Site icon Trickbd.com

[New] নিজেই তৈরি করুন Apple ID খুব সহজে। একদম ফ্রিতে ।

Unnamed

Apple ID তৈরির জন্য প্রথমেই Chrome, Safari বা ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে নিচের লিংকে যান।

Create New Apple ID from here.

এবার প্রথম ঘরে আপনার First Name ২য় ঘরে Last Name দিন।

৩য় ঘর থেকে আপনার দেশ সিলেক্ট করুন আর ৪র্থ ঘরে জন্মতারিখ দিন।

৫ম নাম্বার ঘরে আপনার ই – মেইল (Gmail) আড্রেস টি দিন।

তার পর Password এর ঘরে ৮ সংখ্যা বার তার বেশি সংখ্যার একটি পাসওয়ার্ড দিন।

নিচের ঘরে পুনরাই একই পাসওয়ার্ড দিন ।

এবার নিচ থেকে ৩ টা Security Questions এ ক্লিক করে উত্তর দিন।

পরবর্তী সময়ে আকাউন্ট রিকভার করার ক্ষেত্রে এই উত্তর গুলো প্রয়োজন হবে।

এবার একদম নিচ থেকে ক্যাপচায় দেখানো সংখ্যা ঠিক ঠাক টাইপ করে Continue এ ক্লিক করুন।

এবার দেখুন নিচের মতো একটা পেজ আসবে। এখন আপনার ই মেইলে গিয়ে দেখুন সেখানে একটা কোড গেছে এবার সেই কোড টি এখানে বসিয়ে Next এ ক্লিক করুন।

এবার নিচের দেখানো পেজ এর মতো পেইজ আসলে বুঝবেন আপনার Apple ID হয়ে গেছে।

এবার এখন Account থেকে পাসওয়ার্ড মেইল এসব পরিবর্তন করতে পারবেন।
Security থেকে 2 Step Verification ওন ও অন্যান্য নিরাপত্তার কাজ করতে পারবেন।
Payment থেকে ক্রেডিট কার্ড আড করতে পারবেন।

পরবর্তীতে এসব নিয়ে আরেকটা পোস্ট করা হবে।। ততোদিন সবাই Trickbd এর সাথেই থাকুন ভাল থাকুন।।

.

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

যেকোনো সমস্যায় ফেসবুকে মেসেজ করতে পারেন।