Site icon Trickbd.com

[don’t miss] PPSSPP app নিয়ে বিস্তারিত এবং God Of War Highly Compressed Game ৪০০ এমবি গেম মাত্র ৮৫ এমবি সাথে রিভিও।

Unnamed

আসসালামু অলাইকুম

আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ আমি আপনাদের মাঝে PPSSPP অ্যাপ রিভিও ও সেটিং এবং কিছু তথ্য তুলে ধরলাম।এবং সাথে থাকছে God Of War গেম রিভিও।

App Name: PPSSPP Gold

Size: 28 MB

Download

বি.দ্র: ডাউনলোড করার জন্য UC Browser বা Built in Browser ব্যবহার করুন।

PSP?

PSP বা PlaStation Portable হল একটি গেম কনসোলল প্রযুক্তি। ২০০৪ সালের ১২ ডিসেম্বর জাপানে সর্বপ্রথম এটি রিলিজ প্রাপ্ত হয়।Hardware এবং Software এর সমন্বয়ে এই পিএসপি তৈরি করা হয়। Sony এই প্রযুক্তি নির্মাণ করেই কয়েক দিনের মধ্যেয় রীতিমত সাড়া ফেলে দেয় গেম দুনিয়ায়।সে সময় এই অভাবনীয় যন্ত্রটি হয়ে উঠে গেম প্রেমিক দের জন্য এক নতুন দিক।প্রায় তিন থেকে চার বছর এর জনপ্রিয়তা থাকার পর, বাজারে স্বল্প মুল্যর Android ফোন চলে আসলে এর চাহিদা প্রায় কমে যায়।যার ফলে পিএসপির পুরনো গেমগুলো আবার খেলার লোক চাহিদায় তৈরি হয় বিভিন্ন পিএসপি Emulator।

PPSSPP?

PPSSPP হল Android/IOS এর জন্য তৈরিকৃত একটি Emulator অ্যাপ।PPSSPP অ্যাপের মাধ্যমে সহজেই যেকোন পিএসপি গেম emulate করে খেলা যায়।এই অ্যাপ সাধারণত Iso/Cso ফাইল সমর্থন করে।গেম গুলো প্রায় কম্প্রেস করে তৈরি করা হয় বলে কম এমবির মধ্যেয় হাইগ্রাফিক্স গেম খেলা সম্ভব হয়।


সম্পূর্ণ সাপোর্টঃ

PPSSPP আপনার ফোনে সম্পূর্ণ সাপোর্ট করে কি না সেটা কিভাবে জানবেন?এর জন্য PPSSPP দ্বারা নির্মিত কিউব টেস্ট প্রোগ্রামটি রয়েছে।এই প্রোগ্রামটি আপনার ফোনে সমর্থন করলে বুঝতে পারবেন, আপনার ফোনটি Iso/Cso ফাইল সম্পূর্ণ রূপে আপনার ফোনে সমর্থন করবে।

Best setting:

আপনাদের জন্য অনেক দিন ধরে ব্যবহারের পর এবং নেট ঘাটাঘাটি করে আমি নিচের সেটিংটি তৈরি করেছি।এই সেটিং দিয়ে প্রায় সব ফোনেই যেকোন গেম সমর্থন করাতে পারবেন।কিন্তু আপনার ফোন অনুযায়ী কিছু পরিবর্তন করে নিলে তেমন সমস্যা হবে না।


God of War review:

God of War অ্যাকশন এবং এডভেঞ্চারে ভরপুর একটি পিএসপি গেম।গ্রিসের কোন এক স্থানে গেমটি শুরু হয় কোন এক পুরনো স্নৃতি নিয়ে।প্রধান একটি ক্যারেক্টার দিয়ে শ্রুরু হয় গেমটি।শ্রুরুতেই শত্রুদের আক্রমন এবং অ্যাকশন দিয়েই আপনার মন কেড়ে নিবে গেমটি।শত্রুকে ঘায়েল করতে প্রায় পাঁচ ধরনে কম্বো অ্যাটাক আপনাকে অবাক করবেই।গেমের এডভেঞ্চারের সময় সোল্ভ করতে হয় বিভিন্ন পাজ্যাল এবং কালেক্ট করতে হয় বিভিন্ন রত্নী পাথর।ঐ পাথর দিয়েই গেমের বিভিন্ন লেভেল ও লোকেশ এবং ক্যারেক্টার আনলক এবং আপগ্রেড করতে পারবেন।গেমটির বিভিন্ন লোকেশন এবং গ্রাফিক্স মন কারার মত।গেমটি রিলিজের সাথে সাথে অনেক সাড়া ফেলে দেয়।২০০৫ সালে রিলিজ প্রাপ্ত হলেও এখনো জনপ্রিয় আছে।

Setup method:

Game screenshot:


Highly compressed sites:

ইন্টারনেট হাজারো সাইট রয়েছে পিএসপি গেম ডাউনলোড করার জন্য।কিন্তু প্রত্যেক সাইট এই প্রায় ১-২ জিবি ফাইলের গেম সংরক্ষণ করে থাকে।।কিন্তু সাধারণ ডাটা ব্যবহারকারি দের জন্য এতো বড় ফাইল ডাউনলোড করে গেম খেলা বড় সাধ্যের ব্যাপার।কিন্তু এর মধ্যে কিছু সাইট পিএসপি গেমের “Highly Compress” গেম সংরক্ষণ করে।
হাইলি কম্প্রেস বলতে সাধারণত Apk+Obb/Ios/Cso গেম গুলো কে জিপ আকারে সংরক্ষণ করে এর সাইজ কমিয়ে আনাকেই বোঝায়।সাধারণত ১ জিবি ফাইলেকে ৪৫০+ এমবি বা ৫০০ এমবিকে ১২০-৩০ এমবির হাইলি কম্প্রেস গেম গুলোই Android/IOS এ সাপোর্ট করে থাকে।তাই ডেটা ব্যবহারকারি দের জন্য আজ আপনাদের মাঝে কিছু সাইট তুলে ধরলাম। Higly Comprees সম্পর্কে আরো জানতে।

পূর্ববর্তী পোস্ট সমুহ:

মন্তব্যঃ

পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen

এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।