অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, ‘পরবর্তী
ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। তিনি সংবাদ মাধ্যম
সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
টিম বলেন, ‘আমরা পরবর্তী ফোনে অনন্য উদ্ভাবন
আনছি। এই ফোন এতই অত্যাধুনিক হবে যে পুরনো
আইফোন ব্যবহারকারীরা আগের ফোন বদলে
আইফোন ৭ নেবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোর মতে,
আপকামিং আইফোনে ব্যাটারি হবে শক্তিশালী।
অন্যদিকে আইফোন ৭ প্লাসে থাকবে ২৮১০
মিলিঅ্যাম্পায়ারের।
এই ফোনটির রিয়ারে থাকবে দুইটি ক্যামেরা লেন্স।
এর বাটন নতুন ভাবে ডিজাইন করা হবে। ফোনটি হবে
পানিনিরোধক। এতে দ্রুত গতির প্রসেসর ব্যবহার করা
হবে।