মোবাইল ছাড়া এখন চলেই না। যেখানে যাই মোবাইল তো থাকবেই। খুবই ব্যস্ত মানুষ যারা, তাদেরতো বাথরুমেও মোবাইল নিয়ে ঢুকতে হয়। তাড়াহুড়ো করতে গিয়েই বিপত্তি! সখের স্মার্টফোনটি হাত ফস্কে এক বালতি পানিতে। ব্যস, এক লহমায় মন ভেঙে চুরমার। এবার কী হবে! বর্ষাকালেও মোবাইলে পানি ঢুকে যায় আকছার। চিন্তা নেই। স্মার্টফোন জলে পড়ে গেলেও তা ঠিক থাকবে, মাত্র ৫ উপায়ে।
২. ফোনের ভিতরের সব কিছু, অর্থাত্ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলি একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনও ক্ষতি হবে না।
৩. জল মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। যাতে হেডফোন জ্যাক, চার্জিং পোর্টে একটুও জল জমে না থাকে। শুকনো কাপড়ে মুছে একটি টিস্যু পেপার দিয়ে আরেকবার মুছে নিন।
৫. চালের মধ্যে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে। স্মার্টফোন জলে পড়লে এই পাঁচটি উপায়ে সহজেই আপনার ফোন পুনরায় কাজ করা শুরু করে দেবে।