Site icon Trickbd.com

4G আনছে গ্রামীণফোন! 3G’র অভিজ্ঞতা কি?

Unnamed

‘মোবাইলফোন ইন্টারনেটে চতুর্থ
প্রজন্মের (4G) সেবা দিতে
গ্রামীণফোন প্রস্তুত।’ বেশ ফলাও করে
এমন একটি ঘোষণা প্রচার করছে
প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব
শেঠির একটি সাক্ষাৎকারও
সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত
হচ্ছে।

তাতে বলা হচ্ছে, বাংলাদেশের
প্রায় সব স্থানে তৃতীয় প্রজন্মের (3G)
সেবা পৌঁছে দেওয়ার পর এবার 4G’র
উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।
সত্যিই কি তাই?
খোদ রাজধানীতেই কোথাও
কোথাও কখনও-কখনও 3G’র দেখা
মেলে না। যখন তখন মোবাইলফোন
স্ক্রিনে দেখা যাবে EDGE কিংবা
GPRS এর সংকেত। ফ্লাইওভারগুলোর
উপর দিয়ে চলার সময় ইন্টারনেট
কানেক্টিভিটি এমনকি ফোন
কানেকশন কেটে যায়
অবধারিতভাবে। হাইওয়েতে চলতে
গেলে গ্রামীণফোনের থ্রিজি হয়ে
ওঠে সোনার হরিন!
গ্রামীণফোনের 3G সেবা নিয়ে
আপনার অভিজ্ঞতা কি? কমেন্ট করে জানান !

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন