সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।তবে হ্যা আমার টিউন গুলি না বুঝতে পারলে যে কঠিন এটা বরাবর ই বলি আর কিছু আবুলের বাচ্চা আছে না বুঝেই পোস্টে রিপোর্ট মারে আর আমাদের রানা ভাই ও তাই সুনে শুধু নটিস মারে তাই ট্রিকবিডির এই পরিস্থিরির জন্যেই ট্রিকবিডিতে পোস্ট করা ছাইড়া দিছি কিন্তু আজকে মন চাইলো তাই করলাম আর ট্রিকবিডির টিউনার দের যা অবস্থা হইছে সে তো আর বলার অবকাশ নাই
আজ আপনাদের জন্য তৈরী করে দেখাব, কিভাবে ব্লেডের সাহায্যে ভিনেগারে মানে নন-কনসেনট্রেড সালফিউরিক এসিডে পানি দিয়ে বানাবেন একটি পাওয়ারফুল মোবাইল চার্জার।যেটা কারেন্ট না থাকলে আপনার কাজে লাগতে পারেতো চলুন কাজে লেগে পড়ি কি বিশ্বাস হচ্ছে না??? এই টিউনটি দেখুন। আশা করি আপনারা যারা প্রযুক্তিপ্রেমি তাদের ব্যাস্ত জীবনে একটু হলেও কাজে দিবে এই ট্রিক্সটি।
আসুন শুরু করা যাক।।।
যা যা লাগবে:
1.ব্লেড
2.ম্যাচের কাঠি/ কাঠের স্টিক
3.OTG/USB ক্যাবল
4.ভিনেগার মামে নন-কনসেনট্রেড সালফিউরিক এসিড।
শুরুতে OTG/USB ক্যাবল কেটে নিতে হবে এবং শুধু লাল ও কালো তার রেখে বাকি তারগুলো কেটে ফেলতে হবে।
নিচের ছবির মত-
তৈরী হয়ে গেল ছোট্ট অসাধারন একটি পাওয়ারফুল মোবাইল চার্জার। সহজ ব্যাপার ওকে..
আর এর পরেও যদি না বুঝতে পারেন তো ভিডিওটি দেখলে আরোও ভালোভাবে বুঝতে পারবেন।তবে এখানে ভাইবেন্না যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি ভিউ পাবার জন্য এটা অন্য লোকের চ্যানেল জাস্ট আপনাদের বুঝার সুবিধার জন্য দিলাম আপনাদের কিচ্ছু করা লাগবেনা সুধু আমার লেখা না বুঝতে পারলে ভিডিওটা দেইখেন জাস্ট এটাইভিডিওটি দেখতে- এখানে ক্লিক করুন
প্রযুক্তিগত আরো নতুন নতুন টিউন পেতে ভিসিট করুন→BDMoU.xyZ এই সাইট টি
সবাই ভালো থাকবেন আর আমার জন্য দুয়া করবেন।।