Site icon Trickbd.com

যে ভাবে ফ্রিলান্সার ”কে ওয়াই সি” বা একাউন্ট ভেরিফাই করবেন

যে ভাবে ফ্রিলান্সার ”কে ওয়াই সি” বা একাউন্ট ভেরিফাই করবেন

যে ভাবে ফ্রিলান্সার ”কে ওয়াই সি” বা একাউন্ট ভেরিফাই করবেন

অনেকেই ভাব নেবে বলবে আমি খুব পারি ভেরিফাই করতে। পরে দেখা যায় উল্টা পাল্টা করে আইডি চাঁদে পাঠিয়ে দিয়েছে।

এই জন্য টিউন লিখতে বসলাম। যাতে আইডিটিকে বাশ খাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন। ওকে অনেক হৈছে এবার কাজের মধ্যে আসি।

তার আগে বলে নেই কিছু কথা।

ফ্রিল্যান্সার ওয়েবসাইটি মুক্ত পেশাজিবীদের জন্য বেশ জনপ্রিয় মাধ্যম, বিশেষ করে নতুনদের জন্য। নতুনরা সাধারনত এই ওয়েবসাইটেই প্রথম একাউন্ট খুলে থাকেন। তবে মার্কেটপ্লেসে একাউন্ট খোলার আগে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখা জরুরীঃ

ফ্রিল্যান্সার থেকে “কে ওয়াই সি (Know Your Customer Program (KYC)” ভেরিফাই করতে পারবেন যে সব ডকুমেন্টস দিয়ে:

Proof of Identity

You may submit a colored scan of any of the following acceptable identification documents:

Rules to Remember:

Keycode Verification Photo

A photo of yourself holding a piece of paper with your unique code (to be provided in the Verification Center) in one hand and your ID in your other hand.

Proof of Address

This will no longer be required if your proof of identity contains your current address. Just tick that option on the form for declaration.

Otherwise, submit a colored scan of any of the following acceptable proof of address documents:

Rules to Remember:

কে ওয়াই সি ভেরিফাই করতে মূলত তিনটি ডকুমেন্টস লাগে:

  1. Proof of Identity: a valid government-issued ID
  2. Keycode Verification: a photo of you holding a unique code (that we will provide) and your ID side-by-side
  3. Proof of Address: a utility bill or bank statement under your name and address that has been issued within the last three (3) months

বোঝা গেলো নাকি?

এই লিংকে গিয়ে ভেরিফাই করতে হবে 

চলুন ভেরিফাই করে ফেলি:

ওই লিংকে গেলে এই রকমের

একটা বাক্স আসবে এখানে থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করেন

এরপর এই রকম বাক্স আসবে। সবগুলো সঠিক তথ্য দিয়ে সাবমিট করেন।

সেভ এন্ড কন্টিনিউ দেয়ার পরে একটা ইউনিক কোড দেবে। ওই কোড আর আপনার ন্যাশনাল আইডি দুইটা দুইহাতে নিয়ে একটা দাঁত বের করা পিক তুলে সাবমিট করতে হবে।

এর পরে আসবে মূল কাহিনী। এখন আপনাকে আপনার এড্রেস ভেরিফাই করতে হবে। আপনার বিদ্যুৎ বিল এর কপি বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে আপনাকে প্রভা করতে হবে আপনার এড্রেস সঠিক।
সব কিছু ঠিক থাকে থাকলে সাবমিট এন্ড রিভিউ বাটনে ক্লিক করে আপাতত ৪৮ ঘন্টা অপেক্ষা করেন।

যদি সব ঠিক থাকে তাহলে তো মাশাল্লাহ। যদি সমস্যা হয় তাহলে মেইল করে আপনাকে বলে দেবে আবার সাবমিট করার জন্য। বুঝতে পেরেছেন বেপারটা?

কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আমার ফেইসবুক গ্রুপ হলো এইটা। এখানে গিয়ে জয়েন কোনো পারেন।

Facebook Group

Freelancer Bangladesh  Freelancer Support Page Freelancer Support Group