Be a Trainer! Share your knowledge.
Home » Technology Updates » এবার থেকে কেউ আপনাকে ইংরেজী কথা বলতে আটকাতে পারবে না, জীবনের একটি ভালো উদ্যোগেই গড়ে তুলতে পারে আগামী দিনের ভবিষ্যৎ । লার্নিং এন্ড আর্নিং দুনিয়ায় কেউ পিছিয়ে থাকবে না ।

এবার থেকে কেউ আপনাকে ইংরেজী কথা বলতে আটকাতে পারবে না, জীবনের একটি ভালো উদ্যোগেই গড়ে তুলতে পারে আগামী দিনের ভবিষ্যৎ । লার্নিং এন্ড আর্নিং দুনিয়ায় কেউ পিছিয়ে থাকবে না ।

সবাইকে আমার পোষ্টে স্বাগতম জানিয়ে আমার লেখা শুরু করছি

আশা করি সবাই সবার মতো ভালো আছি ।
আজকে একটু ভিন্ন ধরনের পোষ্ট নিয়ে এসেছি আশা করি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন ।
মূলত পোষ্টটি ছাত্রদের এবং অন্যদেরও অনেক অনুপ্রাণিত করবে এই আশা নিয়ে আজকে আমার পোষ্ট করা ।
আসলে আমাদের জীবনে একটি ভালো উদ্দোগেই বয়ে আনতে পারে ভবিষ্যতের চাবিকাটি ।
যেমন : 10 মিনিট স্কুল এর প্রতিষ্ঠার নাম হয়তো অনেকে শুনে থাকবেন । তার একটি উদ্যোগেই তাকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছে । আমাদের না পারার কারণটি মূলত বই পড়ায় অনিহা এবং সারা দিন রাত যদি অনলাইনে থাকি তাহলেই ভালো ।

A. P. J. Abdul Kalam (15 October 1931 – 27 July 2015), was the 11th President of India from 2002 to 2007. তিনি বলেছেন:
Knowledge equal to. “creativity righteousness and courage” অর্থাৎ ঙ্গান সমান সৃজনশীলতা ন্যায় ও সাহস ।
তাহলে আমরা কেন নয় । ঙ্গান কি শুধু বইয়ের মধ্যেই?

মূলত আমি বেশি কিছু বলছি না ।

আমি, আমরাও চাইলে এরকম ভালো একটা উদ্দোগ নিতে পারি ।
তাই নয় কি?
যেহেতু ঙ্গান সমান

সৃজনশীলতা ন্যায় ও সাহস


আমরাও কি পারি না সৃজনশীলতা ন্যায় ও সাহসী হতে?
হ্যা আমরাও পারব । পারব পারব পারব , অবশ্যই পারব ।
এই গ্লোবাল দুনিয়াটাই যেন একটা পরিবারের অংশ হয়ে গেছে ।
আমরাও একটা উদ্দোগ, ছোট্ট উদ্যোগ নিলে কেমন হয়?
আসলে, আমাদের সৃজনশীলতা আছে, ন্যায়ও আছে কিন্তু মনে হয় সাহস নাই ।

মনে করেন তো আপনাকে যদি ডোনাল্ট ট্রাম হেলিকাপ্টার করে নিতে আসে আপনার বাড়িতে, অথবা মনে করেন ফেসবুক বা গুগলকে আপনি হ্যাক করে ফেলেছেন এখন fb admin মার্ক জাকারবার্গ ও google admin সেগ্রেই বিন আপনার বাড়িতে হেলিকাপ্টার করে তাদের এডমিন প্যানেল ফেরত পাওয়ার জন্য আপনাকে অনুরোধ করতে আসলো । ভাবতেই মজা লাগে । তাই না ।
আসলে তা সম্ভব না ।
সবাই ছোট্ট 0 থেকে পয়সা, 4 আনা, 8 আনা, 12 আনা, এক টাকা, 100 টাকা, 1 লাখ, কোটি পতি হয়েছে যা একদিনে সম্ভব হয় নি ।
আচ্ছা যাই হোক ।
বেশির ভাগই এই সাহস নামক শব্দটি আসে ঠুনকো কিছু ভাষা থেকে । আর আমরা বেশির ভাগই ইংরেজীতে দূর্বল, তাই নয় কি?
প্রতি বছরই PSC,JSC,SSC,HSC সবাই যেন দিশে হারা হয়ে গেছে এই ইংরেজি নামক জন্তু থেকে ।
দেশের মন্ত্রীর মাথা ঠিক নাই পরীক্ষার রেজাল্ট দেখে, অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস-টাস তো আছেই ।

আসলে আমাদের নিজেদের পরিকল্পনা নিজেদেরকেই নিতে হবে তার কোন বিকল্প নাই । নাই নাই নাই রে ভাই ।


So friends,
অনেক বকবক করলাম ।
মূল বিষয়ে আসি ।

আমরা একটা English Spoken Groups করার চেষ্টা করব, যেখানে আমরা সবাই একে অপরের বন্ধু

সাহসীরা ????
আসুন ।

App name: Hello Talk Learn



আসলে এপসটিতে সবাই আমরা একে অপরের ইংরেজী পার্টনার


2017 সালের best app এর মধ্যে এটি একটি ।

App download link: install playstore here

তারপর install করে একাউন্ট করে শুরু করে দিন আপনার ইংরেজী পার্টনার এর সাথে chat, audio call, video call etc.

আসলে, এখানে অনেক মানুষ পাবেন partner হিসেবে কিন্তু সবাই আপনার মতো নয় ।
তাই ইচ্ছে হলে গ্রুপ করে এই ইংরেজী নামক জন্তুটির ঝালাই করানো সম্ভব ।

Group মিলে ইংরেজি partner এর সাথে গ্রুপ কল, chat এ অংশগ্রহন করার জন্য অবশ্যই আমাকে সার্চ করে এড করে নিবেন ।
আমার id: nikhilroy2

আর বন্ধুরা, বিশেষ সতর্ক হলো এখানে ইংরেজি ছাড়া বাংলায় কথা বলা নিষেধ । যদিও আমরা বাংলাদেশী, আমরা আমাদের দেশকে ও ভাষাকে খুবই ভালোবাসী । আমরা শুধু এই ইংরেজী নামক জন্তুটি ঝালাই অর্থ্যাৎ spoken করার জন্যই এই সতর্কতা রাখব ।
যারা আমার সাথে একমত, দয়া করে আমাকে আপনার id তে add করবেন যেন সবাই একে অপরের সহযোগিতাই এই ইংরেজি ভাষাই পরিপূর্ণতা অর্জন করতে পারি ।

ধন্যবাদ সবাইকে আর আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না ।
ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

6 years ago (Jan 05, 2018)

About Author (64)

Nikhil Roy
author

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাচিবারে চাই

Trickbd Official Telegram

11 responses to “এবার থেকে কেউ আপনাকে ইংরেজী কথা বলতে আটকাতে পারবে না, জীবনের একটি ভালো উদ্যোগেই গড়ে তুলতে পারে আগামী দিনের ভবিষ্যৎ । লার্নিং এন্ড আর্নিং দুনিয়ায় কেউ পিছিয়ে থাকবে না ।”

  1. Selfless Boy Contributor says:

    Akhane odikangso lok muslim ota na bolai better

  2. Ferdous Ahmed Author says:

    ধুর এটা কোন অ্যাপ হলো।আমি যদি ইংরেজিই না জানি ইংরেজিতে কথা বলবো কী করে।এমন অ্যাপ দরকার যেটার সাহায্যে সহজে ইংরেজি শিখতে পারবো ।Its a fake post.

    • Nikhil Roy Author Post Creator says:

      Bro, জানতে হবে না শুধু শুনবেন, আস্তে আস্তে শুনে বলতে শিখবেন । একবারে কেউ পারে না

    • Mahbub Pathan Author says:

      ইংরেজি শেখার জন্য আপনি hello english অ্যাপটি ব্যবহার করতে পারেন।

  3. My_idiea Contributor says:

    ব্র পোস্ট টা যেমনই হোক কিন্তু fb admin & google admin hack এর কথা টা শুনে দারুন মজা পাইছি,,,,,,হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহ

  4. Dj.Suyab Contributor says:

    hmmmm valo post your

  5. Sifat Khan Contributor says:

    Ha Ha Ha…..আমি যদি ইংরেজীর মানেই না জানি তাহলে শুনে কি করব……

  6. Soyeb Author says:

    Valoi likhechen vai.

  7. rocnahid Contributor says:

    vai osthir post…biseskore apnar kotha

  8. Tanvir78 Contributor says:

    রাইট।।।।

Leave a Reply

Switch To Desktop Version