ইন্টারনেট ব্যবহারকারী গুগলের
পণ্য ব্যবহার করে। গুগলের যেসব
পণ্যের কমপক্ষে এক বিলিয়ন ( ১০০
কোটি) গ্রাহক রয়েছে সেরকম
ছয়টি পণ্য হলো –
.
.
.
অ্যান্ড্রয়েড : গুগলের মোবাইল
অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড -এর ১ .৪ বিলিয়ন
ব্যবহারকারী রয়েছে। এই
ব্যবহারকারীর সংখ্যা থেকেই
বোঝা যায় স্মার্টফোন
অপারেটিং সিস্টেম মার্কেট
নিয়ন্ত্রণ করছে গুগল। এর ১ . ৬
মিলিয়নের ওপর অ্যাপ রয়েছে।
নেক্সাস ব্র্যান্ডের অধীনে গুগল
নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন
বিক্রি করে।
.
.
ম্যাপস: গুগল ম্যাপ অনেকের জন্যই
একটি অনলাইন ম্যাপিং সমাধান।
গুগলের এই পণ্যটির ব্যবহারকারীর
সংখ্যা ১ বিলিয়নের ওপর। এটি
২০১৩ সালে পৃথিবীর সবচেয়ে
জনপ্রিয় অ্যাপ হিসেবে
নির্বাচিত হয়েছিল।
.
.
.
সার্চ: ইন্টারনেট সার্চের সমার্থক
শব্দ হলো গুগল। এটা পৃথিবীর বহুল
ব্যবহৃত ওয়েবসাইট। এটা প্রতিদিন ৩
বিলিয়নেরও ওপর অনুসন্ধান
প্রক্রিয়া সম্পন্ন করে।
.
.
.
ক্রোম: বিলিয়ন বিলিয়ন মানুষ
পৃথিবীতে যে পণ্যগুলো ব্যবহার
করে সেগুলোর মধ্যে গুগল ক্রোম
অন্যতম। এটা ডেস্কটপ এবং মোবাইল
দুটিতেই পাওয়া যায়।
.
.
.
গুগলের সর্বশেষ পণ্য যা এক বিলিয়ন
ব্যবহারকারীতে ঠেকেছে। এটা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য
অ্যাপ, গেম, সিনেমা , বই ইত্যাদি
সরবরাহ করে। প্লে- স্টোরে এক
মিলিয়নের ওপর অ্যাপ রয়েছে।
ইউটিউব: ইউটিউব ২০১৩ সালের
মার্চে এক বিলিয়ন ব্যবহারকারী
অতিক্রম করে। প্রতিদিন অগণিত
মানুষ এতে অগাধ সময় ব্যয় করে।
ইউটিউব দর্শকদের ৫০ শতাংশ আসে
মোবাইল ডিভাইস থেকে।