ধুঁকতে থাকা ইন্টারনেট প্রতিষ্ঠান
ইয়াহু কিনতে আগ্রহী সম্ভাব্য
বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা
করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে
মাইক্রোসফটের আর্থিকভাবে অংশ
নেওয়ার প্রসঙ্গে আলোচনাই এ
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল। তবে, এ
আলোচনা একেবারেই প্রাথমিক
পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট এক
ব্যক্তির বরাতে জানিয়েছে রয়টার্স।
মাইক্রোসফট এবং ইয়াহু-এর মধ্যে সার্চ
ও বিজ্ঞাপনের বিষয়ে দীর্ঘমেয়াদী
চুক্তি রয়েছে বলে জানায় সংবাদ
সংস্থাটি।
ইয়াহু কিনতে আগ্রহী প্রাইভেট ইকুইটি
প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে মাইক্রোসফট-
এর সঙ্গে যোগাযোগ করেছে বলে ঐ

ব্যক্তি জানিয়েছেন। তবে, এ নিয়ে
মাইক্রোসফট কোনো মন্তব্য করতে
অস্বীকৃতি জানিয়েছে। এর আগে
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড
তাদের প্রতিবেদনে সম্ভাব্য
বিনিয়োগকারীদের সঙ্গে
মাইক্রোসফট-এর বৈঠকের কথা উল্লেখ
করে।
গুগল ও ফেইসবুক-এর সঙ্গে অনলাইন
বিজ্ঞাপনদাতা আকর্ষণের লড়াইয়ে
ধুঁকতে থাকা এক সময়কার ইন্টারনেট
জায়ান্ট ইয়াহু, ফেব্রুয়ারিতে তাদের
সার্চ, মেইল ও নিউজ সাইটসহ মূল
ইন্টারনেট ব্যবসা বিক্রির জন্য ক্রেতা
খুঁজতে শুরু করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের
টেলিযোগাযোগ প্রতিষ্ঠান
ভ্যারাইজন-এর প্রধান অর্থবিষয়ক
কর্মকর্তা ফ্র্যান শ্যাম্মো ২০১৫ সালের
ডিসেম্বরে জানান, সবকিছু ঠিকঠাক
থাকলে তারা ইয়াহু কেনার বিষয়টি
বিবেচনায় নিতে পারেন।
২০০৮ সালে মাইক্রোসফট-এর তৎকালীন
সিইও স্টিভ বালমার সাড়ে চার
হাজার কোটি ডলারের বিনিময়ে
ইয়াহু কিনতে ব্যর্থ হবার প্রায় এক দশক পর
প্রতিষ্ঠানটি কেনার প্রক্রিয়ায় এটি
মাইক্রোসফট-এর দ্বিতীয় প্রচেষ্টা।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply