ইন্টারনেটেরগতি কম?যাঁরা ধীরগতিরইন্টারনেটব্যবহার করছেন,
‘ইটওয়েভটেকনোলজি ’সাময়িকীতে এই গবেষণা-বিষয়কনিবন্ধ প্রকাশিত হয়েছে।
ইউসিএলেরগবেষকসিজার আর্কিলিংকবলেন, ‘আমরাসহজ অপটিক্যাল রিসিভারতৈরি করেছি ,
যাসাশ্রয়ী খরচেতৈরিকরা যায়এবং অপটিক্যাল সংকেত কার্যকরভারে ধরেরাখতে পারে।’
গবেষকসিজার আর্কিলিংকদাবি করেছেন ,গবেষকদল অপটিক্যাল রিসিভার বাঅপটিক্যাল সংকেত গ্রাহকযেহার্ডওয়্যারতৈরি করেছেন তাবর্তমান প্রযুক্তিরতুলনায় ইন্টারনেটনেটওয়ার্কের সক্ষমতা বাড়িয়ে দিতেপারে। এটা বাণিজ্যিকভাবেবাজারে এলে সেন্ট্রালক্যাবিনেট ও বাড়িতে কম খরচেএটিবসানো যাবে। বাণিজ্যিকভাবেবাজারে নিয়ে আসারআগে এরলেজার রশ্মিরস্থায়িত্ব নিয়েআরও পরীক্ষা চালাবেন গবেষকেরা।
THE LARGEST SCIENCE COMMUNITY AMRAITO.COM