আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম
নিবন্ধন শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।আপনার যদি NID (আঙ্গুলের ছাপ সহ) না থাকে তাহলে শুধুমাত্র কাস্টমার কেয়ার সেন্টার থেকে আপনি নিচের যেকোন একটি বিকল্প ID দিয়ে সিম রি-ভেরিফিকেশন করতে!
পারেন
আর একটি বিষয় জানিয়ে রাখি, এই ক্ষেত্রে ৬ মাসের মধ্যে আপনার NID submit করে পুনরায় সিম টি রি-ভেরিফিকেশন করে নিতে হবে।
আপনি চাইলে আপনার আইনি অভিভাবকের (পিতা/মাতা) এর NID দিয়ে নিবন্ধন করতে পারবেন। এইখেত্রে অবশ্যয় যার NID use করবেন তার এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং তাকেই নিকটস্থ অপারেটরের অফিস বা বিক্রয় পয়েন্ট এ গিয়ে সিম এর নিবন্ধন করে নিতে হবে
পোষ্ট করছি প্লিজ পোষ্ট Published করেন। একবার দেখে নেন তো
খবর টা কি।
নিউজ
পোষ্ট করছি প্লিজ পোষ্ট Published
করেন। একবার দেখে নেন তো
খবর টা কি।
admin rana vhai plz amar post gula review den…..plz tuner me… kotha dischi trickbd ke valo kisu upohar debo…