আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। অনেক দিন পর টিউন করতে আসলাম …।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি।তবে হ্যা আমার টিউন গুলি না বুঝতে পারলে যে কঠিন এটা বরাবর ই বলি আর কিছু আবুলের বাচ্চা আছে না বুঝেই পোস্টে রিপোর্ট মারে আর আমাদের রানা ভাই ও তাই সুনে শুধু নটিস মারে তাই ট্রিকবিডির এই পরিস্থিরির জন্যেই ট্রিকবিডিতে পোস্ট করা ছাইড়া দিছি কিন্তু আজকে মন চাইলো তাই করলাম আর ট্রিকবিডির টিউনার দের যা অবস্থা হইছে সে তো আর বলার অবকাশ নাই

আজ আপনাদের জন্য তৈরী করে দেখাব, কিভাবে ব্লেডের সাহায্যে ভিনেগারে মানে নন-কনসেনট্রেড সালফিউরিক এসিডে পানি দিয়ে বানাবেন একটি পাওয়ারফুল মোবাইল চার্জার।যেটা কারেন্ট না থাকলে আপনার কাজে লাগতে পারে

তো চলুন কাজে লেগে পড়ি কি বিশ্বাস হচ্ছে না??? এই টিউনটি দেখুন। আশা করি আপনারা যারা প্রযুক্তিপ্রেমি তাদের ব্যাস্ত জীবনে একটু হলেও কাজে দিবে এই ট্রিক্সটি।

আসুন শুরু করা যাক।।।

যা যা লাগবে:

1.ব্লেড

2.ম্যাচের কাঠি/ কাঠের স্টিক
3.OTG/USB ক্যাবল

4.ভিনেগার মামে নন-কনসেনট্রেড সালফিউরিক এসিড।

শুরুতে OTG/USB ক্যাবল কেটে নিতে হবে এবং শুধু লাল ও কালো তার রেখে বাকি তারগুলো কেটে ফেলতে হবে।
নিচের ছবির মত-

তারপর তারের সংযোগকৃত ব্লেডে ম্যাচের কাঠি/কাঠের স্টিক নিচের মত লাগাতে হবে- আশা করি লাগিয়েছেন, এবার এটি ভিনেগার বা নন-কনসেনট্রেড সালফিউরিক এসিডে ডুবাতে হবে।নিচের ছবির মত-

তৈরী হয়ে গেল ছোট্ট অসাধারন একটি পাওয়ারফুল মোবাইল চার্জার। সহজ ব্যাপার ওকে..

আর এর পরেও যদি না বুঝতে পারেন তো ভিডিওটি দেখলে আরোও ভালোভাবে বুঝতে পারবেন।তবে এখানে ভাইবেন্না যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি ভিউ পাবার জন্য এটা অন্য লোকের চ্যানেল জাস্ট আপনাদের বুঝার সুবিধার জন্য দিলাম আপনাদের কিচ্ছু করা লাগবেনা সুধু আমার লেখা না বুঝতে পারলে ভিডিওটা দেইখেন জাস্ট এটাই

ভিডিওটি দেখতে- এখানে ক্লিক করুন

প্রযুক্তিগত আরো নতুন নতুন টিউন পেতে ভিসিট করুনBDMoU.xyZ এই সাইট টি

সবাই ভালো থাকবেন আর আমার জন্য দুয়া করবেন।।

আর হ্যা ভাই আমি রিকোয়েস্ট করে বলি কেউ না বুঝলে কম্মেন্ট এ জানাবেন কিন্তু কোন খারাপ মন্তব্য করিবেন্না আর যদি এই টিউন যেনে থাকেন তো প্লিজ এডিয়ে যান যারা জানে না তাদের জানার সুজোগ দিন

41 thoughts on "আজ আপনাদের জন্য তৈরী করে দেখাব, কিভাবে ব্লেডের সাহায্যে ভিনেগারে মানে নন-কনসেনট্রেড সালফিউরিক এসিডে পানি দিয়ে বানাবেন একটি পাওয়ারফুল মোবাইল চার্জার.By BDMoU"

  1. Haydar khan Contributor says:
    অসাধারণ পোষ্ট 🙂
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. Firoj Contributor says:
    nice.vai
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Md Shohug Contributor says:
    নন-কনসেনট্রেড সালফিউরিক এসিড কি? আর এই এসিড পাবো কোথায়
  4. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
    নন-কনসেনট্রেড সালফিউরিক এসিড হচ্ছে একটি ক্ষার জাতিয় এসিড যেটা ভিনেগার নামে পরিচিত এটা আপনার বাজারে সারের দোকানেই পাওওয়া যাবে আসা করি বুঝেছেন
    1. Md Shohug Contributor says:
      ভাই কতো টুকু কিনবো? আর দাম কত?
  5. BigoWap.Com Author says:
    onek agei youtube e dekhcilam
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      হ্যা তুমিতো অনেক আগেই জানবা তুমিতো সবি জানো আর যারা জানে তাদের কে বলেই দিলাম যে এটার থেকে দূরে থাকো কিন্তু এটা আবার বইলোনা যে এই পোস্ট তুমি আগেই করছিলা কিন্তু পাবলিশ হয়নাই খবরদার ভাই আসলে সবাই ই সব জানে কিন্তু আমি চাই সবাই জানুক আমি একা ক্যানো জানবো
    2. BigoWap.Com Author says:
      vaiya rege jasccen kn.

      ami amni bollam,

    3. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ভাইরে রাগ করিনাই আসলে এটা অনেকেই জানে কিন্তু ট্রিকবিডিতে নাই তাই আমি করে সবাইকে জানালাম এই আর কি রাগ কইরেন্না
  6. Anind0 Contributor says:
    bazar e vinegar jodi pai tahole try kore dekbo
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ভাই বড় কোন সারের দোকানে আবার কম্পিউটার সার্ভিসিং এর দোকানেও পেতে পারেন
  7. AnowarZ Contributor says:
    vineger ki porima. dibo?
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ভাই প্রথমে ১ চা চামচ পরিমান দিবেন
  8. Md Shohug Contributor says:
    এই পদ্ধতিতে কি লাইট জানানো যাবে?
    1. MARUF PARVEJ Contributor says:
      hmm jabe
  9. Imranpabna Contributor says:
    পোস্ট করার আগে নিজে ট্রাই করে তারপর পোস্ট কইরেন…. ফোন টারে বারোটা বাজানোর আগে ভেবে চিনতে কইরেন
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      Imranpabna ভাই ফোনটায় চার্য যদি না ই হবে তাইলে ছবি টা কি আপনি তুইলা দিছেন আমারে আর আমি ট্রাই না কইরা কিছুই পোস্ট করিনা কখনো এটা ট্রিকবিডির সবাই জানে আসা করি বুঝেছেন
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  10. আচ্ছা ভাই ১চামচ ভিনেগার দিলে বাকি টুকু কি দেব পানি। অর্থাৎ ১ মগ পানিতে ১ চামচ ভিনেগার। তাইতো
  11. Anikbiswas1 Contributor says:
    এটা কী মাংসে যে ভিনেগার দেই ও ভিনেগার?
  12. Rashed556 Contributor says:
    ভাই আপনি কি শিউর এটা কাজ করবে ।
  13. kamru zzaman Subscriber says:
    CH3COOH এই ভিনেগার লাগবে **ঁ
  14. Md Sajid Subscriber says:
    কতক্ষণ চার্জ দেওয়া যাবে
  15. 111111 Contributor says:
    battery এর পানি নাকি?
  16. DH SAJIB Author says:
    bro ete phonet battary khotigrosto hoi…

    Don’t try it

  17. kamru zzaman Subscriber says:
    .Xapk file kivabe install kora lagge keo ki bolben plz !!
    1. Az✅ Author says:
      pothomo file ta extract koro then okne je apk ta pabe install.deo then otar vitor je data folder pabe otar file ta android/ data te paste.kore deo
    2. kamru zzaman Subscriber says:
      Thanks bro
  18. @ishan Subscriber says:
    custom rom/stock rom কোনটা দিলে ফোনের ক্ষতি হয় বা ফোন dead হওয়ার সমভাবনা আছে??
  19. Sk Sumon Khan Contributor says:
    Ok try kore dekhbo .. Eai vinegharer kaj ki
  20. sparkingRobin Contributor says:
    vaii apnar video dekhe hubuhu try disi
    .kaj hoi ni..Apni kii oyta fuel paper use kren video te
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      হাজার হাজার মানুষে বলে কাজ হইতাছে আর আপনি বললেন কাজ হয়না এটা কিভাবে মানা জায় বলেন যদি চেস্টা করেন তবে একটু ভালো ভাবে করেন কারন আমিও তো বানাইলাম আর পিক গুলিও কিন্তু হাতে তুলা
  21. PipulBD Contributor says:
    bro ami jodi beled duti bettarir modho dei tahole kaj hobe
    1. Mehadi Hasan Mehadi Author Post Creator says:
      ব্যাটারির মধ্যে ক্যান দিবেন তাইলে আর এই সব মেডিসিন ক্যানো লাগাবেন বলেন
    2. PipulBD Contributor says:
      amar j solar pure gece ekhon amar 12 volt er battery e te mobail charge dite partaci na…..

      ta bro ami jodi……12 volt bettary er acid er modho dei tahole charge hobe

  22. Naeem42 Contributor says:
    by apnar num ta den

Leave a Reply