≫≫ আসসালামু-আলাইকুম ≪≪

 

 

সূপ্রিয়, পাঠক! কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

যারা “ফ্রি বাউজিং” করতেছেন তারা ত মনে হয় মোটামোটি ভালোই আছে। আর যারা জানেন না, তারা পোষ্টি দেখে নিতে পারেন।

আর যারা বর্তামানে চালাচ্ছেন তাদের কিছু সমস্যা পোহাতে হয়। যেমনঃ বাংলা ভাষা লেখা যায়না, ২য় পৃষ্টা সহ অন্যান্য পৃষ্টা সমূহে যাওয়া যায় না!
এ নিয়ে আগে Md Mahfiz ভাই একটি পোষ্ট করেছিলেন। এটিতে অনেকের উপকার হয়েছে। আর ঐ পদ্ধোতি ছিল একটু কঠিন।

আর আমি অলরেডি একটি পোষ্ট লেখে নিয়েছিলাম (শুধু পালবিশ করার বাকি ছিল), এখন হঠাত দেখি উপরের সার্চবক্স গায়েব। ত এখন ত আর ঐ নিয়মে হবে না! তাই আরেক নতুন নিয়ম বের করলাম। (অবশ্য কষ্ট করে পোষ্ট টি লেখেছিলম, তা ত আর এখন কাজের না।)

 

 

আজকে দেখাবো কিভাবে আপনি “সহজে বাংলা সার্চ করতে পারবেন ও Google এ ২য় পৃষ্টা সহ সব পৃষ্টায় যেতে পারবেন।

 

এখানে আমি প্রথমে দেখাব কিভাবে বাংলা সার্চ করবেন। দ্বিতীয়ত দেখাব কিভাবে ২য় পৃষ্টা সহ অন্যান্য পৃষ্টায় যাবেন।

প্রথমে Action Trick এ গিয়ে ফ্রি বাউজিং এর এখানে যান তারপর, গুগলে ঢুকার পর যে কোন English শব্দ লেখে সার্চ করুন। (নিচের মতো)


↓↓

লেখার পর সার্চ দেন। ↓↓



এখন গুগলের সার্চ বক্সে আপনার কাংখিত সার্চটি লেখে সার্চ দেন। (নিচে দেখেন বাংলা সার্চ হয়েছে)

এভাবে আপনি খুব সহজে বাংলায় সার্চ করতে পারবেন।

এখন আসা যাক ২য় পৃষ্টায় যাওয়ার ব্যাপারে।
এর আগে আপনাকে কিছু সূত্র দেখে নিতে হবে। ↓

• ১ম পৃষ্টা = 00
• ২য় পৃষ্টা = 10
• ৩য় পৃষ্টা = 20
• ৪র্থ পৃষ্টা = 30
এভাবে…

উপরের ছবিতে দেখছেন যে, বর্তমানে এটি প্রথম পৃষ্টায় আছে।
এখন আপনাকে ২য় পৃষ্টায় যাওয়ার জন্য কিছু Edit করতে হবে।

প্রথমে ব্রাউজার (Enter URL) বক্সে যান। তারপর URL এর সবশেষে লিখেন ↓↓ (এখানে কোন কিছু কাঁটতে হবে না)

 

“             &start=()&=N             ”

 

এখানে আপনাকে “()” এর যায়গায় 10 দিতে হবে (২য় পৃষ্টায় যাওয়ার জন্য)। আর ৩য় পৃষ্টায় যাওয়ার 20 দিতে হবে। (সূত্র অনুসারে) আর বাকি সব ঠিক থাকবে।


↑ ব্রাউজার বক্স (Enter URL) এ যাওয়া হলো।

২য় পৃষ্টা যাওয়ার জন্য উপরের লেখাটি লেখা হলো।

এখন উপরে দেখেন, ২য় পৃষ্টায় চলে এসেছি।
(নিচে আরেকটা প্রমাণ)

এভাবে আপনি সহজে বাংলা সার্চ সহ ২য় পৃষ্টা, ৩য় পৃষ্টা সহ সব পৃষ্টায় যেতে পারবেন।

 

ত এখন কোন ঝামেলা ছাড়া ব্রাউজিং করতে থাকুন – Google এর সাথে।

 

(© Labib | কোন কপি পেষ্ট নয়)

 

ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।

39 thoughts on "[New | Easy] এখন Action Trick এ Google এ সহজে বাংলা সার্চ করুন এবং (Google এ) কোন সার্চ এর ২য় পৃষ্টা সহ সব পৃষ্টায় যান | (সহজে, ফ্রি’তে বের করুন আপনার কাংখিত সার্চ)।"

    1. Labib Author Post Creator says:
      thank you 🙂
  1. Md_Samiul_Alim Contributor says:
    nice posr brooo
    1. Labib Author Post Creator says:
      Thank you bro 🙂
  2. প্রিয় Labib,
    এই পোষ্ট টি যদিও ভালো তবে “” ট্রিকবিডি “” এর নিয়মে আবদ্ধ নয় -! এই পোষ্ট টি ” Trash ” বা Delete ” করার চেষ্টা করুন ?।
    হয়তো এর ফলাফল = পদ হাড়াতে পারেন -! ?
    তাই বলে এটার আমার কথা না আমি আপনার ভালোর জন্য মতামত প্রকাশ করলাম -!
    Well be Opssssss ??
    1. Labib Author Post Creator says:
      কারণ? আগের পোষ্ট এ বাংলা সহজে সার্চ হতো না ও গুগলে ২য় পৃষ্টায় যাওয়া যেত না!

      কিন্তু এখানে আমি ঐ গুলো – যাওয়ার নিয়ম দিয়েছি।

  3. not bad,, acca eii site use kore ki kono vabe Download kora jai,,
    1. Labib Author Post Creator says:
      না! আপনি যদি ডাউনলোড করেন তবে, তাদের সার্ভার স্লো হয়ে যাবে এবং পরবর্তিতে বন্ধ হতে পারে।
      এজন্য তারা ডাউনলোড করা বন্ধ রেখেছে।

      * ফ্রিতে চালানো যাচ্ছে, এটাই ভালো। আর এখন যদি না চালানো যেত, তখন?

  4. Md. Mahfuz Author says:
    আর মনে হয় এই পোস্ট টা করার কোনো দরকার ছিল না।দেখা যাক সাপোর্ট টিম কি বলে।
    1. Labib Author Post Creator says:
      New Post! ভালো ভাবে মিলিয়ে নিন।

      ঐখানে কি গুগলে ২য় পৃষ্টায় যাওয়ার ট্রিক আছে?

  5. Mr. Perfect Author says:
    এক পোস্ট বার বার?
    1. Labib Author Post Creator says:
      বার বার নয়, এক বার!

      এখানে অনেক পার্থক্য আছে।
      ১. গুগলে ২য় পৃষ্টায় যাওয়ার ট্রিক আছে।
      ২. খুব সহজে গুগলে বাংলা সার্চ করার উপায় আছে।
      ৩. সবগুরো আমার নিজের বের করা নতুন ও সহজ পদ্ধুতি।

    1. Labib Author Post Creator says:
      ?
      See the up’s comments.
  6. Alamgir Author says:
    action trick mane ki?? Ata diya ki kore??
    1. Labib Author Post Creator says:
      এটা দিয়ে ফ্রিতে তথা কোন এমবি ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা যায়।
  7. RiFen Ahmedz Author says:
    জানা জিনিষ তবুও ত্নক্স✌
    1. Labib Author Post Creator says:
      ধন্যবাদ। আর,
      জানা! এটি আমি নিজে বের করলাম! আর আপনার জানা।
      তাহলে ভালো।
  8. nice post.Action Trick এ রেজিস্টােশন কি বদ্ধ।
    1. Labib Author Post Creator says:
      ধন্যবাদ। না এখন খুলেছে।
  9. Nashurollah Contributor says:
    বাংলায় সার্চ করার সবচেয়ে সহজ পদ্ধতি:
    ১.google search অপশনে যান
    ২.বাংলা যেকোনো একটি বর্ণ লিখে সার্চ করুন,যেমন ক
    ৩.তারপর দেখতে পাবেন সার্চ বারে অনেক unknown symbol দেখাচ্ছে এগুলো কেটে দিন
    ৪.তারপর আপনি সেখানে বাংলায় সার্চ করুন যেমন:রুট।তাহলেই পেয়ে যাবেন..
    full credit( naim sdq) author of trickbd
    1. Labib Author Post Creator says:
      এর থেকে আরো সহজ।
      ১. যেকোন কিছু লেখে সার্চ দিন – ইংরেজিতে
      ২. এখন বাংলায় সার্চ দিলে বাংলা রেজাল্ট পাবেন।
  10. MD Rayhan Hossen Contributor says:
    আমিতো কয়েকদিন ধরে চালাতেই পারছিনা।
    কেউ কিছু সমাধান দিন।
    1. Labib Author Post Creator says:
      কি চালাকে পারছেন না?
      Action Trick – ফ্রি ব্রাউজিং?
  11. ryj.ahmed Contributor says:
    আমার হয়না
    1. Labib Author Post Creator says:
      কি
  12. Labib Author Post Creator says:
    কি?
  13. MD Rayhan Hossen Contributor says:
    Action trick free internet
    1. Labib Author Post Creator says:
      Yes!
  14. Md Sajib (Hridoy) Contributor says:
    আমার হয় না তো! reg করতে বলছে!!
    1. Labib Author Post Creator says:
      এখন হচ্ছে।
  15. Technical AZ Contributor says:
    brother .. site to change hoye geche …why…?
    1. Labib Author Post Creator says:
      New Update of Trickbd. https://trickbd.com/technology-updates/444041?theme_change=desktop
      see here the update.
    1. Labib Author Post Creator says:
      ধন্যবাদ।
  16. Naim sdq Author says:
    Change Categories
    1. Labib Author Post Creator says:
      কোনটা দিব?
      It is in –
      • Technology Update
      • Tools
      • Gp Free net
  17. Zunayed☑ Author says:
    Action Trick er ki hoilo vai?
    1. Labib Author Post Creator says:
      নাই! এডমিন ত বলতেছে আবার নতুন সার্ভার নিয়ে আসবে।

Leave a Reply