প্রতিদিন বিলিয়ন বিলিয়ন
ইন্টারনেট ব্যবহারকারী গুগলের
পণ্য ব্যবহার করে। গুগলের যেসব
পণ্যের কমপক্ষে এক বিলিয়ন ( ১০০
কোটি) গ্রাহক রয়েছে সেরকম
ছয়টি পণ্য হলো –
.
.
.
অ্যান্ড্রয়েড : গুগলের মোবাইল
অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড -এর ১ .৪ বিলিয়ন
ব্যবহারকারী রয়েছে। এই
ব্যবহারকারীর সংখ্যা থেকেই
বোঝা যায় স্মার্টফোন
অপারেটিং সিস্টেম মার্কেট
নিয়ন্ত্রণ করছে গুগল। এর ১ . ৬
মিলিয়নের ওপর অ্যাপ রয়েছে।
নেক্সাস ব্র্যান্ডের অধীনে গুগল
নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন
বিক্রি করে।
.
.
.
ম্যাপস: গুগল ম্যাপ অনেকের জন্যই
একটি অনলাইন ম্যাপিং সমাধান।
গুগলের এই পণ্যটির ব্যবহারকারীর
সংখ্যা ১ বিলিয়নের ওপর। এটি
২০১৩ সালে পৃথিবীর সবচেয়ে
জনপ্রিয় অ্যাপ হিসেবে
নির্বাচিত হয়েছিল।
.
.
.
সার্চ: ইন্টারনেট সার্চের সমার্থক
শব্দ হলো গুগল। এটা পৃথিবীর বহুল
ব্যবহৃত ওয়েবসাইট। এটা প্রতিদিন ৩
বিলিয়নেরও ওপর অনুসন্ধান
প্রক্রিয়া সম্পন্ন করে।
.
.
.
ক্রোম: বিলিয়ন বিলিয়ন মানুষ
পৃথিবীতে যে পণ্যগুলো ব্যবহার
করে সেগুলোর মধ্যে গুগল ক্রোম
অন্যতম। এটা ডেস্কটপ এবং মোবাইল
দুটিতেই পাওয়া যায়।
.
.
.
প্লে- স্টোর: প্লে- স্টোর হলো
গুগলের সর্বশেষ পণ্য যা এক বিলিয়ন
ব্যবহারকারীতে ঠেকেছে। এটা
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য
অ্যাপ, গেম, সিনেমা , বই ইত্যাদি
সরবরাহ করে। প্লে- স্টোরে এক
মিলিয়নের ওপর অ্যাপ রয়েছে।
ইউটিউব: ইউটিউব ২০১৩ সালের
মার্চে এক বিলিয়ন ব্যবহারকারী
অতিক্রম করে। প্রতিদিন অগণিত
মানুষ এতে অগাধ সময় ব্যয় করে।
ইউটিউব দর্শকদের ৫০ শতাংশ আসে
মোবাইল ডিভাইস থেকে।

জিপি ফ্রী মেগাবাইট এর অফার জানতে
এখানে ক্লিক করুন

2 thoughts on "সারা বিশ্বের ১০০ কোটি মানুষ গুগলের যে ছয়টি সেবা ব্যবহার করে থাকেন"

  1. Asif Mahmood Contributor says:
    রানা, ভাই আমাকে দয়া করে টিউনার বানান। আমার টিউনগুলো পড়ে দেখুন? যদি মানসস্মত না মনে হয় তাহলে টিউনার বানাবেননা। দয়া করুন।
    1. Shoishob Jr Contributor says:
      Ami rumake tuner banate parbo

Leave a Reply