।
আমরা অনলাইনে বা অফলাইনে অনেক মানুষকেই হয়তো বা দেখেছি,
যারা একরকম কিবোর্ডের দিকে না তাকিয়েই অনেক দ্রুত টাইপিং করতে পারে।
আপনার মনে হয়তো এরকম প্রশ্ন এসেছে যে,এটা কি করে সম্ভব?
তো এতে অবাক হওয়ার কিছু নেই একে Touch Typing বলে।আপনিও যদি Touch Typing শিখতে পারেন তাহলে আপনিও কিবোর্ডে না তাকিয়ে যেকোনো কিছু টাইপিং করতে পারবেন।
তো এবার প্রশ্ন হলো Touch Typing আমরা কোথা থেকে শিখবো?
তো এর উত্তর হলো Touch TypingTyping শেখার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট আছে,
আর এসব ওয়েবসাইটের মধ্যে থেকে সবচেয়ে সেরা হলো Typing Club.
এই ওয়েবসাইটটি সেরা হওয়ার কারণ হলো এখানে একদম বেসিক লেভেল থেকে টাচ টাইপিং শেখানো হয়।
অর্থাৎ,যাদের এই বিষয়ে কোনো ধারণা নেই তারাও খুব সহজে Touch Typing শিখতে পারবে এবং নিজের টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন।
বর্তমানে অনেক ছাত্র রয়েছে,যাদের ভবিষ্যতে স্বপ্ন হলো যে তারা বিদিশে গিয়ে পড়াশোনা করবে এবং তারপর সেখানেই চাকরি করে সেটেল হয়ে যাবে।
আর এক্ষেত্রে এমন একজনার এডভাইস প্রয়োজন হয় যার এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে।
এক্ষেত্রে অনেকেই আমরা ফেসবুক বা ইউটিউবে গিয়ে খুজে কারো কাছ থেকে সাজেশন নেয়ার চেষ্টা করে।
কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে এসব কাজের
জন্য আলাদা একটা কমিউনিটি ই রয়েছে।যার নাম হচ্ছে The Student Room
এটি হচ্ছে একটি largest student community.
এই ওয়েবসাইটে গিয়ে একজন স্টুডেন্ট হিসেবে আপনার যা কিছু জানার প্রয়োজন সেসব কিছু আপনারা অতি সহজেই খুজে নিতে পারবেন এবং কারো সাথে কোনো বিষয়ে কথা বলার প্রয়োজন হলে সেটাও করতে পারবেন অতি সহজে।
তো আপনারা ওপরের ওয়েবসাইট গুলো আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাবহার করুন।
অনেকদিন পর ট্রিকবিডিতে পোস্ট করলাম।জানি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করতে পারিনি,কিন্তু তবুও বলবো ওয়েবসাইটগুলো অবশ্যই আপনাদের একদিন না একদিন কাজে আসবে।
তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।
আল্লাহ হাফেজ
7 thoughts on "বর্তমান সময়ের সেরা ৫ টি সিক্রেট ওয়েবসাইট,যা আপনাদের অবশ্যই কাজে লাগবে"