Site icon Trickbd.com

গুগোল কিছু দিন পর Android P রিলিজ করবে দেখে নিন এর আগের ভার্শন গুলো কেমনছিল?আর কিছু তথ্য Android Marshmallow vs Android Nougat vs Android Oreo দেখুন বর্তমানে কোনটি সবচেয়ে ভাল।

Unnamed

আসসালামু অলাইকুম

আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।গুগোল অতিশীঘ্রই Android P রিলিজ করবে।তাই এই পোস্টে Android P এর আগে সর্বশেষ তিনটি ভার্শন নিয়ে কিছু তথ্য ও পার্থক্য দেওয়া হল, যেন আপনি আপনার কার্জ অনুযায়ী সহজেই আপনার অ্যান্ড্রোয়েড ফোন কিনতে পারেন।

গুগোল দ্বারা এ পর্যন্ত প্রধান মোট ৬ টির মত ভার্শন রিলিজ করা হয়েছে।এর মধ্যে Marshmallow, Nougat এবং Oreo ভার্শনে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয়েছে।গুগোল যেহেতু এই তিনটি ভার্শনে সবচেয়ে পরিবর্তন এবং স্টাইলিশ সব ফিচার যুক্ত করেছে তাই খুব কঠিন হয়ে পরে এর ফিচার গুলো বুঝতে।Marshmallow, Nauget এবং Oreo ভার্শনগুলোতে অনেক ফিচার রয়েছে যা অন্য ভার্শনে নেই, আবার অনেক অপ্রয়োজনীয় ফিচার সমূহ বাদ পরেছে।তাই আমার আজকের এই পোস্টে Android Marshmallow, Nougat এবং Oreio সম্পর্কে অালোচনা করা হল।

Android version 6 এবং Android version 6.0.1 কে Android Marshmallow হিসেবে ৫ অক্টোবর ২০১৫ সালে গুগোল টিম দ্বারা রিলিজ প্রাপ্ত হয়।গুগোল Nexus 5X এবং Nexus 6p সহ কিছু সংখ্যক Android ফোনে সর্ব প্রথম Marshmallow আপডেট পাওয়া যায়। একে Android M ও বলা হয়।এর প্রায় সকল ফিচার এর আগের ভার্সন ৫ এবং ৫.০.১ এর থেকে সব দিক দিয়ে উন্নত।এবং বর্তমানে প্রায় ২৮% ফোনে Android Marshmallow ভার্শন আপডেট ভাবে ব্যবহার করা হচ্ছে।

Android Nougat বা Android version 7 থেকে 7.1.2 ২০১৬ সালের আগস্ট মাসে রিলিজ প্রাপ্ত হয়। এর দ্বিতীয় ভার্সন 7.1 অক্টোবর এবং তৃতীয় ভার্সন 7.1.1 ডিসেম্বরে রিলিজ হওয়ার এক বছর পর ২০১৭ সালের ডিসেম্বরে 7.1.2 গুগোল রিলিজ করে।সর্ব প্রথম Nexus Player এবং Pixel C ফোনে রিলিজ পায় হয় Android version 7।একে Android N ও বলা হয়ে থাকে।গুগোল তথ্য মতে ২৮.৫% এর ২২.৩% 7.0 version এবং 7.1 version ৬.২% ব্যবহিত হচ্ছে।

Android ভার্শন 8 এবং 8.1 মার্চ ২০১৭ সালে রিলিজ প্রাপ্ত হয়।এর দুটি ভার্শন এর প্রথমটি সর্ব প্রথম Nexus 5X এবং Pixel C ফোন গুলোতে রিলিজ হয়।একে Android O হিসেবে অভিহিত করা হয়।খুব কম সংখ্যক ফোনে এই ভার্শন ব্যবহার করা হয়।আর Android Oreo এর পর গুগোল কন আপডেট ভার্শন রিলিজ করবে না এমন কোথাও শোনা যায় কিন্তু তবুও গুগোল Android version আপডেটে কাজ করে যাচ্ছে।ফলশ্রুতিতে Android P কয়েক মাস পরেই রিলিজ পেতে পারে।একারনে এই ভার্শনে অনেক পরিবর্তন লক্ষ করা যায়।

Android Marshmallow to Nougat

Android Oreo ভার্শনে গুরুত্বপূর্ণ সব ফিচার থাকা সত্ত্বেও খুব কম সংখ্যক ফোনে Android Oreo পাওয়া যাচ্ছে।তাছাড়া মধ্যম বাজেট এর মধ্যে প্রায় ৭ থেকে ১০ হাজার এর মধ্যে Android Nougat ফোন বাজারে প্রচুর।তাছাড়া Nougat অনেক ফোনেই PIP এবং কিছু ফিচার থাকায় তেমন কোন সমস্যা হয় না।তাই আমার মতে বাজেট এবং ব্যবহার ও ফিচার এর দিগ দিয়ে বাংলাদেশে ভাল ফোন কেনার জন্য মধ্যম বাজেটে আমি Android Nougat ভার্শন কে প্রধান্য দেব।তবে বাজেট একটু বেশি হলে Android Oreo কেনাটায় ভাল হবে।আর হ্যা কিছু দিন পর গুগোল দ্বারা Android P ভার্শন রিলিজ প্রাপ্ত হলেও বাংলাদেশি বাজারে মধ্যম বাজেটে এই ফোন মনে হয় না কেনা সম্ভব হবে।

পূর্ববর্তী পোস্ট সমুহ:

মন্তব্য:

পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ, এই পোস্ট Android P রিলিজ পর আপডেট করা হবে। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen

এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।