Site icon Trickbd.com

দেখে নিন প্রথম তৈরী এম পি থ্রি প্লেয়ারটি কেমন ছিলো !

Unnamed

প্রথম এমপি থ্রি প্লেয়ার

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সিহান
ইনফরমেশন সিস্টেমস ১৯৯৭ সালে প্রথম
এমপি থ্রি মিউজিক প্লেয়ার উদ্ভাবন
করে।

১৯৯৮ সালের শেষের দিকে
‘এমপিম্যান’ নামে এটিকে দক্ষিণ
কোরিয়ার বাজারে বিক্রি শুরু করে
তারা।

এর অভ্যন্তরীণ মেমোরি ছিল ৩২

মেগাবাইট। ছয়টি গান রাখা যেত
সেখানে।

তবে ৬৪ মেগাবাইটের অন্য
একটি মডেলও বাজারে এনেছিল তারা।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.
Exit mobile version