অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, ‘পরবর্তী

আইফোন ৭ হবে সর্বাধুনিক প্রযুক্তির। এই ফোনটি
ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। তিনি সংবাদ মাধ্যম
সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
টিম বলেন, ‘আমরা পরবর্তী ফোনে অনন্য উদ্ভাবন
আনছি। এই ফোন এতই অত্যাধুনিক হবে যে পুরনো
আইফোন ব্যবহারকারীরা আগের ফোন বদলে
আইফোন ৭ নেবে।

চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোর মতে,
আপকামিং আইফোনে ব্যাটারি হবে শক্তিশালী।

আইফোন ৭ এ থাকবে ১৭৩৫ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি।
অন্যদিকে আইফোন ৭ প্লাসে থাকবে ২৮১০
মিলিঅ্যাম্পায়ারের।

এই ফোনটির রিয়ারে থাকবে দুইটি ক্যামেরা লেন্স।
এর বাটন নতুন ভাবে ডিজাইন করা হবে। ফোনটি হবে
পানিনিরোধক। এতে দ্রুত গতির প্রসেসর ব্যবহার করা
হবে।

One thought on "আইফোন ৭ হবে সর্বাধুনিক প্রযুক্তির"

  1. zahidul islam Contributor says:
    ভাই Iphone6 এর কোন tips দেন

Leave a Reply