Apple ID তৈরির জন্য প্রথমেই Chrome, Safari বা ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে নিচের লিংকে যান।

Create New Apple ID from here.

এবার প্রথম ঘরে আপনার First Name ২য় ঘরে Last Name দিন।

৩য় ঘর থেকে আপনার দেশ সিলেক্ট করুন আর ৪র্থ ঘরে জন্মতারিখ দিন।

৫ম নাম্বার ঘরে আপনার ই – মেইল (Gmail) আড্রেস টি দিন।

তার পর Password এর ঘরে ৮ সংখ্যা বার তার বেশি সংখ্যার একটি পাসওয়ার্ড দিন।

নিচের ঘরে পুনরাই একই পাসওয়ার্ড দিন ।

এবার নিচ থেকে ৩ টা Security Questions এ ক্লিক করে উত্তর দিন।

পরবর্তী সময়ে আকাউন্ট রিকভার করার ক্ষেত্রে এই উত্তর গুলো প্রয়োজন হবে।

এবার একদম নিচ থেকে ক্যাপচায় দেখানো সংখ্যা ঠিক ঠাক টাইপ করে Continue এ ক্লিক করুন।

এবার দেখুন নিচের মতো একটা পেজ আসবে। এখন আপনার ই মেইলে গিয়ে দেখুন সেখানে একটা কোড গেছে এবার সেই কোড টি এখানে বসিয়ে Next এ ক্লিক করুন।

এবার নিচের দেখানো পেজ এর মতো পেইজ আসলে বুঝবেন আপনার Apple ID হয়ে গেছে।

এবার এখন Account থেকে পাসওয়ার্ড মেইল এসব পরিবর্তন করতে পারবেন।
Security থেকে 2 Step Verification ওন ও অন্যান্য নিরাপত্তার কাজ করতে পারবেন।
Payment থেকে ক্রেডিট কার্ড আড করতে পারবেন।

পরবর্তীতে এসব নিয়ে আরেকটা পোস্ট করা হবে।। ততোদিন সবাই Trickbd এর সাথেই থাকুন ভাল থাকুন।।

.

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

যেকোনো সমস্যায় ফেসবুকে মেসেজ করতে পারেন।

26 thoughts on "[New] নিজেই তৈরি করুন Apple ID খুব সহজে। একদম ফ্রিতে ।"

  1. Rongbazz Akash Contributor says:
    Tnx..But Apne Akta Acouend খুলে দিতে পারবেন
    1. Abdus Salam Author Post Creator says:
      নিজেই পারবেন। চেষ্টা করুন।
  2. sk shipon Author says:
    এটা কি কাজে ব্যবহার করব? খুলে লাভ কি?
    1. K.M. Jalal Hossen Contributor says:
      ata iphone ar jonno. jemon amader playstore
    2. Abdus Salam Author Post Creator says:
      Apple er app store, I cloud o other service apple id sara use korte parben na.
  3. এই ভাবে তো হয়, কিন্তু আপনি কি কোন আইফোনে কানেক্ট করে দেখেছেন?? কানেক্ট করে তার একটা একটা স্ক্রিনশট এড করে দিয়েন পোস্ট এর শেষে।
    1. Abdus Salam Author Post Creator says:
      ??
    2. কই কোনও স্ক্রিনশট তো নেই। আপনার খুলা একাউন্টটা আইফোন বা আইটিউন্স (লেপটপ) অ্যাপ এ কানেক্ট করে তার একটা স্ক্রিনশট দিন।
  4. md mishu Contributor says:
    vaia Droid vpn ar 1ta free net post dan please please vaia
    1. Abdus Salam Author Post Creator says:
      w/c
    2. koushik Contributor says:
      apni ki bogra ta thaken?
  5. Sadekul Contributor says:
    এটা দিয়ে কি iPhone এর ক্লাউড লক খোলা যাবে?
    1. Abdus Salam Author Post Creator says:
      hmm
    2. Yeasin Author says:
      Hasalen abdus salam vhai ekta icloud er account kholben free te????impossible….. R icloud er id je keo kholte pare na….apple id e ekta r icloud er id e ekta
    3. Abdus Salam Author Post Creator says:
      cloud a age teke eta add kore rakle eta diye khola jabe.
  6. Sadekul Contributor says:
    তার মানে হারিয়ে যাওয়া আইফোনের ক্লাউড লক ও মানুষ খুলতে পারবে?
    1. Abdus Salam Author Post Creator says:
      না ভাই সেটা পারবে না।
  7. Sk Sumon Khan Contributor says:
    Id খুল্লে 2 থেকে 3 দিনের মধ্যে নষ্ট হয়ে যায় কেন
    1. Abdus Salam Author Post Creator says:
      আমার তো নষ্ট হয় নাই।
  8. jhonny D_Junior? Contributor says:
    haha…lol not working bro
  9. jhonny D_Junior? Contributor says:
    moja onek nisos ae bar thamo location problem bujsos connected hoiy na
  10. jhonny D_Junior? Contributor says:
    ae toe easy na jemay tumi bolsos
    amar nijyer ta bahi a khula disay China thakey bujsos
    1. Abdus Salam Author Post Creator says:
      ???

Leave a Reply