আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম
নিবন্ধন শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।আপনার যদি NID (আঙ্গুলের ছাপ সহ) না থাকে তাহলে শুধুমাত্র কাস্টমার কেয়ার সেন্টার থেকে আপনি নিচের যেকোন একটি বিকল্প ID দিয়ে সিম রি-ভেরিফিকেশন করতে!
পারেন
আর একটি বিষয় জানিয়ে রাখি, এই ক্ষেত্রে ৬ মাসের মধ্যে আপনার NID submit করে পুনরায় সিম টি রি-ভেরিফিকেশন করে নিতে হবে।
আপনি চাইলে আপনার আইনি অভিভাবকের (পিতা/মাতা) এর NID দিয়ে নিবন্ধন করতে পারবেন। এইখেত্রে অবশ্যয় যার NID use করবেন তার এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং তাকেই নিকটস্থ অপারেটরের অফিস বা বিক্রয় পয়েন্ট এ গিয়ে সিম এর নিবন্ধন করে নিতে হবে