প্রথম এমপি থ্রি প্লেয়ার

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সিহান
ইনফরমেশন সিস্টেমস ১৯৯৭ সালে প্রথম
এমপি থ্রি মিউজিক প্লেয়ার উদ্ভাবন
করে।

১৯৯৮ সালের শেষের দিকে
‘এমপিম্যান’ নামে এটিকে দক্ষিণ
কোরিয়ার বাজারে বিক্রি শুরু করে
তারা।

এর অভ্যন্তরীণ মেমোরি ছিল ৩২

মেগাবাইট। ছয়টি গান রাখা যেত
সেখানে।

তবে ৬৪ মেগাবাইটের অন্য
একটি মডেলও বাজারে এনেছিল তারা।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply