-আসালামু আলাইকুম-
উইন্ডোজ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যাবহৃত পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম । এর সহজ ও ভিজুয়াল ডেক্সটপ এনভাইরনমেন্ট এবং সহজ ইউজার ইন্টারফেসের কারণে এটি এত জনপ্রিয়তা অর্জন করেছে । উইন্ডোজ যতই আপডেট হচ্ছে ততই এটি সহজ, উন্নত এবং আরও বেশি কাজের উপযোগী হচ্ছে । উইন্ডোজ এর সর্বশেষ ভার্সন হচ্ছে উইন্ডোজ ১০ । সম্প্রতি এক সমিক্ষায় দেখা গেছে বর্তমানে উইন্ডোজ ১০ হচ্ছে উইন্ডোজ এর সবচেয়ে বেশি ব্যাবহৃত ভার্সন । উইন্ডোজ ১০ এর লেটেস্ট আপডেট হচ্ছে Windows 10 1803 . এই আপডেটটি রিলিজ হয় এপ্রিল ২০১৮ তে । আমরা অনেকেই হয়ত এটি ব্যাবহার করছি । আর আজকের মূল টপিক হচ্ছে উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটে কি কি নতুন ফিচার থাকছে ।
উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটের ভার্সন হবে 1809 এবং এর কোডনেইম হচ্ছে RS5 বা Redstone 5 . খুব তাড়াতাড়িই এই ভার্সনটি রিলিজ হবে । ত চলুন দেখে নিই কি কি থাকবে এই আপডেটে —
New Dark File Explorer
মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজ ভার্সনে ফাইল এক্সপ্লোরারের জন্য একটি ডার্ক থিম অ্যাড করেছে । আপনি যদি আপনার ডিফল্ট অ্যাপ সেটিংস ডার্ক করে দেন তাহলে ফাইল এক্সপ্লোরারের ডার্ক থিম অটোম্যাটিক অ্যাক্টিভ হয়ে যাবে । ফাইল এক্সপ্লোরার এর কনটেক্স মেনু এবং ফাইল সেভিং ডায়ালগ বক্সেও ডার্ক থিম অ্যাড করা হয়েছে ।
Every Window in One Window
উইন্ডোজ ১০ অক্টোবর আপডেটের অন্যতম বড় পরিবর্তন এটি । সবগুলো উইন্ডোর একটি ট্যাব বার থাকবে । ট্যাব বার থেকে নতুন একটি ট্যাব ওপেন করে ঐ উইন্ডোটাতেই অন্য আরও কয়েকটি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবেন । উদাহরণস্বরূপ আপনি File Explorer উইন্ডোটা ওপেন করে রেখেছেন এখন আপনার একটা ব্রাউজার ওপেন করার প্রয়োজন পরল তাহলে আপনি এই উইন্ডোটা থেকেই আরেকটি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারবেন । তাছাড়া অনেকগুলো উইন্ডো ড্রাগ করে একটা উইন্ডোতে নিয়ে আসা যাবে । আপনি CTRL+WIN+TAB কি চেপে ট্যাবগুলোতে সুইচ করতে পারবেন । এতে ঝামেলা বিহীন ভাবে কাজ করা যাবে । ট্যাববারটি সকল ট্রেডিশনাল উইন্ডোজ অ্যাপ্লিকেশানে থাকবে । তবে দুঃখের বিষয় পরবর্তী আপডেটে ফিচারটি সরিয়ে নেওয়ার সিধান্তও নিয়েছে মাইক্রোসফট । এবং ২০১৯ সালের উইন্ডোজ ১০ স্প্রিং আপডেটে ফিচারটি আবার আনা হবে ।
Search Preview In Start Menu
স্টার্ট মেনুর সার্চ ফিচারটি করটানা সার্চ ফিচার নামেও পরিচিত । এখন থেকে এই করটানা সার্চ ফিচারে সার্চ প্রিভিউ দেখতে পারবেন । মানে আপনি যদি করটানা সার্চ বক্সে কোন কিছু লিখে সার্চ করেন তাহলে উইন্ডোজ আপনার সার্চ অনুযায়ী বিস্তারিত ইনফরমেশন সহ একটি প্রিভিউ প্যানেল দেখাব । উপরের ছবিতে দেখুন ।
A New Screenshot Utility
উইন্ডোজ ১০ এর এই আপডেটে একটা নতুন স্ক্রীনশট টুলস দেওয়া থাকবে । এটা দিয়ে আপনি সিলেক্টেড রিজিওন , অ্যাক্টিভ উইন্ডো , ফুল স্ক্রীন ক্যাপচার করতে পারবেন । তাহলে আপনার আর থার্ড পার্টি কোন স্ক্রীনশট টুলস ইন্সটল করার প্রয়োজন পরবে না । Windows+Shift+S কি চেপে আপনি টুলসটা ওপেন করতে পারবেন । তবে এখনও উইন্ডোজ থেকে Snippint Tools টুলসটি রিমুভ করা হয় নি । তবে এর পরের আপডেটে Snippint Tools টি রিমুভ করে দেওয়া হবে ।
Updates For Edge Browser
মাইক্রোসফটের নতুন ব্রাউজার Microsoft Edge । উইন্ডোজ ১০ থেকেই এই ব্রাউজার এর যাত্রা শুরু । উইন্ডোজ এর এই আপডেটে Microsoft Edge কে আরও বেশি উন্নত করা হয়েছে । সেটিংস্ মেনু এবং কন্টেক্স মেনু নতুন করে ডিজাইন করা হয়েছে । সেটিংসগুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়াছে । সেকুরিটি আপডেট করা হয়েছে । Media Autoplay নামের নতুন ফিচার যোগ করা হয়েছে । Downloads এ পরিবর্তন আনা হয়েছে । সবমিলিয়ে মাইক্রোসফট এজ এখন একটি স্মার্ট ব্রাউজার ।
Windows Defender Becomes Windows Security
উইন্ডোজ ১০ এর এই আপডেটে Windows Defender Security Center নাম দেওয়া হয়েছে শুধুমাত্র Windows Security । মাইক্রোসফট এজ ব্রাউজার এর জন্য একটি নতুন সেকুরিটি গার্ড টুলস অ্যাড করা করা হয়েছে । এটি এখন আগের চেয়ে সহজ ও শক্তিশালী হয়েছে এবং এতে নতুন কয়েকটি ফিচার যেমন Block suspicious behaviors, Automatic sample submission ইত্যাদি যোগ করা হয়েছে ।
Improvements to Notepad
Windows 10 এর এই আপডেটে নোটপ্যাডে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে । লেখাগুলোকে CTRL+Mouse Wheel অথবা CTRL++ , CTRL+- প্রেস করে জুম-ইন এবং জুম-আউট করতে পারবেন । কোন একটি ওয়ার্ড বিং এর সাহায্যে সার্চ করতে পারবেন ।নোটপ্যাডের কলামগুলোর নাম্বার শো করবে এই আপডেটে । এবং আগের চেয়ে দ্রুত বড় ফাইল্গুলো নোটপ্যাড দিয়ে ওপেন করা যাবে ।
Other’s Update
উপরের আপডেটগুলো ছাড়াও অন্যান্য আপডেটগুলো হচ্ছে ঃ-
- Disk Cleanup is Now Deprecated
- Free up Space Tools Released
- Search in the Calendar
- Magnifier Improvements
- Mixed Reality Improvements
- Protected Processes for Antivirus Software
- Registry Editor Autocomplete
- Task Manager Memory Reporting
- Microsoft WebDriver Installation
উপরের মেজর আপডেটগুলো ছাড়া আরও অনেক আপডেট এসেছে উইন্ডোজ ১০ এর অক্টোবর আপডেটে । সবগুলো নিয়ে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না । প্রধান প্রধান আপডেটগুলো নিয়ে যথাসাধ্য আলোচনা করলাম । সকল ইনফরমেশন এবং সকল ইমেজ উইকিপিডিয়া এবং মাইক্রোসফট এর অফিসিয়াল সাইট এবং বিভিন্ন ইংরেজি ব্লগ থেকে সংগৃহীত ।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন ।
ধন্যবাদ,
আবার দেখা হবে ।
–আল্লাহ হাফেজ–