Site icon Trickbd.com

ইয়াহু কিনবে মাইক্রোসফট?

Unnamed

ধুঁকতে থাকা ইন্টারনেট প্রতিষ্ঠান
ইয়াহু কিনতে আগ্রহী সম্ভাব্য
বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা
করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে
মাইক্রোসফটের আর্থিকভাবে অংশ
নেওয়ার প্রসঙ্গে আলোচনাই এ
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। তবে, এ
আলোচনা একেবারেই প্রাথমিক
পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট এক
ব্যক্তির বরাতে জানিয়েছে রয়টার্স।
মাইক্রোসফট এবং ইয়াহু-এর মধ্যে সার্চ
ও বিজ্ঞাপনের বিষয়ে দীর্ঘমেয়াদী
চুক্তি রয়েছে বলে জানায় সংবাদ
সংস্থাটি।
ইয়াহু কিনতে আগ্রহী প্রাইভেট ইকুইটি
প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে মাইক্রোসফট-
এর সঙ্গে যোগাযোগ করেছে বলে ঐ

ব্যক্তি জানিয়েছেন। তবে, এ নিয়ে
মাইক্রোসফট কোনো মন্তব্য করতে
অস্বীকৃতি জানিয়েছে। এর আগে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড
তাদের প্রতিবেদনে সম্ভাব্য
বিনিয়োগকারীদের সঙ্গে
মাইক্রোসফট-এর বৈঠকের কথা উল্লেখ
করে।
গুগল ও ফেইসবুক-এর সঙ্গে অনলাইন
বিজ্ঞাপনদাতা আকর্ষণের লড়াইয়ে
ধুঁকতে থাকা এক সময়কার ইন্টারনেট
জায়ান্ট ইয়াহু, ফেব্রুয়ারিতে তাদের
সার্চ, মেইল ও নিউজ সাইটসহ মূল
ইন্টারনেট ব্যবসা বিক্রির জন্য ক্রেতা
খুঁজতে শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের
টেলিযোগাযোগ প্রতিষ্ঠান
ভ্যারাইজন-এর প্রধান অর্থবিষয়ক
কর্মকর্তা ফ্র্যান শ্যাম্মো ২০১৫ সালের
ডিসেম্বরে জানান, সবকিছু ঠিকঠাক
থাকলে তারা ইয়াহু কেনার বিষয়টি
বিবেচনায় নিতে পারেন।
২০০৮ সালে মাইক্রোসফট-এর তৎকালীন
সিইও স্টিভ বালমার সাড়ে চার
হাজার কোটি ডলারের বিনিময়ে
ইয়াহু কিনতে ব্যর্থ হবার প্রায় এক দশক পর
প্রতিষ্ঠানটি কেনার প্রক্রিয়ায় এটি
মাইক্রোসফট-এর দ্বিতীয় প্রচেষ্টা।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.
Exit mobile version