ইন্টারনেটেরগতি কম?যাঁরা ধীরগতিরইন্টারনেটব্যবহার করছেন,

তাঁদেরজন্য সুখবর দিচ্ছেন যুক্তরাজ্যের গবেষকেরা।তাঁদের তৈরি নতুন একধরনের হার্ডওয়্যার ব্যবহারেধীরগতিরইন্টারনেটহয়ে যাবেদ্রুতগতিসম্পন্ন।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের(ইউসিএল)গবেষকেরা নতুন এই হার্ডওয়্যারতৈরিকরেছেন ,যা ব্র্যান্ডউইথ বাড়িয়ে দ্রুতগতির ইন্টারনেটসেবা দিতেপারে।
‘ইটওয়েভটেকনোলজি ’সাময়িকীতে এই গবেষণা-বিষয়কনিবন্ধ প্রকাশিত হয়েছে।
ইউসিএলেরগবেষকসিজার আর্কিলিংকবলেন, ‘আমরাসহজ অপটিক্যাল রিসিভারতৈরি করেছি ,
যাসাশ্রয়ী খরচেতৈরিকরা যায়এবং অপটিক্যাল সংকেত কার্যকরভারে ধরেরাখতে পারে।’
বর্তমানেতামার তারব্যবহার করেযে তথ্য স্থানান্তরকরা যায়,এতেসর্বোচ্চ ৩০০ মেগাবিটপারসেকেন্ড গতি পাওয়াযায়। নতুন এই হার্ডওয়্যার ব্যবহারে১০গিগাবিট পারসেকেন্ড গতিপাওয়া সম্ভব।
গবেষকসিজার আর্কিলিংকদাবি করেছেন ,গবেষকদল অপটিক্যাল রিসিভার বাঅপটিক্যাল সংকেত গ্রাহকযেহার্ডওয়্যারতৈরি করেছেন তাবর্তমান প্রযুক্তিরতুলনায় ইন্টারনেটনেটওয়ার্কের সক্ষমতা বাড়িয়ে দিতেপারে। এটা বাণিজ্যিকভাবেবাজারে এলে সেন্ট্রালক্যাবিনেট ও বাড়িতে কম খরচেএটিবসানো যাবে। বাণিজ্যিকভাবেবাজারে নিয়ে আসারআগে এরলেজার রশ্মিরস্থায়িত্ব নিয়েআরও পরীক্ষা চালাবেন গবেষকেরা।
THE LARGEST SCIENCE COMMUNITY AMRAITO.COM

4 thoughts on "নেটেরগতিখুব্বিকম আসছে সমাধান।"

  1. md mamuon Author says:
    samsung galaxy core prime root korbo kivabe…plz big brother ra help koren….
    1. proyas masum Contributor Post Creator says:
      See techtunes
  2. sanaullah Contributor says:
    পিপিলিকার পাখা গজাই মরিবার তরে, সজিব (Shabag) তুর পাখা গজাইছে ব্লক খাওয়ার তরে। সময় থাকতে ভাল হয়ে যা নইলে সব হারাইবি।

Leave a Reply