‘মোবাইলফোন ইন্টারনেটে চতুর্থ
প্রজন্মের (4G) সেবা দিতে
গ্রামীণফোন প্রস্তুত।’ বেশ ফলাও করে
এমন একটি ঘোষণা প্রচার করছে
প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান
নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব
শেঠির একটি সাক্ষাৎকারও
সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত
হচ্ছে।
প্রায় সব স্থানে তৃতীয় প্রজন্মের (3G)
সেবা পৌঁছে দেওয়ার পর এবার 4G’র
উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন।
সত্যিই কি তাই?
খোদ রাজধানীতেই কোথাও
কোথাও কখনও-কখনও 3G’র দেখা
মেলে না। যখন তখন মোবাইলফোন
স্ক্রিনে দেখা যাবে EDGE কিংবা
GPRS এর সংকেত। ফ্লাইওভারগুলোর
উপর দিয়ে চলার সময় ইন্টারনেট
কানেক্টিভিটি এমনকি ফোন
কানেকশন কেটে যায়
অবধারিতভাবে। হাইওয়েতে চলতে
গেলে গ্রামীণফোনের থ্রিজি হয়ে
গ্রামীণফোনের 3G সেবা নিয়ে
আপনার অভিজ্ঞতা কি? কমেন্ট করে জানান !
Age 3G netwark er pawer din tarpor 4G dien :/
আমি ১০০% সত্যি কথা বলতেছি আমার এই ট্রিকটা কাজ করবে। আপনারা কোন সমস্যা ছাড়াই দিন রাত ফ্রিতে Tv দেখতে পারবেন
বাংলাদেশের অন্যান্য মোবাইল অপারেটরের চাইতে গ্রামীনফোন একধাপ এগিয়ে!
facebook.com/Pagla420.bd
ki korbo??? kuno upay ki ache????
অনুরোধ করছি। আমি নিজেই পোস্ট করছি
যদি ভালো লাগে আমাকে টিউনার করুন।
ভবিষ্যতে আরও ভালো পোস্ট করব। প্লিজ
এডমিন।।।
অনুরোধ করছি। আমি নিজেই পোস্ট করছি
যদি ভালো লাগে আমাকে টিউনার করুন।
ভবিষ্যতে আরও ভালো পোস্ট করব। প্লিজ
এডমিন।।।